তোমার সাথে একবার দেখা হবার পর, আবার হালে পাই পানি
আবার নৌকো চালাতে শুরু করি
আবার এপার থেকে ওপারে যাই
তোমার সাথে দেখা হবার পর
আবার বারান্দায় দাড়াই
ছাদে উঠি, গুনগুনিয়ে গান গাই
তোমার সাথে একবার দেখা হবার পর
শিশুদের ভালবাসতে শুরু করি
খেলার মাঠে যাই, আহত পাখিকে সেবা দিতে শুরু করি
তোমার সাথে দেখা হবার পর - হাত ঘড়িটা আবার পড়তে শুরু করি-
পান্জাবীতে আতর লাগাই; তোমাকে বলতে চাই- তোমাকে চাই তোমাকে চাই
তোমার সাথে একবার দেখা হবার পর
পুরনো প্রিয় কবিতার বইয়ে মলাটা লাগাই, নতুন আরো একটি কবিতা লিখি; তার নাম দেই " তোমাকে চাই"।
তোমার সাথে দেখা হবার পর
বিল্টুরকে পাড়ার দোকানে নিয়ে চকলেট খাওয়াই
তোমার সাথে দেখা হবার পর
হারানো আমিকে যেন- আবার ফেরত পাই
আবার নৌকো চালাতে শুরু করি
আবার এপার থেকে ওপারে যাই
তোমার সাথে দেখা হবার পর
আবার বারান্দায় দাড়াই
ছাদে উঠি, গুনগুনিয়ে গান গাই
তোমার সাথে একবার দেখা হবার পর
শিশুদের ভালবাসতে শুরু করি
খেলার মাঠে যাই, আহত পাখিকে সেবা দিতে শুরু করি
তোমার সাথে দেখা হবার পর - হাত ঘড়িটা আবার পড়তে শুরু করি-
পান্জাবীতে আতর লাগাই; তোমাকে বলতে চাই- তোমাকে চাই তোমাকে চাই
তোমার সাথে একবার দেখা হবার পর
পুরনো প্রিয় কবিতার বইয়ে মলাটা লাগাই, নতুন আরো একটি কবিতা লিখি; তার নাম দেই " তোমাকে চাই"।
তোমার সাথে দেখা হবার পর
বিল্টুরকে পাড়ার দোকানে নিয়ে চকলেট খাওয়াই
তোমার সাথে দেখা হবার পর
হারানো আমিকে যেন- আবার ফেরত পাই