অঞ্জন দত্ত, একাধারে একজন গায়ক, গীতিকার, সুরকার, অভিনেতা, চলচিত্র নির্মাতা এবং আরও অনেক কিছু। কলেজ লাইফে প্রথম অঞ্জন দত্তকে চিনি আমি। বেলা বোস গান দিয়ে শুরু। এরপর একে একে মালা, রমা, ম্যারি এন, দেবলীনা এবং আরও কত কে এলো। অঞ্জন দত্তের গানগুলো শুনলে মনে হয়, উনি আমার জীবনের গল্প বলছেন। অনেক দিনের...