তৃষার উপদেশ এক ভিন্ন অর্থে কিন্তু ঋতুপর্ণার বুক যেন থই পেয়ে গেল। অধরা আকাঙ্খাটা অধরা রেখেই ভালোবাসার নির্যাসে যেটুকু ছেলের ছোঁয়াতে পাওয়া যায় ততটুকুতেই নিজের দেহ মন শিক্ত করে নেবে। কিন্তু সেই সাথে ভেবে নিল যে একটা দেয়াল একটা গন্ডি রেখেই ছেলের সাথে মেলামেশা করবে। ছেলের বান্ধবী হতে আপত্তি নেই কিন্তু মাঝে মাঝে আদি যেভাবে ওর দিকে তাকিয়ে থাকে অথবা যে ভাবে ওকে আস্টেপিস্টে জড়িয়ে ধরে গালে ঘাড়ে চুমু খায় তাতে ওর শুন্য হৃদয় গলে যায়, দেহের প্রতিটা স্নায়ু আকুলি বিকুলি করে ওঠে ওই পেশি বহুল শরীর মাঝে গলে পড়তে। এই তীব্র আকাঙ্খা ওকে দমন করেই ছেলের সাথে মেলামেশা করতে হবে, কিন্তু কতক্ষন এই হৃদয়কে আটকে রাখবে সেটাই চিন্তার বিষয়। এইসব কথা তো বাইরের কাউকে বলা যায় না তাহলে সবাই ছি ছি করবে। নষ্টা, ব্যাভিচারিনি বলবে, কোন নারী কি নিজের ছেলের সাথে প্রেমের অলি গলিতে বিচরন করে। তবে বান্ধবী হতেই পারে। দেখা যাক, ডক্টরের এই উপদেশে হৃদয় মাঝে সমবয়সী কোন পুরুষের প্রতি আবার করে কোন অনুভুতি জাগে কি না। হৃদয় দ্বিধা বিভক্ত হয়ে পড়ে, আবার তৃতীয় কাউকে এই মা ছেলের সংসারের মধ্যে টেনে আনতে নারাজ ঋতুপর্ণা, কিন্তু হৃদয়ের এই তীব্র আকাঙ্খা শরীরের এই ভীষণ খিদে এই সব কি করে মেটানো যায়। এটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় ঋতুপর্ণার কাছে।
তৃষাকে জিজ্ঞেস করে ঋতুপর্ণা, “কিন্তু ম্যাডাম, আমি যে শরীর মন থেকে কিছুতেই তৃতীয় কোন ব্যাক্তিকে আর মেনে নিতে পারব না। এমনিতেই আমার ছেলে এই প্রদীপকে ভালো চোখে দেখতে পারতো না তারপরে আবার অন্য কাউকে আমাদের জীবনের মাঝে টেনে আনা...” জোরে জোরে মাথা নাড়ায় ঋতুপর্ণা, “এটা সম্ভব হবে না ম্যাডাম।”
তৃষা ভাবনায় পড়ে যায়। ঋতুপর্ণার দিকে এক গেলাস জল বাড়িয়ে দিয়ে বলে, “মিসেস সান্যাল একটু জল খেয়ে শান্ত হন।”
