আমাদের ভাড়াটে করিম সাহেবের মেয়ের বিয়ে। নিচতলার পুরোটা জুড়ে তাই সাজ সাজ রব। অতিথি আর হাক ডাক। বিরক্তির একশেষ। আমি সবে অনার্সে ভর্তি হয়েছি তখন। পড়াশুনা তেমন একটা নাই। সারাদিন ক্যাম্পাসে আড্ডা দিয়ে, সন্ধেটা আজিজ মার্কেটে চাপা দিয়ে রাতে বাড়ি ফিরি। বাসায় কেবল মা থাকেন।
বাবা বহুদিন ধরে ইউএস প্রবাসী। সুতরাং খবরদারির কেউ নেই। সেই সুযোগে মহল্লায়ও উঠতি পান্ডা হিসাবে নামডাক ছড়াচ্ছ। সকালবেলায় মাত্র ঘুম থেকে উঠেছি।
মা এসে ডাকলেন বললেন রাহুল দেখতো, করিম সাহেব তোর কাছে এসেছেন কেন! আমি একটু আশ্চর্য হলাম। শালাকে সালাম দিয়ে কোনদিন উত্তর পেয়েছি বলে মনে হয় না।
আজ আমার কাছে কিসের কাজে এল? যাই হোক ভাবনা বাদ দিয়ে ড্রইং রুমে গেলাম। ব্যাটা বেশ তেলতেলে মুখে বসে আছে। কিছুক্ষণ হাংকি পাংকি করার পর বলল বাবা তুমি কি একটু নিচে আসবে। একটা সমস্যায় পড়েছি। বললাম, জ্বি চাচা আপনি যান, আমি মুখটা ধুয়েই আসছি।
শালা নিচে নেমে গেল। প্রায় পনের মিনিট পর দাত ব্রাশ আর নাস্তা সেরে নিচে নামলাম। এর মধ্যে আরও দুবার এত্তেলা এসেছে। নিচে নেমে করিম সাহেবের খোজ করলাম।
এক অচেনা সুন্দরী দরজা খুলে দিল। আমাকে বসতে বলে ভেতরে চলে গেল। বেশ কিছুক্ষণ বসার পর যখন উসখুস করছি উঠে পড়ব বলে তখনই আগের সেই সুন্দরী আর করিম সাহেবের দ্বিতীয় মেয়ে নার্গিস রুমে এসে ঢুকল।
ওহ বলে রাখি, করিম সাহেবের কোন ছেলে নেই। চারমেয়ে নিয়ে সুখী পরিবার। মানে হট্টগোল শুনিনি তো কখনও সেই অর্থে সুখী।
তারা এসে আমার পাশের সোফায় বসল। নার্গিসকে বোরকা ছাড়া কখনও দেখিনি। আজ সামনা সামনি বাসার পোষাকে দেখে মনে হল মেয়েটা বেশ মায়াবতী।
যাই হোকে আমি খুজছিলাম করিম সাহেব কে। তিনি আসলেন না দেখে জিজ্ঞেস করলাম তাদের, কি ব্যাপার, করিম চাচা কই? অচেনা সুন্দরী মিস্টি করে হাসল। বলল চাচা একটু বাইরে গেছেন।
অসুবিধা নেই জরুরী কথাটা আমরাই আপনাকে বলব। আমি একটু অনিশ্চিত ভংগিতে মেয়েদের দিকে তাকালাম। তারপর সুন্দরীর দিকে তাকিয়ে নার্গিসকে জিজ্ঞেস করলাম, উনাকে তো চিনলাম না।
নাগিস চপল ভংগিতে জবাব দিল উনি আমার ছোট খালা। নাম রুবি। আমি রুবির দিকে তাকিয়ে বয়স আন্দাজ করার চেষ্টা করলাম।
বিশ ও হতে পারে আবার ত্রিশ হলেও বিচিত্র কিছু নয়। সুন্দরীকে কি বলে সম্বোধন করব বুঝতে পারছিলাম না। কিছুক্ষন চিন্তা ভাবনা করে ঠিক করতে না পেরে সম্বোধন এড়ানোটাই যুক্তি সংগত মনে করলাম।
