What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

স্বামী-স্ত্রী নিয়ে একগাদা চুটকি (2 Viewers)

অন্ধকার রাত…লোডশেডিং চলছে। এক নববিবাহিত দম্পতি তাদের বেডরূমে বসে আছে।
জানালা দিয়ে দখিনা বাতাস আসছে। বাতাসে স্ত্রীর ঘনকালো চুল এলোমেলো হয়ে যাচ্ছে।
চাঁদের আবছা আলোতে তারা একে অপরের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে…
বুঝতেই পারছেন খুব রোমান্টিক পরিবেশ।


এমন একটা মুহূর্তে স্ত্রী স্বামীর খুব কাছে এসে খুব ক্ষীণকন্ঠে বলল,

“তুমি কি বুঝতে পারছো, আমি এখন তোমার কাছে কী চাইতে পারি?”
স্বামী বলল, “হ্যা, বুঝতে পারছি।


স্ত্রীর কন্ঠস্বর আরো গাঢ় হল, সে আগের চেয়েও ক্ষীণ কন্ঠে বলল,”কি?”
স্বামী বলল, একটা “IPS” !!
correct correct ,ips chara life impossible :p
 
মামা কৌতুক গুলি এভারেজ তবে আপনার হাতে আরো ভাল কিছু আছে বলে মনে হচ্ছে
 
নাদিয়ার বিয়ের পরদিন তার বান্ধবী শিলার সাথে দেখা…

শিলা: কিরে তোর বাসর রাত কেমন হল?

নাদিয়া: আর বলিস না প্রথম কয়েকবার মিসকল দিলো…
তারপর যখন কল ঢুকলো তখন ব্যালেন্স শেষ…
এই জোকটি বেশ ভালো লাগলো
 
গভীর রাতে স্ত্রী ঘুম থেকে ভেঙে দেখেন স্বামী পাশে নেই। তাকে খুঁজে পেলেন ডাইনিং টেবিলে। দেখেন, তিনি এককাপ কফি নিয়ে স্থির তাকিয়ে আছেন ক্যালেন্ডারের দিকে! স্ত্রী লক্ষ্য করলেন স্বামী গভীর চিন্তামগ্ন।

স্ত্রী কাছে গিয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে তোমার?

ক্যালেন্ডার থেকে চোখ ফিরিয়ে স্বামী স্ত্রিকে বললেন, আজ থেকে ২০ বছর আগের কথা তোমার মনে আছে কি?

স্ত্রী বললেন, হ্যা।

স্বামী বললেন, তোমার বাবা বলেছিলেন, হয় আমার মেয়েকে বিয়ে করো নয়তো তোমার ২০ বছরের জেল দিয়ে দিব।

স্ত্রী বললেন, তাও মনে আছে।

সেদিন যদি তোমাকে বিয়ে না করে জেলে যেতাম তবে আজকে মুক্তি পেয়ে যেতাম!!
 
Last edited:
হজ্জে যাওয়ার আগে করিম সাহেব বউকে সবসময় লাভ ইউ সোনা, বিউটি কুইন, সুইট হার্ট আরো অনেক কিছু বলে ডাকতেন। হজ্জ থেকে ফেরার পর শুধু দুলালের মা বলে ডাকেন......
কি ব্যাপার? চিন্তায় চিন্তায় বউ হয়রান- হাজী সাহেবদের কি স্ত্রিকে আদর করে ডাকা নিষেধ?
একদিন বউ জিজ্ঞেস করলো করিম সাহেবকে-


কি ব্যাপার বলো তো?

কেন কি হল আবার?

আগে ভালবাসার কত কথা বলতে। হজ্জ থেকে ফেরার পর দেখছি তুমি কেমন যেন অন্যরকম। এখন আর মিষ্টি-মধুর কিছুই বলো না যে??

করিম সাহেব উত্তর দিলেন, হজ্জ করে ফেরার পর মিথ্যে বলা ছেড়ে দিয়েছি দুলালের মা!
 

Users who are viewing this thread

Back
Top