বুকের মধ্যে ভীষণ জ্বালা ধরা শুরু করে দিয়েছে ঋতুপর্ণার। আবার সেই এক পুরুষের ছোঁয়া, এই পুরুষ জাতি শুধু মাত্র শরীর বোঝে নারীর মন একদম বোঝে না। সুভাষকে মন প্রান দিয়ে ভালবেসেছিল, কিন্তু তাঁর প্রতিদানে সুভাষ কি দিল, প্রতারনা। ভালোবাসা ওর থাকুক, শরীরের চাহিদা মেটাতে যদি সুভাষ ওকে জানিয়ে অন্য কারুর সাথে এক বিছানায় রাত কাটাত তাহলে হয়ত ঋতুপর্ণা ক্ষমা করে দিতে পারত। কিন্তু না, ওর বুক ভেঙে দিয়ে এক কচি মডেলের সাথে সেক্স করেছিল ওর বিছানায়। কেন হোটেল ছিল না, কেন সুভাষ ওর বিছানা ওর হৃদয়কেই ভেঙে চুরমার করে দিল। বড় আঘাত পেয়েছিল ঋতুপর্ণা সেইদিন। এই আঘাত কাটিয়ে অনেক সংযত হয়েই দিন যাপন করেছিল। আবার সেই গতে বাঁধা জীবনে ফিরে আসতে চেয়েছিল, চেয়েছিল এক পুরুষের সানিধ্য, কিন্তু তাতেও বাধ সাদে ওর নিয়তি। আদিকে বুঝিয়ে সুঝিয়ে হয়তো প্রদীপকে হয়ত বিয়ে করতো, কিন্তু কি হল ফল।
তৃষা ঋতুপর্ণার চেহারা দিকে তাকিয়ে অনায়াসে বুঝতে পারে যে এই নারী ভীষণ ভাবে ভেঙে পড়েছে। তৃষা খানিক ভেবে চিন্তে ঋতুপর্ণাকে বলে, “আচ্ছা, এখুনি আপনাকে কারুর সাথে মেলামেশা করতে পরামর্শ দিচ্ছি না। শুধু এইটুকু পরামর্শ দিচ্ছি যে আপনি আপনার ছেলের সাথেই মেলা মেশা করুন। কারন আপনার এখন যে রকম মানসিক অবস্থা তাতে বাইরের কোন পুরুষ দেখলে আপনার মনে বিতৃষ্ণা জাগবেই। আর সেটা কাটাতেই এই পরামর্শ। দেখুন আপনি নিশ্চয় নিজের ছেলের প্রতি অনিহা দেখাতে পারবেন না।”
একদম নয়, ওর ছেলে আদি ওর জীবনের সব। বুকের পাঁজর কেটে হোস্টেলে পড়তে পাঠিয়েছিল। অতীতের সব কথা এক এক করে চোখের সামনে ভেসে ওঠে। ছোট বেলায় কিছুতেই সুভাষকে ওর কাছে আসতে দিত না। হোস্টেল থেকে বাড়িতে এলে সব সময়ে মায়ের পায়ের ধারে ঘুর ঘুর করত। বড় হয়েও যখন ফিরে এলো তখন সেই ছোট বেলার মতন ওর কাছে কাছেই ঘুর ঘুর করত। সুভাষের অনুপস্থিতি নিজের বুক ভরা ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছিল। সেই ছেলের প্রতি কি ভাবে অনিহা জন্মাবে এক মায়ের। এটা কি কখন সম্ভব নাকি?
ঋতুপর্ণা অবাক হয়ে বলে, “এটা কি বলছেন, নিজের ছেলের প্রতি কখন কোন মায়ের অনিহা জন্মায় নাকি!”
তৃষা হেসে উত্তর দেয়, “আমিও তো সেটাই আপনাকে বলছি। ছেলেকে একটু বন্ধুর চোখে দেখুন একটু পুত্র সন্তান স্নেহে দেখুন। ধিরে ধিরে আপনার মনের গভীরে যে বিষ জমে আছে সব কিছু এক সময়ে কেটে যাবে।”
ঋতুপর্ণা ভুরু কুঁচকে জিজ্ঞেস করে, “আর আমার দেহে যে এই হটাত হটাত করে ভীষণ যৌন তৃষ্ণা জেগে ওঠে সেই মানসিকতার কি হবে?”