বললাম, বলুন কি বলবেন। রুবি খুবই স্মার্ট। আশ পাশে না গিয়ে সরাসরি কথায় চলে এল। দেখেুন রাহুল, আমার ভাগ্নি মানে ঝর্না (নার্গিসের বড় বোন। এরই বিয়ে হচ্ছে।) একটা ছেলের সাথে প্রেম করতো। তো যা হয় আর কি। ছেলেটার সাথে ও বেশী ঘনিষ্ট হয়ে পড়েছিল। সেই সুযোগে ছেলেটা ঝর্নার কিছু ছবি তোলে রেখেছিল।
এখন ওর বিয়ে হয়ে যাচ্ছে শুনে ছেলেটা ছবিগুলা পাত্রের বাড়িতে পাঠিয়ে বিয়েটা ভেঙে দেবার হুমকি দিচ্ছে। বলছে ঝর্নার সাথে ছেলেটার বিয়ে দিতে হবে, বুঝেনই তো দুলাভাই এতে রাজি হন নাই।
তখন বলেছে বিয়ে দিতে না চাইলে দুলাখ টাকা দিতে হবে নইলে ছবিগুলা বরের বাড়িতে পাঠিয়ে দেবে। দুলাভাই পুলিশে খবর দেবেন বললে ছেলেটা হুমকি দিয়েছে আজ রাতের মধ্যে টাকা অথবা বিয়ে যেকোন একটার ব্যাপারে সিদ্ধান্ত না জানালে সে সব ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেবে।
এখন কি করি বলুন! আমরা বড় বিপদে পড়েছি। আমি একটু সময় ভাবলাম। তখনও মাথায় ঢুকেনি কিসের ছবি হতে পারে।
মনে করেছিলাম সাধারন প্রেমিক প্রেমিকারা যা করে পাশাপাশি জড়াজড়ি করে কিছুটা অশোভন ছবি তোলা হবে হয়ত। তাই বললাম ছেলেটাকে কিছু টাকা ধরিয়ে দিয়ে ছবিগুলা নিয়ে নিন। ঝামেলা চুকে যায়।
[HIDE]
আর জানেনই তো যুগল ছবি বানানোটা জটিল কিছু নয়। ব্যাটা যদি প্রস্তাব না মানে, আপনারা বরপক্ষকে বলে দিন কিছু দুষ্ট লোক ঝর্নার ছবি চুরি করে ফটোশপ করে যুগল ছবি বানিয়ে টাকার জন্যে হুমকি দিচ্ছে। ওসবে যতে তারা পাত্তআ না দেয় দেখবেন ঝামেলা চুকে যাবে।
সমাধান দেয়ার তৃপ্তি তখন আমার চোখে মুখে। কিন্তু রুবির চেহারায় প্রভাবিত হবার কোন লক্ষনই নেই। সে বলল, আপনি যত সহজ ভাবছেন ব্যাপারটা তত সহজ নয়।
আমরা চেষ্টা করে ফেল মেরেছি। আসলে… কি যে বলি আপনাকে… রুবি একটু কাছে সরে এল। প্রায় কানের কাছে মুখ রেখে বলল ছবিগুলা খুব নোংরা। আমি একটু ধাক্কা মতো খেলাম। ঝর্নাকে তো বোরকা ছাড়া দেখিনি কখনো। আর পেটে পেটে এত… কথা তাই আর বাড়ালাম না।
যা বুঝার বুঝে গেছি। বললাম ছেলেটা কে? নাম ঠিকানা, ফোন নাম্বার দিন। দেখি কি করা যায়। রুবি সাথে সাথে একটা ছেড়া ফটোগ্রাফ বাড়িয়ে দিল।
একটা ছেলের কোমর পর্যন্ত নগ্ন ছবি। মুখে হালকা জামাতি দাড়ি। ছবিটার বাকি অংশটুকু ছিড়ে ফেলা হয়েছে। হয়তো ওপাশে ছিল নগ্নিকা ঝর্না। আন্দাজ করলাম।
