What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Audios পুরনো বাংলা ছায়াছবির গান (1 Viewer)

শিল্পীঃ কুমার বিশ্বজিৎ ও অঞ্জু ঘোষ
ছায়াছবিঃ নরম গরম
গীতিকারঃ আহমদ জামান চৌধুরী
সুরকারঃ সুবল দাস
পরিচালকঃ এফ.কবির
শ্রেষ্ঠাংশেঃ ওয়াসিম, অঞ্জু, জাভেদ

মুক্তির সালঃ ১৯৮২


ওরে ও বাঁশীওয়ালা, আমার এই মনের জ্বালা...

AbQyL7d.jpg


ওরে ও বাঁশীওয়ালা
আমার এই মনের জ্বালা
সইতে যে আর পারিনা
হায়রে পিরিত মানেই যন্ত্রনা
ওরে ও মধুবালা
তুমি যে গলার মালা
তোমায় ছাড়া বাঁচি না
হায়রে পিরিত মানেই বাসনা

বৈশাখে হলো দেখা
বর্ষাতে পরিচয়
শরতে হলো প্রেম
লাগে যে মধুময়
করবো কি বলো
আমি হেমন্তে
শীত বসন্ত
তুমি বিনা কাটেনা

দিবসে ছবি আঁকে
নিশিতে স্বপনে
মিশে আছো তুমি
জীবনে মরনে
এ প্রেমের বলো
হবে কি পরিনাম
প্রেমের পরিনাম ভেবে কেউ

প্রেম করে না
 
Last edited:
শিল্পীঃ আবদুল জাব্বার
ছায়াছবিঃ দীপ নেভে নাই
পরিচালকঃ নারায়ন ঘোষ মিতা
শ্রেষ্ঠাংশেঃ রাজ্জাক, কবরী
গীতিকারঃ ডাঃ মোঃ মনিরুজ্জামান মনির/ গাজী মাজহারুল আনোয়ার
সুরকারঃ সত্য সাহা

মুক্তির সালঃ ১৯৭০



পৃথিবী তোমার কোমল মাটিতে...

পৃথিবী তোমার কোমল মাটিতে কেন এতো সংঘাত
মানুষের বুকে মানুষেই হানে নিষ্ঠুর কষাঘাত।

এই নির্দয় সংসার মাঝে কত বেদনার হাহাকার বাজে।
অন্ধ তিমিরে আলোর পিপাসা কেঁদে মরে দিন রাত।
মানুষের বুকে মানুষেই হানে নিষ্ঠুর কষাঘাত।।


এত বড় এই আকাশের নীচে রয়েছে কত না ঠাই।
চারিদিকে তবু বন্ধ দুয়ার কোন আশ্রয় নাই।


মানুষ কেন যে এত অসহায় আজ আছে কাল সকলই হারায়।
তবু তো আশার দ্বীপ নেভে নাই করে যায় করাঘাত।

মানুষের বুকে মানুষেই হানে নিষ্ঠুর কষাঘাত।।
Garner kotha opurbo Sir jonoprio.
 
Garner kotha opurbo Sir jonoprio.

কথাটা ঠিক বুঝতে পারিনি। তবুও রিপ্লাইয়ের জন্য অনেক ধন্যবাদ, মামা।
 
শিল্পীঃ মুহাম্মদ খুরশীদ আলম ও রুনা লায়লা
ছায়াছবিঃ সওদাগর
গীতিকারঃ মনিরুজ্জামান মনির
সুরকারঃ সুবল দাস
পরিচালকঃ এফ.কবির চৌধুরী

শ্রেষ্ঠাংশেঃ ওয়াসিম, অঞ্জু


ওরে মনো চোরা, তুমি পড়ে গেছো ধরা...

3qttQpy.jpg
 
শিল্পীঃ আব্দুল জাব্বার ও রুনা লায়লা
ছায়াছবিঃ ঈমান
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
সুরকারঃ আলী হোসেন
পরিচালকঃ মমতাজ আলী

শ্রেষ্ঠাংশেঃ ওয়াসিম, শাবানা


ys4TMdP.jpg


অমন করে যেও না গো তুমি...