তৃষা হাসে, “সেই গুলো দেখবেন আপনা থেকেই কমে যাবে।” তৃষা উত্তরটা স্বাভাবিক ভাবেই দেয়, কারন কোন মায়ের সাথে নিজের পুত্র সন্তানের মধ্যে গভীর অপার প্রেম জাগতে পারে না। মায়ের সাথে ছেলের সম্পর্ক সব সময়ে স্নেহ মায়া মমতা শাসন বাঁধন এই সবের মধ্যেই সীমিত থাকে।
গভীর এক শ্বাস ফেলে ঋতুপর্ণা। খানিক খন জানালার বাইরে তাকিয়ে উত্তর দেয়, “বেশ তাহলে আপনার পরামর্শ অনুযায়ী চলতে চেষ্টা করব।”
তৃষা হেসে উত্তর দেয়, “করে দেখুন, ধিরে ধিরে সব দ্বিধা দ্বন্দ কেটে যাবে। খুব তাড়াতাড়ি আপনি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন।”
ঋতুপর্ণা একটু হেসে উঠে পড়ে, “তাহলে এইবারে আসি।”
তৃষা এগিয়ে গিয়ে গালে গাল ঠেকিয়ে অভিবাদন জানিয়ে বলে, “কোন অসুবিধে হলে আমাকে ফোন করবেন। আর হ্যাঁ, আপনি এখনো ভীষণ সুন্দরী।” বলেই একটু চোখ টিপে হেসে বলে, “সামনে পুজো, পুজোর শপিং করুন, বাইরে যান, নিজেকে সাজান, দেখবেন দেহ আর মন দুটোই চনমনে থাকবে। আর আপনি তো স্কুলে নাচ শেখান তাই না?” ঋতুপর্ণা মাথা দোলায়, হ্যাঁ। “তাহলে তো কথাই নেই, তাই আপনার বডি এত ফিট।”
তৃষাকে জিজ্ঞেস করে ঋতুপর্ণা, “কিন্তু ম্যাডাম, আমি যে শরীর মন থেকে কিছুতেই তৃতীয় কোন ব্যাক্তিকে আর মেনে নিতে পারব না। এমনিতেই আমার ছেলে এই প্রদীপকে ভালো চোখে দেখতে পারতো না তারপরে আবার অন্য কাউকে আমাদের জীবনের মাঝে টেনে আনা...” জোরে জোরে মাথা নাড়ায় ঋতুপর্ণা, “এটা সম্ভব হবে না ম্যাডাম।”
তৃষা ভাবনায় পড়ে যায়। ঋতুপর্ণার দিকে এক গেলাস জল বাড়িয়ে দিয়ে বলে, “মিসেস সান্যাল একটু জল খেয়ে শান্ত হন।”
বুকের মধ্যে ভীষণ জ্বালা ধরা শুরু করে দিয়েছে ঋতুপর্ণার। আবার সেই এক পুরুষের ছোঁয়া, এই পুরুষ জাতি শুধু মাত্র শরীর বোঝে নারীর মন একদম বোঝে না। সুভাষকে মন প্রান দিয়ে ভালবেসেছিল, কিন্তু তাঁর প্রতিদানে সুভাষ কি দিল, প্রতারনা। ভালোবাসা ওর থাকুক, শরীরের চাহিদা মেটাতে যদি সুভাষ ওকে জানিয়ে অন্য কারুর সাথে এক বিছানায় রাত কাটাত তাহলে হয়ত ঋতুপর্ণা ক্ষমা করে দিতে পারত। কিন্তু না, ওর বুক ভেঙে দিয়ে এক কচি মডেলের সাথে সেক্স করেছিল ওর বিছানায়। কেন হোটেল ছিল না, কেন সুভাষ ওর বিছানা ওর হৃদয়কেই ভেঙে চুরমার করে দিল। বড় আঘাত পেয়েছিল ঋতুপর্ণা সেইদিন। এই আঘাত কাটিয়ে অনেক সংযত হয়েই দিন যাপন করেছিল। আবার সেই গতে বাঁধা জীবনে ফিরে আসতে চেয়েছিল, চেয়েছিল এক পুরুষের সানিধ্য, কিন্তু তাতেও বাধ সাদে ওর নিয়তি। আদিকে বুঝিয়ে সুঝিয়ে হয়তো প্রদীপকে হয়ত বিয়ে করতো, কিন্তু কি হল ফল।