প্রেমরত ঝর্নার নগ্ন দেহের ছবিগুলা দেখার একটা প্রবল আগ্রহ সৃষ্টি হল। ছবিটা পকেটে রাখতে রাখতে বললাম, ঠিক আছে আমি দেখি কি করা যায়। রুমে গিয়ে বিছানার নিচ থেকে .৩২ বোরের পিস্তলটা বের করে লোড করলাম।
তারপর সেটা কোমরে গুজে নিচে নামতে নামতে ফোন দিলাম সালাম, রাব্বি আর তোতনকে। সবাই আমার পার্টনার কাম দোস্ত। বললাম দশ মিনিটের মধ্যে মোড়ে আশরাফ ভায়ের স্টলে চলে আসতে।
সাথে করে মাল নিয়ে আসতে বললাম। তারপর হোন্ডা স্টার্ট দিয়ে আমি গিয়ে দাড়ালাম আশরাফ ভায়ের স্টলের সামনে। কিছুক্ষনের মধ্যেই সবাই এসে গেল।
সবার চোখে মুখে উত্তেজনা। যতটা না বললেই নয় ততটা বললাম ওদের। তারপর ছবিটা বের করে ওদেরকে দেখালাম। কেউ চিনতে পারল না। এর মধ্যে খবর পেয়ে আমার আরও কয়েক বন্ধু চলে এল। সুমন, ফায়সাল সহ কয়েকজন। কিছুক্ষন পরামর্শ করে ঠিক করলাম জগন্নাথের দিকে যাব।
ঝর্না মাগিটা কবি নজরুলে পড়তো। ওখানেই হয়তো শালঅকে খুজে পাওয়া যাবে। একসাথে পাচ হোন্ডা নিয়ে বের হলাম আমরা জগন্নাথের দিকে।
মহল্লায় ছোটখাট আতঙ্ক শুরু হয়ে গেল। জগন্নাথে পৌছে ফোন দিলাম ছাত্রলীগের সাইফুলকে। সে এসে আমাদের সবাইকে একসাথে দেখে একটু ভয় পেয়ে গেল।
বলল কি সমস্যা তোরা আমায় বল। আমি দেখছি। প্রশাসন এখন খুব কড়া। ক্যাম্পাসে ঝামেলা হলে কাউকে ছাড়বে না। আমি সাইফুলকে একপাশে ডেকে নিয়ে গেলাম।
[/HIDE]
বাবা বহুদিন ধরে ইউএস প্রবাসী। সুতরাং খবরদারির কেউ নেই। সেই সুযোগে মহল্লায়ও উঠতি পান্ডা হিসাবে নামডাক ছড়াচ্ছ। সকালবেলায় মাত্র ঘুম থেকে উঠেছি।
মা এসে ডাকলেন বললেন রাহুল দেখতো, করিম সাহেব তোর কাছে এসেছেন কেন! আমি একটু আশ্চর্য হলাম। শালাকে সালাম দিয়ে কোনদিন উত্তর পেয়েছি বলে মনে হয় না।
আজ আমার কাছে কিসের কাজে এল? যাই হোক ভাবনা বাদ দিয়ে ড্রইং রুমে গেলাম। ব্যাটা বেশ তেলতেলে মুখে বসে আছে। কিছুক্ষণ হাংকি পাংকি করার পর বলল বাবা তুমি কি একটু নিচে আসবে। একটা সমস্যায় পড়েছি। বললাম, জ্বি চাচা আপনি যান, আমি মুখটা ধুয়েই আসছি।
শালা নিচে নেমে গেল। প্রায় পনের মিনিট পর দাত ব্রাশ আর নাস্তা সেরে নিচে নামলাম। এর মধ্যে আরও দুবার এত্তেলা এসেছে। নিচে নেমে করিম সাহেবের খোজ করলাম।
এক অচেনা সুন্দরী দরজা খুলে দিল। আমাকে বসতে বলে ভেতরে চলে গেল। বেশ কিছুক্ষণ বসার পর যখন উসখুস করছি উঠে পড়ব বলে তখনই আগের সেই সুন্দরী আর করিম সাহেবের দ্বিতীয় মেয়ে নার্গিস রুমে এসে ঢুকল।
