শুরু হয়েছে নতুন চলচ্চিত্র ‘বাড়ির নাম শাহানা’র শুটিং
বীরাঙ্গনাদের নিয়ে বানানো ‘রাইজিং সাইলেন্স’ দিয়ে আলোচনায় আসেন লীসা গাজী। তথ্যচিত্রটি নানা দেশের নানা ফিল্ম ফেস্টিভ্যালে সমাদৃত ও পুরস্কৃত হয়েছে। অতি সম্প্রতি এটি ব্রিটিশ সরকারের পিএসভিআই উদ্যোগে শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য তথ্যচিত্রের পুরস্কার লাভ করে। তথ্যচিত্রের পর এবার কাহিনিচিত্রে নির্মাণে হাত দিলেন লীসা গাজী।
শুরু হয়েছে তাঁর নতুন চলচ্চিত্র ‘বাড়ির নাম শাহানা’র শুটিং। ১৯৮০ ও ১৯৯০ দশকের পটভূমিকায় নির্মীয়মাণ ছবিটির শুটিং ২৩ মে থেকে কুষ্টিয়ার কুমারখালীতে চলছে। বাংলাদেশে এই চলচ্চিত্রের শুটিং চলবে জুনের মাঝামাঝি পর্যন্ত। ২০ ভাগ শুটিংয়ের কাজ এই বছরেরই শেষ দিকে যুক্তরাজ্যে হবে। সমান্তরালে চলবে পোস্ট প্রোডাকশনের কাজ।
‘বাড়ির নাম শাহানা’ এক বিবাহবিচ্ছেদ হওয়া নারীর গল্প
আনান সিদ্দিকাকে সঙ্গে নিয়ে নিজেরই লেখা গল্প থেকে চিত্রনাট্য লিখেছেন লীসা গাজী। ‘বাড়ির নাম শাহানা’ এক বিবাহবিচ্ছেদ হওয়া নারীর গল্প। দীপা নব্বই দশকের বাংলাদেশের এক নারী যে নিজের মতো করে বাঁচতে চায়। দীপা সাংঘাতিক, দীপা প্রাণচঞ্চল, সত্যবাদী, কারও কারও জন্য আবার হুমকিস্বরূপ! চেনা এই সমাজে সে কি বেমানান? ‘এই মাইয়ার চাইর দিকে পানি’—এক হেঁয়ালিপূর্ণ বুড়ির অযাচিত মন্তব্য দীপার জীবনের নানা ঘাত-প্রতিঘাতের ইঙ্গিত দেয়। কখনো সে ডোবে না; ডুবতে ডুবতে ভেসে ওঠে, প্রতিবার।
দীপা চরিত্রে অভিনয় করছেন আনান সিদ্দিকা। আরও অভিনয় করছেন আমিরুল হক চৌধুরী, জয়ন্ত চট্টোপাধ্যায়, নায়লা আজাদ নূপুর, লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের, কাজী রুমা, কামরুন্নাহার মুন্নি, ঋদ্ধি, আপন। লন্ডনভিত্তিক আর্টস অর্গানাইজেশন ‘কমলা কালেকটিভ’ প্রযোজিত ছবিটির চিত্রগ্রহণ করছেন যোয়াহের মুসাব্বির, সংগীত পরিচালনা করবেন সোহিনী আলম ও অলিভার উইক্স। আগামী বছরের মাঝামাঝি চলচ্চিত্রটি দেশে ও দেশের বাইরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
লীসা গাজী বর্তমানে কমলা কালেকটিভের যুগ্ম শিল্পনির্দেশক। তাঁর উপন্যাস রৌরব বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই মুদ্রিত হয়েছে।