অজিতার সাথে আমি
অজিতার সাথে আমার পরিচয় ফেইসবুকে। একদিন চ্যাটে হঠাৎ নক করল ও নিজেই। আমি স্বাভাবিক ভাবেই সাড়া দিলাম। হায়, হ্যালো, কেমন আছি টাইপ কথা হতো। একদিন হঠাৎই আমাকে বলল, আমাকে একটা চাকরীর ব্যবস্থা করে দিতে পারেন? আমি বললাম, তুমি চাকরী করবে? বলল, আমার জন্য নয়। আমার এক কাজিনের জন্য। আমি সাথে...