What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Audios পুরনো বাংলা ছায়াছবির গান (2 Viewers)

শিল্পীঃ কুমার বিশ্বজিৎ
ছায়াছবিঃ মান অভিমান
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
সুরকারঃ আলাউদ্দীন আলী
পরিচালকঃ নারায়ণ ঘোষ মিতা
শ্রেষ্ঠাংশেঃ ফারুক, রোজিনা
মুক্তির সালঃ ১৯৮৪
বাজাও রামলাল ডাকুর তুর দিনা তাল...
Au74yVo.jpg
 
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর
ছায়াছবিঃ অভিযান
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
সুরকারঃ আনোয়ার পারভেজ
পরিচালকঃ নায়ক রাজ রাজ্জাক
শ্রেষ্ঠাংশেঃ রাজ্জাক, ইলিয়াস কাঞ্চন, রোজিনা, অঞ্জনা রহমান
মুক্তির সালঃ ১৯৮৪

বাবারে বাবা কই দিলা বিয়া...


DkTAHt8.jpg


বাবারে বাবা কই দিলা বিয়া.
বাবারে বাবা কই দিলা বিয়া
জমিন বেইছা সোনাদানা দিয়া
শাশুড়ি মারে ও ননদী মারে
বাবা..
বাবারে বাবা কারে করলাম বিয়া
হেই বাবারে বাবা কারে করলাম বিয়া
ঝগড়া করে নাচিয়া নাচিয়া
শশুর মানেনা শাশুড়ি মানেনা
জামাইও মানে নারে. বাবা
বাবারে বাবা কই দিলা বিয়া
বাবারে বাবা কারে করলাম বিয়া

সবাই নিশি জাগে স্বামীরে নিয়া

আরে সবাই নিশি জাগে স্বামীরে নিয়া
আমার স্বামী আসে নেশা করিয়া
বিছানা পাইলে ঘুমায়া পড়ে
কথা বলে. নারে বাবা
বাবারে বাবা কই দিলা বিয়া
ঘুমের ভানে থাকি বিছানা গিয়া
আরে ঘুমের ভানে থাকি বিছানা গিয়া
জেগে স্বপণ দেখি বউ টারে নিয়া
এপাশ ওপাশ করিয়া মরি
বউ তো আসে নারে বাবা
বাবারে বাবা কারে করলাম বিয়া
বাবারে বাবা কই দিলা বিয়া

সবাই চাকরি করে বৈদেশে গিয়া

হেই সবাই চাকরি করে বইদেশে গিয়া
আমার স্বামী থাকে আচল ধরিয়া
গয়না বেছিয়া জুয়া যে খেলে
কইলে শুনে নারে বাবা
বাবারে বাবা কই দিলা বিয়া
সুতি নারী গতি শুধু যে স্বমী
আরে সুতি নারী গতি শুধু যে স্বমী
বিনা দোষে করলে যে আসামি
মইরা গেলে, পইড়া যে কানবি
থাকতে চিনলি নারে বাবা
বাবারে বাবা কারে করলা বিয়া
বাবারে বাবা কই দিলা বিয়া

ঝগড়া ঝাটি যদি কিছুই না করি

প্রেম জানে নাতো কনো মাতারি
মান অভিমান যা কিছু করি
ঘরতো ছাড়ি নারে বাবা
বাবারে বাবা কারে করলাম বিয়া
সুখে তো আছি বউ টারে নিয়া
বাবারে বাবা কই দিলা বিয়া
সুখে তো আছি স্বামী টারে নিয়া
 
শিল্পীঃ রুনা লায়লা ও এন্ড্রু কিশোর
ছায়াছবিঃ বাঁশিওয়ালা
গীতিকারঃ তোজাম্মেল হক বকুল
সুরকারঃ আবু তাহের
পরিচালকঃ তোজাম্মেল হক বকুল
শ্রেষ্ঠাংশেঃ ইলিয়াস কাঞ্চন ও নতুন
মুক্তির সালঃ ১৯৯৬


নিশিথে নির্জনে গোপনে গোপনে...


