What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Self-Made ফুল পরিচিতি সমগ্র (1 Viewer)

ফুলের নাম : কনকচূড়া

faIBaAoh.jpg


অন্যান্য নাম : কনকচূড়া, হলুদচূড়া, পিলা গুলমোহর, হলুদ গুলমহোর,
ইংরেজি ও কমন নাম : Copperpod, Rusty shield-bearer, Copperpod, Golden Flamboyant, Yellow Flamboyant, Yellow Flame Tree, Yellow Poinciana ইত্যাদি।
বৈজ্ঞানিক নাম : Peltophorum pterocarpum

ছবি : নিজ।
ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা।
ছবি তোলার তারিখ : ১৪/০৮/২০১৬ ইং
 
ফুলের নাম : পানিকা

ShStrx9h.jpg


অন্যান্য নাম : রানী ফুল, সমাধি ফুল, বঙ্কিম ইত্যাদি।
ইংরেজি ও কমন নাম : Mexican Heather, False Heather, Hawaiian heather, Mexican false heather ইত্যাদি।
বৈজ্ঞানিক নাম : Cuphea hyssopifolia

ছবি : নিজ।
ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৩/০৩/২০১৮ ইং
 
ফুলের নাম : রক্তকাঞ্চন

WYwMXCkh.jpg


অন্যান্য নাম :
ইংরেজি ও কমন নাম :
orchid tree, camel's foot tree, kachnar and mountain-ebony ইত্যাদি।
বৈজ্ঞানিক নাম : Phanera variegata

ছবি : নিজ।
ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৩/০৩/২০১৮ ইং
 
৬। ফুলের নাম : শ্বেতদ্রোন
5KV5biFh.jpg

অন্যান্য নাম : দেবদ্রোন, দন্ডকলস, দল কলস, দোর কলস, ধুবরি, ধুলফি, ডুলফি, ধুরপ শাক, ছোট হালকুশা, হলকষা, কান শিশা, কাউন শিশা ইত্যাদি।

ইংরেজি ও কমন নাম : Wite Verticillal, Thumbai, Common Leucas ইত্যাদি

বৈজ্ঞানিক নাম : Leucas aspera

ছবি : নিজ।
ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৩/০৩/২০১৮ ইং
 
ফুলের নাম : বাগানবিলাস

QY2brYuh.jpg


অন্যান্য নাম : কাগজ ফুল।
ইংরেজি ও কমন নাম : Bougainvillea, Puti Tai Nobiu
বৈজ্ঞানিক নাম : Bougainvillea spectabilis

ছবি : নিজ।
ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৩/০৩/২০১৮ ইং
 
ফুলের নাম : সেলভিয়া

5JxRaguh.jpg

অন্যান্য নাম : সালভিয়া
ইংরেজি ও কমন নাম : Salvia, Scarlet Sage, Red Salvia
বৈজ্ঞানিক নাম : Salvia splendens
ছবি : নিজ।

ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৩/০৩/২০১৮ ইং
 
ফুলের নাম : হুরহুরে

lq3RVfOh.jpg


অন্যান্য নাম : হুড়হুড়ে, হুড়হুড়িয়া, মাকড়শা হুড়হুড়ি, রাজমুকুট ইত্যাদি।
ইংরেজি ও কমন নাম : Spider Flower, Spider Plant, Spider Legs, Cleome, Pink Queen ইত্যাদি।
বৈজ্ঞানিক নাম : Cleome houtteana

ছবি : নিজ।
ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৩/০৩/২০১৮ ইং
 
ফুলের নাম : মোচা-শির স্বর্ণমুখী

jmuaUqph.jpg


অন্যান্য নাম : কাঁটাবিশল্লা, কাঁটা বিশল্যা, সিম-মুল্লি, কাঁটা বিশল্যাকারানি, সম্মুললি ইত্যাদি।
ইংরেজি ও কমন নাম : Hop-headed Barleria, hophead Philippine violet, hophead; hophead barleria; hop-headed barleria; snake bush ইত্যাদি
বৈজ্ঞানিক নাম : Barleria lupulina

ছবি : নিজ।
ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা।
ছবি তোলার তারিখ : ০৩/০৩/২০১৮ ইং
 

Users who are viewing this thread

Back
Top