What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

শচিনের চোখে বিশ্বের সেরা ৫ অলরাউন্ডার (2 Viewers)

শচিন টেন্ডুলকারকে বলা হয় ক্রিকেট ঈশ্বর। তাই তার কাছে থেকে অন্যান্য ক্রিকেটাররা প্রশংসা শোনার জন্য মুখিয়ে থাকে। এবার জেনে নিন শচিনের চোখে বিশ্বের সেরা ৫ অলরাউন্ডার কারা।


মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। খেলেছেন বিশ্ব ক্রিকেটের কিংবদন্তিদের সঙ্গে। সেই শচিন টেন্ডুলকের চোখে কারা বিশ্বের সেরা অলরাউন্ডার! জেনে নেওয়া যাক। শচিন প্রথমেই যার নাম নিলেন তিনি পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইমরান খান। ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়কের বিরুদ্ধে খেলেছেন মাস্টার ব্লাস্টার।

শচিনের তালিকায় সেরা অলরাউন্ডারদের মঝ্যে অবধারিতভাবে রয়েছেন কপিল দেব। তার সঙ্গেও একই দলে খেলেছেন একশো সেঞ্চুরির মালিক।

সেরা পাঁচ অলরাউন্ডার বাছাই করতে গিয়ে তিন নম্বরে শচিন রাখলেন নিউ জিল্যান্ডের কিংবদন্তি রিচার্ড হ্যাডলিকে। ১৭ বছরের ক্রিকেট জীবনে স্যর হ্যাডলি ৪৮০০ রানের সঙ্গে নিয়েছেন ৫৮০ উইকেট।

শচিনের এই তালিকার চার নম্বরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলিং অলরাউন্ডার ম্যালকম মার্শাল। ২৭০০ রানের সঙ্গে ৫৩০ উইকেটের মালিক তিনি।

পাঁচ নম্বরে রয়েছেন ইংল্যান্ডের ইয়ান বোথাম। ৭৩০০ রানের সঙ্গে ৫২৮ উইকেট শিকার করে ক্যারিয়ার শেষ করেছিলেন বোথাম।
আমি যার খেলা দেখেছি তিনি আর কেউ নন কপিল দেব।
 
People are forgetting Kallis.. Guy had batting stats comparable to Dravid and bowling stats comparable to bowler (forgetting which one, but is high pedigreed).
 
জ্যাক ক্যালিস সর্ব কালের সেরা
রান গড় 100 50 উইকেট
টেস্ট - 13289 55.4 45 58 292
ওয়ান ডে - 11579 44.4 17 86 273
 
অনেকেই মনে করে সাকিব আল হাসান থাকবে কিন্তু লিজেন্ডদের তালিকা দেখলে বোঝা যায় সেরা পাঁচে জায়গা পাওয়া সহজ নয়।
 

Users who are viewing this thread

Back
Top