তৃষা ঋতুপর্ণার চেহারা দিকে তাকিয়ে অনায়াসে বুঝতে পারে যে এই নারী ভীষণ ভাবে ভেঙে পড়েছে। তৃষা খানিক ভেবে চিন্তে ঋতুপর্ণাকে বলে, “আচ্ছা, এখুনি আপনাকে কারুর সাথে মেলামেশা করতে পরামর্শ দিচ্ছি না। শুধু এইটুকু পরামর্শ দিচ্ছি যে আপনি আপনার ছেলের সাথেই মেলা মেশা করুন। কারন আপনার এখন যে রকম মানসিক অবস্থা তাতে বাইরের কোন পুরুষ দেখলে আপনার মনে বিতৃষ্ণা জাগবেই। আর সেটা কাটাতেই এই পরামর্শ। দেখুন আপনি নিশ্চয় নিজের ছেলের প্রতি অনিহা দেখাতে পারবেন না।”
একদম নয়, ওর ছেলে আদি ওর জীবনের সব। বুকের পাঁজর কেটে হোস্টেলে পড়তে পাঠিয়েছিল। অতীতের সব কথা এক এক করে চোখের সামনে ভেসে ওঠে। ছোট বেলায় কিছুতেই সুভাষকে ওর কাছে আসতে দিত না। হোস্টেল থেকে বাড়িতে এলে সব সময়ে মায়ের পায়ের ধারে ঘুর ঘুর করত। বড় হয়েও যখন ফিরে এলো তখন সেই ছোট বেলার মতন ওর কাছে কাছেই ঘুর ঘুর করত। সুভাষের অনুপস্থিতি নিজের বুক ভরা ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছিল। সেই ছেলের প্রতি কি ভাবে অনিহা জন্মাবে এক মায়ের। এটা কি কখন সম্ভব নাকি?
ঋতুপর্ণা অবাক হয়ে বলে, “এটা কি বলছেন, নিজের ছেলের প্রতি কখন কোন মায়ের অনিহা জন্মায় নাকি!”
তৃষা হেসে উত্তর দেয়, “আমিও তো সেটাই আপনাকে বলছি। ছেলেকে একটু বন্ধুর চোখে দেখুন একটু পুত্র সন্তান স্নেহে দেখুন। ধিরে ধিরে আপনার মনের গভীরে যে বিষ জমে আছে সব কিছু এক সময়ে কেটে যাবে।”
ঋতুপর্ণা ভুরু কুঁচকে জিজ্ঞেস করে, “আর আমার দেহে যে এই হটাত হটাত করে ভীষণ যৌন তৃষ্ণা জেগে ওঠে সেই মানসিকতার কি হবে?”
তৃষা হাসে, “সেই গুলো দেখবেন আপনা থেকেই কমে যাবে।” তৃষা উত্তরটা স্বাভাবিক ভাবেই দেয়, কারন কোন মায়ের সাথে নিজের পুত্র সন্তানের মধ্যে গভীর অপার প্রেম জাগতে পারে না। মায়ের সাথে ছেলের সম্পর্ক সব সময়ে স্নেহ মায়া মমতা শাসন বাঁধন এই সবের মধ্যেই সীমিত থাকে।
গভীর এক শ্বাস ফেলে ঋতুপর্ণা। খানিক খন জানালার বাইরে তাকিয়ে উত্তর দেয়, “বেশ তাহলে আপনার পরামর্শ অনুযায়ী চলতে চেষ্টা করব।”
তৃষা হেসে উত্তর দেয়, “করে দেখুন, ধিরে ধিরে সব দ্বিধা দ্বন্দ কেটে যাবে। খুব তাড়াতাড়ি আপনি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন।”
ঋতুপর্ণা একটু হেসে উঠে পড়ে, “তাহলে এইবারে আসি।”
তৃষা এগিয়ে গিয়ে গালে গাল ঠেকিয়ে অভিবাদন জানিয়ে বলে, “কোন অসুবিধে হলে আমাকে ফোন করবেন। আর হ্যাঁ, আপনি এখনো ভীষণ সুন্দরী।” বলেই একটু চোখ টিপে হেসে বলে, “সামনে পুজো, পুজোর শপিং করুন, বাইরে যান, নিজেকে সাজান, দেখবেন দেহ আর মন দুটোই চনমনে থাকবে। আর আপনি তো স্কুলে নাচ শেখান তাই না?” ঋতুপর্ণা মাথা দোলায়, হ্যাঁ। “তাহলে তো কথাই নেই, তাই আপনার বডি এত ফিট।”