ডেনিমের তৈরি শীতপোশাকে দেখা যাচ্ছে ভিন্নতা | মডেল: মৌসুম, পোশাক: সারা লাইফস্টাইল, সাজ: অরা বিউটি লাউঞ্জ
হালকা শীতে ওম দেবে, কিন্তু সাজে আনবে না কোনো ভারিক্কি—এসব কারণে বছরের এ সময়টায় জিনসের কদর বেড়ে যায় বেশ। শীতের সময় প্রাধান্য পেলেও সারা বছরই ডেনিম পরা যায়। কারণ, এখন পাতলা ডেনিমের পোশাকও বানানো হচ্ছে। যাঁরা নিয়মিত ডেনিম পরেন, একটি বিষয়ে তাঁরা সবাই একমত, তা হলো আরাম। ডেনিম ব্যবহারের আরেকটা মজা হলো, এর তেমন কোনো পরিচর্যার প্রয়োজন নেই। অনেক দিন না ধুয়েও ব্যবহার করা যায়। খুব সাবধানে পরারও দরকার হয় না।
এখন বিভিন্ন ধরনের ওয়াশের মাধ্যমে উপস্থাপন করা হচ্ছে ডেনিমের পোশাক। ডেনিম বলতে সাধারণত জিনসের প্যান্টকেই বুঝত সবাই। সেই দিন শেষ। এখন তো ডেনিম দিয়ে জাম্পস্যুট, পালাজ্জো থেকে শুরু করে সব ধরনের পোশাকই তৈরি হচ্ছে। চলছে ডেনিম দিয়ে আরও নতুন নতুন পোশাক বানানোর নিরীক্ষা। শুধু কি তাই? ডেনিমের তৈরি চাদরও এখন বেশ জনপ্রিয়। নজর কাড়ছে টপ এবং জ্যাকেটও। বাড়তি হিসেবে ডেনিমে নানা ধরনের ছাপা নকশা, সিকোয়েন্স, টার্সেল, কারচুপি, এমব্রয়ডারি ইত্যাদি কাজের যোগ-বিয়োগ লেগেই আছে।
পোশাক: সারা লাইফস্টাইল
২০২১ সাল থেকেই আবার জনপ্রিয়তা পেয়েছে ক্রপ টপ বা খাটো টপ। একই সঙ্গে জনপ্রিয়তা পায় খাটো কাটের জ্যাকেটগুলোও। ডেনিমের এই খাটো জ্যাকেট পরা যাবে অনেকভাবেই। সুতি ডেনিম থেকে তৈরি করা হয়েছে জ্যাকেটটি। দেওয়া হয়েছে অ্যানজাইম ও সিলিকন ওয়াশ। গাঢ় নীল রঙের ওপর বড় বোতামের ব্যবহার নজর কাড়ে।
হালকা ওজনের ডেনিমের পোশাক। জ্যাকেটবিহীন অথবা জ্যাকেটসহ—যেকোনোভাবেই ব্যবহার করা যায়।
পোশাক: কিউরিয়াস
[FA]pen[/FA] লেখক: রয়া মুনতাসীর