৮. ঘোড়া ও ক্রীতদাসের কোন যাকাত নেই। তবে ক্রীতদাসের জন্য ছাদাক্বায়ে ফিতর আদায় করতে হবে। (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/১৭৯৫; ঐ, বঙ্গানুবাদ হা/১৭০৩।)
৯. শাক-সবজিতে কোন যাকাত নেই। (দারাকুৎনী, মিশকাত হা/১৮১৩; ঐ, বঙ্গানুবাদ মিশকাত হা/১৭২১।)
১০. যাকাতের মাল অবশ্যই হালাল ও পবিত্র হ’তে হবে। কেননা হারাম মালের ছাদাক্বা কবুল হবে না। (বঙ্গানুবাদ বুখারী ২/৯৪ পৃ:।)
১১. যাকাত-ছাদাক্বা রিয়া মুক্ত হ’তে হবে। খেয়াল রাখতে হবে যেন কোন অবস্থাতেই তা গ্রহীতার জন্য কৃপা বা অনুগ্রহ না বুঝায় এবং কষ্টের কারণ না হয়। কেননা রিয়া বা লোক দেখানো আমল এবং কৃপা ও কষ্টযুক্ত দান গ্রহণযোগ্য হবে না। (বাক্বারাহ ২৬৪; বঙ্গানুবাদ বুখারী ২/৯৪ পৃ:।)
৯. শাক-সবজিতে কোন যাকাত নেই। (দারাকুৎনী, মিশকাত হা/১৮১৩; ঐ, বঙ্গানুবাদ মিশকাত হা/১৭২১।)
১০. যাকাতের মাল অবশ্যই হালাল ও পবিত্র হ’তে হবে। কেননা হারাম মালের ছাদাক্বা কবুল হবে না। (বঙ্গানুবাদ বুখারী ২/৯৪ পৃ:।)
১১. যাকাত-ছাদাক্বা রিয়া মুক্ত হ’তে হবে। খেয়াল রাখতে হবে যেন কোন অবস্থাতেই তা গ্রহীতার জন্য কৃপা বা অনুগ্রহ না বুঝায় এবং কষ্টের কারণ না হয়। কেননা রিয়া বা লোক দেখানো আমল এবং কৃপা ও কষ্টযুক্ত দান গ্রহণযোগ্য হবে না। (বাক্বারাহ ২৬৪; বঙ্গানুবাদ বুখারী ২/৯৪ পৃ:।)