What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

যখন থামবে কোলাহল (1 Viewer)

very much starting still nothing to say

মোহন আনমনেই চলতে থাকে এলাকার গলিপথ ধরে। অধরা বুঝি সান্ধ্য ভ্রমনই করছিলো। একই ক্লাশে পড়ে। মিষ্টি চেহারা, ডিম্বাকার মুখ। টেনিস বলের চাইতেই বড় দুটি গোলাকার স্তন বরাবরই চোখ কেঁড়ে নেয়।

মোহন এড়িয়ে চলে যেতে চাইছিলো। অথচ, অধরাই কমেন্ট পাস করলো, দেখে যেনো মনে হয়, চিনি উহারে!

মোহন থেমে দাঁড়ালো। অধরার দিকে সরাসরিই তাঁকালো। বললো, ও অধরা? হাঁটছো বুঝি?

অধরা মজার মেয়ে। মজা করতেই পছন্দ করে। বললো, কই না তো! দাঁড়িয়ে আছি। তোমার কাছে কি হাঁটছি বলে মনে হচ্ছে?

মোহন মজা করতে পছন্দ করে না। যা বলে সরাসরিই বলে। বললো, না, এখন হাঁটছো না। একটু আগে বোধ হয় হাঁটছিলে।

অধরা কথা প্যাচাতে থাকে, তাহলে আগে থেকেই আমাকে দেখেছিলে? তাহলে কথা না বলে চলে যাচ্ছিলে কেনো?

মোহন আমতা আমতা করতে থাকে। বুকের উপর ভেসে থাকা টেনিস বলের মতোই গোলাকার দুটি বুকের উপরও নজর ফেলে। এমন মিষ্টি চেহারা, এমন চমৎকার ফিগার, প্রেমে পরে যাবার মতোই। মোহন বলে, না মানে, তুমি বিরক্ত হবে ভেবেছিলাম।

অধরা বললো, এমন মনে হাবার কারন?

মোহন কারন খোঁজে পায় না। শুধু এদিক সেদিক তাঁকাতে থাকে। অধরার সাথে এই গলির চৌপথে দাঁড়িয়ে কথা বলতে দেখলে, লোকে কি বলবে? যদি জানা জানি হয়ে যায়, সবাই যদি ভাবে অধরার সাথে মোহনের একটা সম্পর্ক আছে! নাদিয়ার কানেও যদি চলে যায়? মোহন ছটফটই করতে থাকে। বলে, এখন আসি। আবার দেখা হবে।

[Hidden content][Hidden content]
[Hidden content]
very much starting still nothing to say
 
ধন্যবাদ দাদা খুব খুশি হলাম
মামা পেয়ে গেলেন ত (y)
মামা আপনার রিকোয়েস্টগুলো Rainbow মামাকে দিন, তার কালেকশন আমার থেকেও অনেক বেশি। :love:o_O
আমার কাছে এটা পুরাটা ছিল না, তাই দিই নাই।
@Rainbow007 মামা গল্পটা দেয়ার জন্য ধন্যবাদ।
 
Last edited:
যখন থামবে কোলাহল

Writer: মোহন চৌধুরী

হাসি আনন্দ ফুর্তিতে সবাই মেতে উঠে। মোহন এর এতে কোন মোহ নেই। নকর আলী আবারো ডাকলো, মোহন, আজকে একটা বিশেষ দিন। তাড়াতাড়ি কাজ শেষ করো। সবাইকে আত্ম পরিচিতিটা তো অন্তত জানাতে হবে।

মোহনের হাতে অনেক কাজ। তারপরও, আজকে একটু বিশ্রামই নিতে ইচ্ছে করছে। কোলাহল ভালো লাগে না। তাই ডিনার পার্টিতে যাবেনা বলে উদ্যোক্তাকে আগেই জানিয়ে রেখেছিলো। নকর আলী তা জানে না। অদুদ এর সাথে দুপুর একটাতেই বৈঠকে বসার কথা ছিলো। অদুদও ব্যাস্ত। ঠিক অফিস ছুটির সময়, নকর আলী যখন মোহনকে ডিনার পার্টিতে যাবার তাড়াই করছিলো, তখন অদুদও মোহন এর ডেস্কে এসে উপস্থিত হয়েছিলো। মোহন ভালোই ছোতা পেলো। বললো, অদুদ সাহেবের সাথে বিশেষ বৈঠক আছে। বৈঠক শেষ হলে ভেবে দেখবো।


