What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Audios পুরনো বাংলা ছায়াছবির গান (1 Viewer)

90 er dosok porzontoi bangla movie gula best chilo. ekhon zodio kichu bhalo movie ber hoyeche.
বাংলাদেশী চলচ্চিত্রের স্বর্ণ যুগ বলতে ঐ সময়টাকেই বুঝায়... ওই সময়ের সব থেকে জনপ্রিয় বিনোদন বলতে লোকেরা সিনেমাকেই বুঝতো। তাই তখন সিনেমা তৈরীতে ভালো গল্পের ধার ধারতেই হতো প্রযোজক পরিচালকদের। সব ধরনের বিনোদন যাতে গল্পের মাঝে থাকে সে ব্যাপারে যথেষ্ঠ গুরুত্বারোপ করা হতো। এখন বিনোদনের বিভিন্ন মাধ্যম খুলে যাওয়ার প্রেক্ষিতে ঐ দায়বদ্ধতা আর কারোর তেমন একটা নজরে পড়ে না। দিনে দিনে অবহেলার একটা মাধ্যম হয়ে যাচ্ছে এই চলচ্চিত্র। যদিও এর মাঝেও দুয়েকজন চেস্টা করেন ভালো কিছু ছবি নির্মাণ করতে। কিন্তু সেটা সংখ্যায় এতোই নগন্য যে হিসেবের আওতায় পড়ে না...
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ !
 
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
ছায়াছবিঃ দূরদেশ
গীতিকারঃ
সুরকারঃ উষা খান্না ও গোলাম হোসেন লাদু
পরিচালকঃ এহতেশাম ও অমরেশ সাঙ্গাল
শ্রেষ্ঠাংশেঃ নাদিম, ববিতা, শশি কাপুর, শর্মীলা ঠাকুর
মুক্তির সালঃ ১৯৮৩


যেওনা সাথী, চলেছো একেলা কোথায়...

যেও না সাথী
ওওও...
যেও না সাথী
চলেছো একেলা কোথায়?
পথ খুঁজে পাবে না'কো, শুধু একা
যেও না সাথী
ওওও...
যেও না সাথী
সেই দিনের এতটুকু ভুল নিয়ে গেছে কতদুর
আমারও স্বপ্নের মহল তাইতো
ভেঙে যে হলো চুর
যেও না সাথী
চলেছো একেলা কোথায়?
পথ খুঁজে পাবে না'কো, শুধু একা
যেও না সাথী

ওওও...
যেও না সাথী
আর যে সইতে পারিনা জ্বালা
দোষ না হয় কিছু হয়েছে
আর যে সইতে পারিনা জ্বালা
দোষ না হয় কিছু হয়েছে
পথ হারা পথিকটাতো
ঠিকানা ফিরে পেয়েছে
যেও না সাথী
চলেছো একেলা কোথায়?
পথ খুঁজে পাবে না'কো, শুধু একা
যেও না সাথী
ওওও...

যেও না সাথী
 
শিল্পীঃ সৈয়দ আঃ হাই আল হাদী ও সাবিনা ইয়াসমিন
ছায়াছবিঃ স্বামী স্ত্রী
গীতিকারঃ মাসুদ করিম
সুরকারঃ আলাউদ্দীন আলী
শ্রেষ্ঠাংশেঃ রাজ্জাক, শাবানা, আলামগীর, দিতি
পরিচালকঃ সুভাষ দত্ত
মুক্তির সালঃ ১৯৮৭




যে দিকেই তুমি দেখবে দুচোখে...

fOflLXw.jpg
 
শিল্পীঃ আবদুল জাব্বার
ছায়াছবিঃ ছদ্মবেশী
মুক্তির সালঃ ১৯৭০

পরিচালকঃ কিউ এম জামান


খেলাঘর বারে বারে কেন ভেঙ্গে যায়...


খেলাঘর বারে বারে কেন ভেঙ্গে যায়
স্বপ্নের সব তাঁরা মেঘে ঢেকে যায়

সুন্দর ফুলগুলো কেন ঝরে যায়
পা মা গা, মা গা রে, নি ধা পা মা গা মা গা

অন্ধ আখিঁ দুটি স্বপ্নবিহীন
ক্লান্ত এ জীবনের বাজে না বীণ

পথ চেয়ে বসে আছি আমি নিশিদিন

ফিরে তো আসে না আর যা কিছু হারায়।।
অসাধারণ দাদা !!! চালিয়ে যান।
 
শিল্পীঃ জাফর ইকবাল
ছায়াছবিঃ বদনাম
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
সুরকারঃ আনোয়ার পারভেজ
পরিচালকঃ রাজ্জাক
শ্রেষ্ঠাংশেঃ রাজ্জাক, ববিতা, বুলবুল আহমেদ
মুক্তির সালঃ ১৯৮৩




হয় যদি বদনাম হোক আরো...



হয় যদি বদনাম
হোক আরো, আমি তো এখন আর নই কারো ।
অন্ধ গলির এই যে আঁধার
বন্ধু হলো আজ আমার।।

জীবন ভরে ছিল শুধু হাসি শুধু গান
কোথা যে হারালো
কেঁদে কেঁদে বলে প্রাণ।।
বকুল শুকালো সুবাস হারালো
আর কিছু বাকি নেই হারাবার।।

দুখের আগুনে পুড়ে গেছে অন্তর
ঝড়ে ভেঙ্গে গেছে
বালুচরে বাঁধা ঘর।

এখন মরণ এলে
কাছে ডেকে নিলে
ছুটে যাব ভেংগে পারাবার।।
 
শিল্পীঃ মুহাম্মাদ আলী সিদ্দিকী
ছায়াছবিঃ নীল আকাশের নিচে
গীতিকারঃ মোহাম্মদ মনিরুজ্জামান
সুরকারঃ সত্য সাহা
পরিচালকঃ নারায়ন ঘোষ মিতা
শ্রেষ্ঠাংশেঃ রাজ্জাক, কবরী
মুক্তির সালঃ ১৯৬৯




হেসে খেলে জীবনটা যদি চলে যায়...

QZqtiTH.jpg


হেসে খেলে জীবনটা যদি চলে যায়।
ভাবনা কি আর তাতে ক্ষতি বল কার।
সেই যে ভাল মন যাহা চায়।।

এই যে দুনিয়া চিড়িয়াখানা কে রাখে তার খোজ
আজগুবি সব কান্ড কত এখানে ঘটে রোজ রোজ।
যাচ্ছে মানুষ চাঁদে আর পড়ছে কেউবা ফাঁদে
কেন আমি মিছে ভেবে করি শুধু হায় হায়।।

মন্দ ভাল সাদা কালো হয়েছে একাকার
কার পোশাকে কে যে ঘোরে চেনা হল ভার।
চোখে লাগে ধা ধা সব ঘূর্ণীচাকায় বাধা

দেখে শুনে বুঝে নেয়া সে যে বড় দায়।।
 

Users who are viewing this thread

Back
Top