আমি রাইসা। বয়স ২২ বছর। দেখতে খুবএকটা খারাপ না। কলেজে পড়ি, আর দু’একটা টিউশনি করাই। একদিন হঠাৎ গ্রামের বাড়ি থেকে খবর এলো জমিনিয়ে কি নাকি সমস্যা হয়েছে, আমাকে যেতে হবে।
গ্রামের বাড়ি যাবো, তাই ঢাকা থেকে গ্রামের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য সায়দাবাদ গেলাম। রাতের কোচে যাওয়ার উদ্দেশ্য। কিন্তু সরাসরি কোন...