অমন করে যেও না গো তুমি
বুকে আগুন জ্বলিও না তুমি
ঐ রূপ ধরে রেখো আড়াল করে
নজর না লাগে কারো চাঁদ বদনে।।

অমন করে বলো না গো তুমি
লাজে মরি পথ ছারো তুমি

সইবে কী আর এত সুখ আমার।
জীবনে বড় যে অভাগী আমি।।
অমন করে বলো না গো তুমি

ও মুখ তোমার এক ফোঁটা এক পদ্ম
অঙ্গে সোনা রঙ বিকিয়েছে সদ্য
মুক্ত ঝরা ও মুখের হাসি
জোছনা লুটায় ও চরণে আসি
কী করে দেব তার উপমা আমি।।

আমি সাধারণ অতি নগন্য
পরশ পেয়ে তোমার হয়েছি ধন্য
এত মনে মোর দিও না আশা
হারাই যদি তবু তোমায় সহসা
পারবো না সইতে সে ব্যাথা যে আমি
অমন করে বলো না গো তুমি
লাজে মরি পথ ছারো তুমি

সইবে কী আর এত সুখ আমার।

জীবনে বড় যে অভাগী আমি।।
 
শিল্পীঃ মুহাম্মদ আলী সিদ্দিকী ও সাবিনা ইয়াসমিন
ছায়াছবিঃ অতিথি
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
সূরকারঃ সত্য সাহা
পরিচালকঃ আজিজুর রহমান
শ্রেষ্ঠাংশেঃ রাজ্জাক, শাবানা, আলমগীর

মুক্তির সালঃ ১৯৭৩


লেখা পড়া করে যে, গাড়ি ঘোড়া চড়ে সে...
 
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন ও এন্ড্রো কিশোর
ছায়াছবিঃ বেদের মেয়ে জোৎস্না
গীতিকারঃ তোজাম্মেল হক বকুল
সুরকারঃ আবু তাহের
পরিচালকঃ তোজাম্মেল হক বকুল
শ্রেষ্ঠাংশেঃ ইলিয়াস কাঞ্চন, অঞ্জু ঘোষ

মুক্তির সালঃ ১৯৮৯


আমারো লাগিয়া গো বন্ধু...


tkuINnN.jpg


আমারো লাগিয়া গো বন্ধু
ও বন্ধু হইলা বনবাসী
কি দিয়া ফুটাবো আমি
তুমার মুখের হাসি ও বন্ধু
তুমার মুখের হাসি
ও কথা বলো না গো জোসনা
ও জোসনা আমি হইলাম দোষী
সুখের আশা দিয়া গো তুমায়
করলাম বনবাসী গো জোসনা
করলাম বনবাসী
===============
কি বলিলে প্রাণের বন্ধু ও বন্ধু
সহে না পরাণে
সুখে দুখে থাকব আমি
তুমারী না সনে গো বন্ধু
তুমারী না সনে
============
মাথা ছাড়লাম পিতা গো ছাড়লাম
ও সখী ছাড়লাম রাজ্যের আশা
সারা জীবন ভরে গো আমায়
দিও ভালবাসা গো জোসনা
দিও ভালবাসা
কেঁদোনা কেঁদোনা গো বন্ধু
ও বন্ধু তুমি আমার সামী
আঁচল দিয়ে মুছবো আমি
তুমার চোখের পানি গো বন্ধু
তুমার চোখের পানি
কেঁদোনা গো তুমি ও জোসনা
কেঁদোনা গো তুমি
তুমার চোখের পানি গো বন্ধু
তুমার চোখের পানি
কেঁদোনা গো তুমি ও জোসনা
কেঁদোনা গো তুমি
তুমার চোখের পানি গো বন্ধু
তুমার চোখের পানি

কেঁদোনা গো তুমি ও জোসনা
 

Users who are viewing this thread

Back
Top