ওহ বলে রাখি, করিম সাহেবের কোন ছেলে নেই। চারমেয়ে নিয়ে সুখী পরিবার। মানে হট্টগোল শুনিনি তো কখনও সেই অর্থে সুখী।
তারা এসে আমার পাশের সোফায় বসল। নার্গিসকে বোরকা ছাড়া কখনও দেখিনি। আজ সামনা সামনি বাসার পোষাকে দেখে মনে হল মেয়েটা বেশ মায়াবতী।
যাই হোকে আমি খুজছিলাম করিম সাহেব কে। তিনি আসলেন না দেখে জিজ্ঞেস করলাম তাদের, কি ব্যাপার, করিম চাচা কই? অচেনা সুন্দরী মিস্টি করে হাসল। বলল চাচা একটু বাইরে গেছেন।
অসুবিধা নেই জরুরী কথাটা আমরাই আপনাকে বলব। আমি একটু অনিশ্চিত ভংগিতে মেয়েদের দিকে তাকালাম। তারপর সুন্দরীর দিকে তাকিয়ে নার্গিসকে জিজ্ঞেস করলাম, উনাকে তো চিনলাম না।
নাগিস চপল ভংগিতে জবাব দিল উনি আমার ছোট খালা। নাম রুবি। আমি রুবির দিকে তাকিয়ে বয়স আন্দাজ করার চেষ্টা করলাম।
বিশ ও হতে পারে আবার ত্রিশ হলেও বিচিত্র কিছু নয়। সুন্দরীকে কি বলে সম্বোধন করব বুঝতে পারছিলাম না। কিছুক্ষন চিন্তা ভাবনা করে ঠিক করতে না পেরে সম্বোধন এড়ানোটাই যুক্তি সংগত মনে করলাম।
বললাম, বলুন কি বলবেন। রুবি খুবই স্মার্ট। আশ পাশে না গিয়ে সরাসরি কথায় চলে এল। দেখেুন রাহুল, আমার ভাগ্নি মানে ঝর্না (নার্গিসের বড় বোন। এরই বিয়ে হচ্ছে।) একটা ছেলের সাথে প্রেম করতো। তো যা হয় আর কি। ছেলেটার সাথে ও বেশী ঘনিষ্ট হয়ে পড়েছিল। সেই সুযোগে ছেলেটা ঝর্নার কিছু ছবি তোলে রেখেছিল।
এখন ওর বিয়ে হয়ে যাচ্ছে শুনে ছেলেটা ছবিগুলা পাত্রের বাড়িতে পাঠিয়ে বিয়েটা ভেঙে দেবার হুমকি দিচ্ছে। বলছে ঝর্নার সাথে ছেলেটার বিয়ে দিতে হবে, বুঝেনই তো দুলাভাই এতে রাজি হন নাই।
তখন বলেছে বিয়ে দিতে না চাইলে দুলাখ টাকা দিতে হবে নইলে ছবিগুলা বরের বাড়িতে পাঠিয়ে দেবে। দুলাভাই পুলিশে খবর দেবেন বললে ছেলেটা হুমকি দিয়েছে আজ রাতের মধ্যে টাকা অথবা বিয়ে যেকোন একটার ব্যাপারে সিদ্ধান্ত না জানালে সে সব ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেবে।
এখন কি করি বলুন! আমরা বড় বিপদে পড়েছি। আমি একটু সময় ভাবলাম। তখনও মাথায় ঢুকেনি কিসের ছবি হতে পারে।
মনে করেছিলাম সাধারন প্রেমিক প্রেমিকারা যা করে পাশাপাশি জড়াজড়ি করে কিছুটা অশোভন ছবি তোলা হবে হয়ত। তাই বললাম ছেলেটাকে কিছু টাকা ধরিয়ে দিয়ে ছবিগুলা নিয়ে নিন। ঝামেলা চুকে যায়।
[HIDE]
