What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Self-Made ফুল পরিচিতি সমগ্র (9 Viewers)

কোথায় পাওয়া যেতে পারে ভাই?
বাজারেই পাওয়া যায়। এখন নার্সারিগুলিতে বললেই মিষ্টি কামরাঙ্গার চারা পাওয়া যায়। অনেকেই ছাদে লাগায়।
 
উদাল
Bixh9jBh.jpg


অন্যান্য ও আঞ্চলিক নাম : চালা, চান্দুল, কাটিরা, গড-গুডালা
Common Name : Hairy Sterculia, Elephant rope tree
Scientific Name : Sterculia villosa

ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৩/০৩/২০১৮ ইং
 
ফাল্গুনমঞ্জরী

N8HiWXLh.jpg


অন্যান্য ও আঞ্চলিক নাম : ফাল্গুনীমঞ্জরী, সারাঙ্গা, শারঙ্গ, গিরিপুষ্প ইত্যাদি।
Common Name : Mexican lilac, Forest Lilac, Mother of cocoa, Quickstick, Spotted Gliricidia, Gliricidia, Tree Of Iron, Glory Cedar, Madre Tree, The Spotted Gliricidia, Dormouse Destroyer Tree.
Scientific Name : Gliricidia sepium
মেক্সিকোর এই গাছটি আমাদের দেশে খুব চমৎকার মানিয়ে গেছে। আমার কেনে যেনো মনে হয় আমাদের সাজনা/সজিনা গাছের সাথে এর খুব মিল আছে। আছ থেকে ডাল কেটে মাটিতে ডাল পুতে দিলেই এরা দ্রুতই নিজের যায়গা করে নেয়। খুব দ্রুত বাড়ে এবং কোনো যত্ন ছাড়াই টিকে থাকে। বছর জুড়ে গাঢ় সবুজ পাতায় ছেয়ে থাকলেও শীতে পাতা ঝরে মার্চের শেষ পর্যন্ত নিস্পত্র ডাল গুলি ফুলে ফুলে ভরে থাকে। ভ্রমর আর মৌমাছিদের আনাগোনা থাকে চোখে পড়ার মতো।

ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৬/০৩/২০১৭ ইং
 
পলাশ

SnWTdPth.jpg


অন্যান্য ও আঞ্চলিক নাম : কিংশুক, কিনাকা, কির্স্মী, যাজ্ঞিক, ব্রহ্মপাদপ, ক্ষারশ্রেষ্ঠ, রক্তপুষ্প, ত্রিবৃত ও সমিদুত্তম।
Common Name : Flame of the Forest, Parrot tree, Bastard Teak, battle of Plassey tree, Bengal kino, palas tree ।
Scientific Name : Butea monosperma

ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৬/০৩/২০১৭ ইং
 
বুদ্ধ নারিকেল

jmdrjpzh.jpg


অন্যান্য ও আঞ্চলিক নাম : বুদ্ধ নারকেল, তুলে (আসাম), কার্ভাটি (মারাঠি) ইত্যাদি।
Common Name : Buddha Coconut, Anathond
Scientific Name : Pterygota alata

ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৬/০৩/২০১৭ ইং
 
ল্যান্টানা

cmvHJTOh.jpg


অন্যান্য ও আঞ্চলিক নাম :
Common Name :
Sage, big-sage, wild-sage, red-sage, white-sage, tickberry ইত্যাদি।
Scientific Name :Lantana camara

ক্রান্তীয় আমেরিকার প্রজাতি। বাংলাদেশে রেলপথের পাশে, চা বাগানে ও বন-জঙ্গলে অঢেল। লতান ধরণের চিরসবুজ ঝোপ, কাঁটাভরা, অনেক ডালপালা, ৬০ সেমি থেকে ২মি উঁচু। পাতা ডিম্বাকার বা আয়তাকার, ২.৫-৪ সেমি লম্বা, রুক্ষ, তীব্রুগন্ধী, কিনার দন্তর। প্রায় সারাবছরই ফুল, পাতার কোলে ও ডাঁটার আগায় ছোট ছোট ছত্রাকার থোকায় সাদা, গোলাপী, লাল, বেগুনী ফুল। সময়ের সঙ্গে ফুলের রঙ বদলায়।

ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৬/০৩/২০১৭ ইং
 
রক্তকাঞ্চন

LH6FwiZh.jpg


অন্যান্য ও আঞ্চলিক নাম : লালকাঞ্চন
অন্যান্য ও আঞ্চলিক নাম : orchid tree, camel's foot tree, kachnar and mountain-ebony ইত্যাদি।
Scientific Name : Bauhinia variegata

ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৬/০৩/২০১৭ ইং
 
হলিহক

dUapgqoh.jpg


অন্যান্য ও আঞ্চলিক নাম : পাতি হলিহক, গুলখাইরা (উর্দু), Chitra Seavati ও Gurvo (নেপালী)
Common Name : Hollyhock, Common Hollyhock ।
Scientific Name : Alcea rosea

ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৬/০৩/২০১৭ ইং
 

Users who are viewing this thread

Back
Top