সোনা, দানা বিনা বাসি মা তোরে,
সোনালি বর্ণালী মিতালি বহরে।।
দেখিয়া সাজুয়া রূপ নাচে মন আমার
রিনি ঝিনি ধ্বনি টানে বার বার।।
হ্রদে-নদে, ঝিলে-বিলে রূপে উপচে পার!
মাঠে, ঘাটে, পথে বহে রূপের বাহার।
পাথালি বেয়ে পাহাড়, দেখি শুধু রূপের আধার
সাগরে নগরে মিলে কি অসম বন্ধন তোমার!
ফসলে দোলে হাওর, বনে কুঞ্জন...