What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Audios পুরনো বাংলা ছায়াছবির গান (4 Viewers)

শিল্পীঃ রুনা লায়লা
ছায়াছবিঃ বেদ্বীন
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
সুরকারঃ সত্য সাহা
পরিচালকঃ এস.এম. শফি
শ্রেষ্ঠাংশেঃ ওয়াসিম, অলিভিয়া
মুক্তির সালঃ ১৯৮০
আমার এই ভালোবাসা যেনো জীবনে মরনে বীরের গলার মালা হয়...
Bedeen.jpg
 
ছায়াছবিঃ মানুষের মন
শিল্পীঃ আবদুল জাব্বার
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
সুরকারঃ সত্য সাহা
শ্রেষ্ঠাংশেঃ রাজ্জাক, ববিতা
পরিচালকঃ মোস্তফা মেহমুদ

মুক্তির সালঃ ১৯৭২


তোমার ভুবনে এতো অসহায়...


তোমার ভুবনে এত অসহায়
মানুষের মন কেন কাঁদে

জীবনের বোঝা বয়ে চলে তার
বলো কোন অপরাধে।।

আশ্রয় খুজে যার কাছে যায়
ফিরে আছে পদাঘাতে
দূর্বার আশা লাঞ্চিত হয়
নিদারুন সংঘাতে।

স্নেহ মমতার বন্ধনে কভু।
কেউ তো নাহি বাধে

মানুষের মন কেন কাঁদে।।
আগের বাংলা গান গুলো হৃদয় ছুয়ে যায়।

শিল্পীঃ মোহাম্মদ আলী সিদ্দিকী
ছায়াছবিঃ দ্বীপ নিভে নাই
পরিচালকঃ নারায়ন ঘোষ মিতা
শ্রেষ্ঠাংশেঃ রাজ্জাক, কবরী
গীতিকারঃ ডাঃ মোঃ মনিরুজ্জামান মনির/ গাজী মাজহারুল আনোয়ার
সুরকারঃ সত্য সাহা

মুক্তির সালঃ ১৯৭০


ওই দূর, দূর দূরান্তে....


ঐ দূর দূর-দূরান্তে,
দিন-দিনান্তে, নীল-নীলান্তে,
কিছু জানতে না জানতে
শান্ত শান্ত মন অশান্ত হয়ে যায়।
সেই মন মন-মনান্তে,
বন-বনান্তে, যুগ-যুগান্তে,
কিছু শুনতে না শুনতে
পান্ত পান্ত স্বাদ অপান্ত হতে চায়।।
দু’চোখে দিল শুধু যন্ত্রণা
কেন যে করে তবু মন্ত্রনা
যাবে সে যাবে চলে
দু’পায়ে সবই দোলে
পিছু কি দেবে না সান্ত্বনা।
থেকে থেকে দেখে দেখে
ফেলে ফেলে রেখে রেখে
মায়ামৃগ পিছু ডেকে যায়,
ডেকে যায়, ডেকে যায়।।
আমারে করে গেল বঞ্চনা
শ্রবণে দিল কত গঞ্জনা
সে গেল হেসে হেসে
আমি যে ভাবি বসে
আর তো দেবে না লাঞ্ছনা।
পলে পলে দিনে দিনে
ক্ষণে ক্ষণে তিলে তিলে
সারাবেলা তারে দিন যায়,

দিন যায়, দিন যায়।।
সব থেকে প্রিয় গানের লিস্টে এটা অবশ্যই থাকবে।

শিল্পীঃ রুনা লায়লা
ছায়াছবিঃ বেদ্বীন
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
সুরকারঃ সত্য সাহা
পরিচালকঃ এস.এম. শফি
শ্রেষ্ঠাংশেঃ ওয়াসিম, অলিভিয়া
মুক্তির সালঃ ১৯৮০
আমার এই ভালোবাসা যেনো জীবনে মরনে বীরের গলার মালা হয়...
Bedeen.jpg
আগের দিনের পোস্টার গুলো একবারে গরিব গরিব ছিল।

শিল্পীঃ আবদুল জাব্বার
ছায়াছবিঃ ছদ্মবেশী
মুক্তির সালঃ ১৯৭০

পরিচালকঃ কিউ এম জামান


খেলাঘর বারে বারে কেন ভেঙ্গে যায়...


