What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

থার্টিফার্স্ট নাইটে বাড়ির ছাদেও গানবাজনা নয়: ডিএমপি (1 Viewer)

Eastman

Member
Joined
Dec 6, 2023
Threads
13
Messages
167
Credits
2,072
Audio speakers
Automobile
খ্রিষ্টীয় নববর্ষ বরণের থার্টিফার্স্ট নাইটে বাসাবাড়ির ছাদসহ উন্মুক্ত কোনো স্থানে গানবাজনার আয়োজন করা যাবে না। আতশবাজি ফোটানো যাবে না। এ ছাড়া নিষিদ্ধ থাকবে যেকোনো ধরনের ডিজে পার্টি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এসব কথা জানানো হয়েছে। গতকাল সোমবার ডিএমপি সদর দপ্তরে বড়দিন ও থার্টিফার্স্ট নাইট উপলক্ষে আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনাসংক্রান্ত সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সমন্বয় সভায় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, এ দুটি বড় উৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপি রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করবে।

এ ছাড়া থার্টিফার্স্ট নাইটে পরিচয়পত্র (আইডি কার্ড) ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কাউকে ঢুকতে দেওয়া হবে না। গাড়ি ঢোকার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের স্টিকার থাকতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঢোকার জন্য শাহবাগ ও নীলক্ষেত এলাকা ব্যবহার করতে হবে।
 
ভালো উদ্যোগ কিন্তু কতটা কন্ট্রোল করতে পারবে দেখা যাক। কন্ট্রোল করতে পারলে ভালো, অসুস্থ মানুষ এবং বাচ্চাদের কষ্ট হবে না তাহলে
 
I think it's a good initiative. Any kind of sound pollution in any residential area should not be encouraged.
ভালো উদ্যোগ কিন্তু কতটা কন্ট্রোল করতে পারবে দেখা যাক। কন্ট্রোল করতে পারলে ভালো, অসুস্থ মানুষ এবং বাচ্চাদের কষ্ট হবে না তাহলে
ঢাকায় থার্টিফার্স্ট নাইটে আতশবাজি বিকট আকার ধারণ করে। মারাত্মক শব্দ দুষণ হয়। বিশেষ করে যাদের ঘরে অসুস্থ রোগী বা বাচ্চা আছে তাদের জন্যে এই শব্দ দুষণটা ভয়াবহ বিপদের। গত বছর বাজির শব্দে বেশ কয়েকজন শিশু অসুস্থ হয়ে পরেছিলো, একজন মারাও গিয়েছিলো। শব্দ দুষণ নিষিদ্ধ করা ভালো উদ্যোগ, দেখা যাক এবারে কতোটা সফল হয় নিয়ন্ত্রণে।
 

Users who are viewing this thread

Back
Top