7RcdFJy.jpg



নিশিতে নির্জনে গোপনে গোপনে

করিব প্রেমের আলাপন
নিশিতে নির্জনে গোপনে গোপনে
করিব প্রেমের আলাপন
যায় বলে বলুক লোকে
ভয় নাই এ বুকে
যদি পায় বন্ধুর দর্শন

নিশিতে নির্জনে গোপনে গোপনে
করিব প্রেমের আলাপন
নিশিতে নির্জনে গোপনে গোপনে
করিব প্রেমের আলাপন

বসন্তের কালে ফোটে ফুল ডালে
ফুলের মধু খুলে রয় তখন বন্ধু
ফুলের মধু খুলে রয় তখন
বসন্তের কালে ফোটে ফুল ডালে
ফুলের মধু খুলে রয় তখন বন্ধু
ফুলের মধু খুলে রয় তখন

বন্ধু আসিবে ভালোবাসিবে
বন্ধু আসিবে ভালোবাসিবে
এই সময় চাই বন্ধুর মিলন

নিশিতে নির্জনে গোপনে গোপনে
করিব প্রেমের আলাপন
নিশিতে নির্জনে গোপনে গোপনে
করিব প্রেমের আলাপন

নিশি জাগরনে আরও দেখি স্বপ্নে
আছো আমার শনে সর্বক্ষন বন্ধু
আছো আমার শনে সর্বক্ষন
নিশি জাগরনে আরও দেখি স্বপ্নে
আছো আমার শনে সর্বক্ষন বন্ধু
আছো আমার শনে সর্বক্ষন

আমার ভালোবাসা বিফল বাসা
যদি না করো আলাপন

নিশিতে নির্জনে গোপনে গোপনে
করিব প্রেমের আলাপন
নিশিতে নির্জনে গোপনে গোপনে
করিব প্রেমের আলাপন

যদি না হয় পূরন থাকিতে এ জীবন
পর জনমে যেন হয় মিলন বন্ধু
পর জনমে যেন হয় মিলন
যদি না হয় পূরন থাকিতে এ জীবন
পর জনমে যেন হয় মিলন বন্ধু
পর জনমে যেন হয় মিলন

ভাবিয়া কইতেছি যদি হয় খাঁটি প্রেম
সে প্রেমের হয় না যে মরন

নিশিতে নির্জনে গোপনে গোপনে
করিব প্রেমের আলাপন
নিশিতে নির্জনে গোপনে গোপনে

করিব প্রেমের আলাপন
 
শিল্পীঃ উমা খান ও প্রবাল চৌধুরী
ছায়াছবিঃ বাদশা
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
সুরকারঃ আলী হোসেন
পরিচালকঃ আকবর কবির
শ্রেষ্ঠাংশেঃ শাবানা, খসরু
মুক্তির সাল ১৯৭৫

আরে ও প্রানের রাজা, তুমি যে আমার...
axcTR8N.jpg

আরে ও প্রানের রাজা
তুমি যে আমার
পাশে পাশে থেকো মোর
চাই না কিছু আর।।

আরে ও আমার রানী
আমি যে তোমার
তুমি ছাড়া জীবনে
নেই তো কিছু আর
কেন আকাশ এত নীল
তোর নীল শাড়ী সে পড়েছে
আঁচল ঢেকে পড়েছে
(আচ্ছা)
কেন ফুলে এত রূপ
তোর রূপ চুরি সে করেছে
লাজে ঢোলে পড়েছে
(হায় হায়)
তোর কথার যাদুতে
আমি মেনেছি রে হার।।
তোর চোখে আছে কী
তোর স্বপ্ন কাজল মেখেছি
ছবি এঁকে রেখেছি
(আচ্ছা)
কোথা পেলি এত প্রেম
তোর মনের ছোয়া পেয়েছি
তাই তো ভালবেসেছি
(হই হই)
মোরা হেসে খেলে পথ
দুজনে হবো পার।।
 
ওরে সর্বনাশ। আপনি ত ফাটিয়ে দিয়েছেম দাদা

উৎসাহ দেয়ার জন্য অনেক ধন্যবাদ, মামা।
আশা করি সাথেই থাকবেন।
আরো ফাটানোর ইচ্ছা আছে...
 
শিল্পীঃ মুহাম্মাদ খুরশীদ আলম ও রুনা লায়লা
ছায়াছবিঃ ঘরনী
গীতিকারঃ সুবল দাস
সুরকারঃ সুবল দাস
পরিচালকঃ হাফিজ উদ্দীন শ্রেষ্ঠাংশেঃ রাজ্জাক, শাবানা
মুক্তির সালঃ ১৯৮১
আরে ও আমার ময়না তুমি গোস্যা কইরো না...
smcItIi.jpg
 
শিল্পীঃ মুহাম্মদ খুরশীদ আলম ও রুনা লায়লা
ছায়াছবিঃ তুফান মেইল
গীতিকারঃ এম.এ মালেক
সুরকারঃ সুবল দাস
পরিচালকঃ এম.এ.মালেক
শ্রেষ্ঠাংশেঃ রোজিনা, মাহমুদ কলি
আরে বিয়ের বয়সটা বড়ই দারুন...
Z7Gxloq.jpg
 

Users who are viewing this thread

Back
Top