খেলাঘর বারে বারে কেন ভেঙ্গে যায়
স্বপ্নের সব তাঁরা মেঘে ঢেকে যায়

সুন্দর ফুলগুলো কেন ঝরে যায়
পা মা গা, মা গা রে, নি ধা পা মা গা মা গা

অন্ধ আখিঁ দুটি স্বপ্নবিহীন
ক্লান্ত এ জীবনের বাজে না বীণ

পথ চেয়ে বসে আছি আমি নিশিদিন

ফিরে তো আসে না আর যা কিছু হারায়।।
আব্দুল জব্বর এর কন্ঠে মধু আছে ভাই।

অসাধারণ কিছু গান। কালেকশনে রাখার মত জিনিস।
 
আগের বাংলা গান গুলো হৃদয় ছুয়ে যায়।


সব থেকে প্রিয় গানের লিস্টে এটা অবশ্যই থাকবে।


আগের দিনের পোস্টার গুলো একবারে গরিব গরিব ছিল।


আব্দুল জব্বর এর কন্ঠে মধু আছে ভাই।

অসাধারণ কিছু গান। কালেকশনে রাখার মত জিনিস।

রিপ্লাইয়ের জন্য মামাকে অনেক ধন্যবাদ !
 
শিল্পীঃ মুহাম্মদ খুরশীদ আলাম
ছায়াছবিঃ প্রিয়তমা
গীতিকারঃ মুশফিকুর রহমান
সুরকারঃ আযাদ রহমান
পরিচালকঃ অশোক ঘোষ
শ্রেষ্ঠাংশেঃ রাজ্জাক, ববিতা
মুক্তির সালঃ ১৯৭৩

আমার এই কলিজাটায় চাক্কু মেরে ঘায়েল করে...


Priyotoma.jpg
 
Old is gold bro , ekhonkar kisu gaane shunle hashi ase

এখন যে ভালো কোন গান হয় না তা কিন্তু নয়।
তবে সংখ্যায় সেটি খুবই কম...
আপনার এই চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ, মামা।
 
শিল্পীঃ বশির আহমেদ
ছায়াছবিঃ মনের মত বউ
গীতিকারঃ খান আতাউর রহমান
সুরকারঃ খান আতাউর রহমান
পরিচালকঃ রহিম নেওয়াজ
শ্রেষ্ঠাংশেঃ রাজ্জাক, সুচন্দা
মুক্তির সালঃ ১৯৬৯
আমাকে পোড়াতে যদি এতো লাগে ভালো...


Moner-Moto-Bou.jpg



আমাকে পোড়াতে যদি
এতো লাগে ভালো
আমাকে পোড়াতে যদি
এতো লাগে ভালো
জ্বালো আগুন আরো জ্বালো
ঢালো আরো ব্যথা ঢালো
জ্বালো আগুন আরো জ্বালো
ঢালো আরো ব্যথা ঢালো
আমাকে পোড়াতে যদি
এতো লাগে ভালো
আমাকে পোড়াতে যদি
এতো লাগে ভালো

আমি তো পুড়ে পুড়ে, অঙ্গার হয়েছি
দিয়েছো আঘাত যতো, সবই তার সয়েছি
নিঠুর ওগো, তবুও তোমাকে লেগেছে ভালো
তোমাকে বেসেছি ভালো
জ্বালো আগুন আরো জ্বালো
ঢালো আরো ব্যথা ঢালো
আমাকে পোড়াতে যদি
এতো লাগে ভালো
আমাকে পোড়াতে যদি
এতো লাগে ভালো

এ হৃদয় ধূপসম, তোমারি জ্বালায়
যাক যদি জ্বলে পুড়ে ছাই হয়ে যায়..

কিছু তার সুরভী, কিছু তার বেদনা
পড়বে তোমার মনে, যেখানেই থাকো না..
সেদিনের সে স্মৃতি, জানি গো তোমার মনে
জ্বালবে না আলো
জ্বালো আগুন আরো জ্বালো
ঢালো আরো ব্যথা ঢালো
আমাকে পোড়াতে যদি
এতো লাগে ভালো
আমাকে পোড়াতে যদি
এতো লাগে ভালো
জ্বালো আগুন আরো জ্বালো
ঢালো আরো ব্যথা ঢালো
জ্বালো আগুন আরো জ্বালো
ঢালো আরো ব্যথা ঢালো
আমাকে পোড়াতে যদি
এতো লাগে ভালো
আমাকে পোড়াতে যদি

এতো লাগে ভালো
 
শিল্পীঃ মুহাম্মদ খুরশীদ আলম
ছায়াছবিঃ বারুদ
গীতিকারঃ দেওয়ান নজরুল
সুরকারঃ আলম খান
পরিচালকঃ দেওয়ান নজরুল
শ্রেষ্ঠাংশেঃ ওয়াসিম, শাবানা, সোহেল রানা
মুক্তির সালঃ ১৯৭৯
আমাকে বোকা ভেবো না, নিজেরা চালাক সেজো না...
barud.jpg
 

Users who are viewing this thread

Back
Top