What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

সফল হতে হলে যেসব বিষয় আপনাকে ত্যাগ করতে হবে (2 Viewers)

সাস্থ্য ও নিয়মানুবর্তিতার উপর জোড় দেওয়া খুব জরুরী
 
ছোটখাটো ভূমিকা পালন করা বাদ দিন

“ছোটখাটো ভূমিকা পালন করে সারা বিশ্বের জন্য কিছু করা আসলেই সম্ভব নয়। ছোট হওয়ার ব্যাপারে কোন উদবুদ্ধতা নেই যাতে করে আপনার চারপাশের মানুষের মনোভাব অনিশ্চিত হয়ে যায়। আমাদের সবার মাঝেই কিন্তু উদ্ভাসিত হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক শিশুদের মতো। আর তাও শুধু আমাদের কয়েক জনের মধ্যে নয়, আমাদের প্রত্যেকের মধ্যেই থাকে। আমরা যদি নিজেদের সম্ভাবনাকে উদয় হতে দেই, তাহলে তা অন্যান্যরাও আপনা আপনি অনুপ্রাণিত হন। আমরা যখন আমাদের ভয় থেকে মুক্তি পাই, তখন অন্যেরাও আমাদের উপস্থিতিতে আপনা আপনি মুক্ত হয়ে যান।“- মারিয়ানা উইলিয়ামসন

VebelBg.png


Source: durefoods

আপনি যদি কখনোই কোন সুযোগের সদ্ব্যবহার না করেন বা আপনার স্বপ্নকে বাস্তবে রূপ না দেয়ার চেষ্টা করেন, তাহলে আপনি কখনোই নিজের সত্যিকার সম্ভাবনাকে বিস্তার করতে পারবো না। তাই হেরে যাওয়ার ভয়ে পিছপা না হয়ে সামনে এগিয়ে যান এবং অবশ্যই সাফল্যকে ভয় পাবেন না।

আপনার অজুহাতগুলোকে না বলুন


যারা সফল তারা জানেন যে, নিজেদের জীবনের জন্য তারা নিজেরাই দায়ী। সেক্ষেত্রে তাদের শুরুর পথচলা, দুর্বলতা এবং পূর্বের কোন ব্যর্থতাই কোন প্রভাব ফেলে না। আপনার জীবনে পরবর্তীতে কী ঘটতে যাচ্ছে তার জন্য যে দায়ী আপনি নিজেই তা বুঝতে পারাটা কিন্তু একই সঙ্গে ভয়ানক এবং রোমাঞ্চকর। আর যখনই আপনি বিষয়টি বুঝতে পারেন, শুধুমাত্র তখনই আপনি সাফল্যের দেখা পাবেন। অজুহাতই আপনার ব্যক্তিগত ও পেশাগত উন্নয়নের পথে বাঁধা হয়ে দাঁড়ায়। নিজের এবং নিজের জীবনের দায়িত্ব আপনি ছাড়া কেউ নিবে না– এই কথাটি চিরন্তন সত্যগুলোর মধ্যে একটি।
ঘুমের জন্য কিছুই করতে পারিনা।কারণ কাজের পরে ক্লান্ত হয়ে যাই।

সাস্থ্য ও নিয়মানুবর্তিতার উপর জোড় দেওয়া খুব জরুরী
ঠিক,কিন্তু আমরা কর্মজীবি মানুষ আমাদের তেমন হয়ে উঠেনা সময়!

Helpful but not easy to follow.

There is always a result positive in struggle.
অনেক কঠিন হয়ে যাই আমাদের কর্মজীবনের জন্য তাইতো এই নিয়ম মানে চলতে পারিনা।
 

Users who are viewing this thread

Back
Top