জাপানিরা বুদ্ধিমান মানুষ। আমেরিকানরা জাপানিদের বলে স্মার্ট এনিমি। সবচে বড় কথা ওদের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিরাক একটা পরিবর্তন এসেছে। সাম্রাজ্যবাদ থেকে তারা সড়ে এসেছে। এরা এখন অনেক মানবিক জাতি। ওদের পরিচ্ছন্ন জীবন সম্পর্কে আমরা এখন সবাই জানি।
আমাদের কৃষকরা ধুকে ধুকে মরছে। আমার মতে প্রতিটি কৃষকের একটি কৃষি কার্ড করে দেয়া দরকার আমাদের বাংলাদেশ সরকারের। কৃষকদের একটি আলাদা ডাটাবেজ থাকবে সরকারের কাছে। কৃষি উৎপাদনে সহায়ক এমন সকল উপাদান ও যন্ত্রপাতির থাকবে নামমাত্র দামে। সেচ, সাড়, আরো যা যা লাগে সরকারী দায়িত্বে ওগুলো সরাসরি কৃষকের কাছে পৌঁছে যাবে।
লেখককে অনেক ধন্যবাদ এমন একটি বিষয়ে লেখার জন্য।