মোহনের বস রাগ করেই বললো, ঠিক আছে, বিশেষ অতিথিদের সেই কথাই বলবো। কাজ শেষ করে তাড়াতাড়ি ডিনার পার্টিতে এসো।


কনক চাপাও বিয়েথা করেনি। কাজ তার ভালো লাগে না। তারপরও, অফিসে অযথা সময় নষ্ট করে নিসংগতা কাটানোর জন্যে। পঞ্চাশোর্ধ বুড়ী একটা মহিলা। ডিপার্টমেন্টও ভিন্ন। মোহনের খুব পছন্দ নয়। তারপরও কলিগ হিসেবে কথা বিনিময় হয়। মোহনেরও কাজ প্রায় শেষ। অফিসেও কেউ নেই। কনক চাপা বললো, মোহন সাহেব, কি ব্যাপার, পার্টিতে যাননি?

মোহন বরাবরই হাসি খুশী। অতি কষ্টেও হাসে। বললো, বেতন নাই, পকেট খালি। একটা কানা কড়িও যদি বউ এর কাছে চাই, গালিগালাজ শুনতে হয়। পার্টিতে গিয়ে কি খাবার হজম হবে?

কনকা চাপা বললো, তারপরও তো গাধার মতো খাটো।

মোহনের মুখ থেকে কথা ফুটে না। কনক চাপাও অফিস থেকে বিদায় নেয়। চারিদিক নিস্তব্ধ হতে থাকে। মোহনেরও কাজে মন বসে না। মনটা ছুটে চলে অতীতে।

নাদিয়া। মোহন এর ভালোবাসার নাদিয়া। মোহনের রক্ত মাংসে প্রতি নিয়ত আঘাত করে নাদিয়া। নাদিয়ার স্মৃতিটুকু টিকিয়ে রাখার জন্যে সকাল বিকাল রাতে স্মরণ করে থাকে। যখন চারিদিকে কোলাহলগুলো থেমে যায়, তখন মোহনের মনে শুধু একটি নাম, নাদিয়া। সেই নাদিয়া এখন কোথায়, কে জানে? মোহন ও জানে না। জানার চেষ্টাও করে না। শুধু জানে নাদিয়াকে সে ভালোবাসে। কত্ত ভালোবাসে, তা বোধ হয় সে নিজেও জানেনা।

মোহন তার কম্পিউটার বন্ধ করতে থাকে। ড্রয়ার থেকে জ্যাকেটটা বেড় করে গায়ে পরে নেয়। হ্যাণ্ড ব্যাগটা হাতে নিয়ে অফিস থেকে বেড়িয়ে পরে। মদের দোকান থেকে এক বোতল মদ কিনে, ঢক ঢক করে গিলতে থাকে। অলস পায়ে হেঁটে চলে বাড়ীর পথে।

যৌবনটা বুঝি এমনই। শুধু অজশ্র মেয়েরাই পেছনে পেছনে ঘুরেনা, অজশ্র টাকাও ঘুর ঘুর করে। মোহনের এই দু হাত বয়েও অজশ্র টাকা বয়ে গেছে। তেমনি টাকা বয়ে যাওয়া হাতে, বউটাও ভালো ঘরের। টাকা হাতে ধরে রাখতে পারে। বউটাই কিছু টাকা জমিয়ে, কিছু টাকা মা বাবার কাছ থেকে ধার করে, ব্যাংক লোনে বাড়ীটাও কিনে ফেলেছিলো। মোহনের এই বাড়ীটার প্রতি কোন আকর্ষণই নেই। ব্যাংকের বাড়ী, মাসে মাসে ভাড়ার মতোই বেতনের অর্ধেক টাকা পরিশোধ করে। কখন নিজ বাড়ী হবে, সে নিজেও হাতে গুনে কুল পায় না। মদের বোতলটা হাতে নিয়ে সে বাড়ীতেই ঢুকে।

[Hidden content][Hidden content]
[Hidden content]
Like to read the rest of the story
 
let me read the hidden posts
bhai kabol aituku? golpo to incomplete!! r o kisu thakbe expect korchilam.😢😢
keu continue korun na?
 
Last edited:

Users who are viewing this thread

Back
Top