What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

সমুদ্রে রাজত্ব করা কুখ্যাত ১০ জলদস্যুর কাহিনী (1 Viewer)

SoundTrack

Board Senior Member
Elite Leader
Joined
Mar 2, 2018
Threads
530
Messages
13,427
Credits
283,450
Recipe pizza
Loudspeaker
ক্যারিবিয়ান সাগরে এবং তা ছাড়িয়ে, জলদস্যু রা ইতিহাসের পাতায় চিরকাল বেঁচে থাকবে- তাদের দুঃসাহসিকতায়, ভুল কাজের খ্যাতি অথবা নৃশংসতায়। প্রত্যেকেই একটি নির্দিষ্ট সময়ে সমুদ্রে তাদের প্রভাব বিস্তার করে গেছে, যদিও তারা সকলেই ছিল ক্ষণজন্মা। সমুদ্রে রাজত্ব করা এমনই ১০ জন বিখ্যাত জলদস্যু র তালিকা দেয়া হল।

উইলিয়াম কিড ( স্কটিশ, ১৬৪৫-১৭০১)

SRKJ_001.jpg


উইলিয়াম কিড

একজন কেতাদুরস্ত স্কটিশ লোক, নিউইয়র্কের বিশিষ্ট নাগরিক, ট্রিনিটি চার্চ এর সক্রিয় সহ-প্রতিষ্ঠাতা ক্যাপ্টেইন কিড তার পেশা জীবন শুরু করেছিলেন শত্রু-জাহাজ আক্রমণ ও লুণ্ঠনের অধিকার প্রাপ্ত বেসরকারি জাহাজে যার মূল উদ্দেশ্য ছিল সমুদ্র থেকে জলদস্যুদের অপসারন করা। অনেকটা অনিচ্ছকৃতভাবেই কিড জলদস্যু জীবনে প্রবেশ করেন, যদিও তার জলদস্যুতা রোমাঞ্চকর হিসেবে তুলে ধরার ফলে অনেক প্রশ্ন জাগে। কিডকে তার নাবিকদলই জলদস্যু ক্যাপ্টেইন হিসেবে নির্বাচিত করে। তার সবচেয়ে বড় দুর্ভাগ্য ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির জাহাজ আক্রমণ করা। যখন তিনি জানতে পারলেন যে এই কাজের জন্যে তাকে খোঁজা হচ্ছে, তখন কিড তার কিছু সম্পদ গার্ডিনার আইল্যান্ডে লুকিয়ে ফেলে যাতে পরবর্তীতে একে দর কষাকষির ক্ষেত্রে ব্যবহার করতে পারে। কিন্তু বোস্টনে স্ত্রী সহ ধরা পরার পর বিচারের জন্যে কিডকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হয়। অনেকের মতে, তাকে অন্যায় ভাবে মৃত্যুদণ্ড দেয়া হয় এবং তা কার্যকর হয়েছিল অনেক বাজে পদ্ধতিতে। যে দড়িতে তাকে ফাঁসি দেয়া হয়েছিল তা দুইবার ছিঁড়ে যায়, এবং তৃতীয়বার যখন তাকে থেমস নদীর পাশে ফাঁসি দেয়া হয় তখন দড়ির পরিবর্তে ব্যবহার করা হয়েছিল শিকল আর পুরো শরীর আলকাতরা দিয়ে ঢেকে দেয়া হয়েছিল।

এডওয়ার্ড টিচ "ব্ল্যাক বিয়ার্ড"(ইংলিশ, ১৬৮০-১৭১৮)

অনেক সফল ত্রাস সৃষ্টিকারীদের জলদস্যুদের মধ্যে ব্ল্যাক বিয়ার্ড ছিল তার সময়কার সুপরিচিত এবং অন্যতম একজন। তার পরিচালনায় ছিল ৪ টি জাহাজ আর ৩০০ জনের জলদস্যু বাহিনী। বিখ্যাত যুদ্ধ জাহাজ এইচ এম এস স্কারবরো কে পরাস্ত করেছিল ব্ল্যাক বিয়ার্ডের বাহিনী। লড়ায়ে দুই হাতে দুই তলোয়ার, কয়েকটা ছুরি আর পিস্তল নিয়ে ঝাঁপিয়ে পরার জন্যে বিখ্যাত ব্ল্যাক বিয়ার্ড। ক্যারিবিয়ান সাগরে ৪০ টির বেশি বাণিজ্যিক জাহাজ লুণ্ঠন এবং অসংখ্য বন্দীকে ঠাণ্ডা মাথায় হত্যা করেছে ব্ল্যাক বিয়ার্ড ।

SRKJ_002.jpg


এডওয়ার্ড টিচ "ব্ল্যাক বিয়ার্ড"

অনেক উপপত্নী থাকলেও মূলত ব্ল্যাক বিয়ার্ডের আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়েছিল ১৬ বছরের এক কিশোরীর সাথে – যে তাকে সংশোধন করার চেষ্টা করেছিল এবং এই "অপরাধে" ব্ল্যাক বিয়ার্ড তার স্ত্রীকে উপহার হিসেবে নাবিকদের কাছে অর্পণ করে। এক ভয়ানক যুদ্ধের পর রাজার নৌবাহিনীর হাতে ব্ল্যাক বিয়ার্ড বন্দী হয় এবং পরে তার শিরচ্ছেদ করা হয়। তার কাটা মাথা ভার্জিনিয়ার হ্যাম্পটন নদীর কাছে খুঁটির মধ্যে গেঁথে রাখা হয়েছিল জলদস্যুদের সতর্কবার্তা হিসেবে।
 

Users who are viewing this thread

Back
Top