আর জানেনই তো যুগল ছবি বানানোটা জটিল কিছু নয়। ব্যাটা যদি প্রস্তাব না মানে, আপনারা বরপক্ষকে বলে দিন কিছু দুষ্ট লোক ঝর্নার ছবি চুরি করে ফটোশপ করে যুগল ছবি বানিয়ে টাকার জন্যে হুমকি দিচ্ছে। ওসবে যতে তারা পাত্তআ না দেয় দেখবেন ঝামেলা চুকে যাবে।
সমাধান দেয়ার তৃপ্তি তখন আমার চোখে মুখে। কিন্তু রুবির চেহারায় প্রভাবিত হবার কোন লক্ষনই নেই। সে বলল, আপনি যত সহজ ভাবছেন ব্যাপারটা তত সহজ নয়।
আমরা চেষ্টা করে ফেল মেরেছি। আসলে… কি যে বলি আপনাকে… রুবি একটু কাছে সরে এল। প্রায় কানের কাছে মুখ রেখে বলল ছবিগুলা খুব নোংরা। আমি একটু ধাক্কা মতো খেলাম। ঝর্নাকে তো বোরকা ছাড়া দেখিনি কখনো। আর পেটে পেটে এত… কথা তাই আর বাড়ালাম না।
যা বুঝার বুঝে গেছি। বললাম ছেলেটা কে? নাম ঠিকানা, ফোন নাম্বার দিন। দেখি কি করা যায়। রুবি সাথে সাথে একটা ছেড়া ফটোগ্রাফ বাড়িয়ে দিল।
একটা ছেলের কোমর পর্যন্ত নগ্ন ছবি। মুখে হালকা জামাতি দাড়ি। ছবিটার বাকি অংশটুকু ছিড়ে ফেলা হয়েছে। হয়তো ওপাশে ছিল নগ্নিকা ঝর্না। আন্দাজ করলাম।
প্রেমরত ঝর্নার নগ্ন দেহের ছবিগুলা দেখার একটা প্রবল আগ্রহ সৃষ্টি হল। ছবিটা পকেটে রাখতে রাখতে বললাম, ঠিক আছে আমি দেখি কি করা যায়। রুমে গিয়ে বিছানার নিচ থেকে .৩২ বোরের পিস্তলটা বের করে লোড করলাম।
তারপর সেটা কোমরে গুজে নিচে নামতে নামতে ফোন দিলাম সালাম, রাব্বি আর তোতনকে। সবাই আমার পার্টনার কাম দোস্ত। বললাম দশ মিনিটের মধ্যে মোড়ে আশরাফ ভায়ের স্টলে চলে আসতে।
সাথে করে মাল নিয়ে আসতে বললাম। তারপর হোন্ডা স্টার্ট দিয়ে আমি গিয়ে দাড়ালাম আশরাফ ভায়ের স্টলের সামনে। কিছুক্ষনের মধ্যেই সবাই এসে গেল।
সবার চোখে মুখে উত্তেজনা। যতটা না বললেই নয় ততটা বললাম ওদের। তারপর ছবিটা বের করে ওদেরকে দেখালাম। কেউ চিনতে পারল না। এর মধ্যে খবর পেয়ে আমার আরও কয়েক বন্ধু চলে এল। সুমন, ফায়সাল সহ কয়েকজন। কিছুক্ষন পরামর্শ করে ঠিক করলাম জগন্নাথের দিকে যাব।
ঝর্না মাগিটা কবি নজরুলে পড়তো। ওখানেই হয়তো শালঅকে খুজে পাওয়া যাবে। একসাথে পাচ হোন্ডা নিয়ে বের হলাম আমরা জগন্নাথের দিকে।
মহল্লায় ছোটখাট আতঙ্ক শুরু হয়ে গেল। জগন্নাথে পৌছে ফোন দিলাম ছাত্রলীগের সাইফুলকে। সে এসে আমাদের সবাইকে একসাথে দেখে একটু ভয় পেয়ে গেল।
বলল কি সমস্যা তোরা আমায় বল। আমি দেখছি। প্রশাসন এখন খুব কড়া। ক্যাম্পাসে ঝামেলা হলে কাউকে ছাড়বে না। আমি সাইফুলকে একপাশে ডেকে নিয়ে গেলাম।
[/HIDE]