What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

ফ্রিল্যান্সিং (1 Viewer)

GolpoLover

Banned
Joined
Dec 11, 2022
Threads
3
Messages
50
Credits
438
আমি একজন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার।
প্রোগ্রামিংয়ের প্রতি আমার ইন্টারেস্ট আছে।
এখন সি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিখতেছি।
আমি ফ্রিল্যান্সিংয়ে(অন-লাইন) যুক্ত হতে চাই।
ইলেক্ট্রিক্যাল+সিএসই এই রিলেটেড কাজের জন্য নিজেকে প্রস্তুত করতে চাই।
কি কি বিষয়ের প্রতি গুরুত্ব দিলে এবং কি কি বিষয় আত্মস্থ করতে পারলে আমি দ্রুত ইনকামের দিকে এগুতে পারব?
শেখার জন্য আমি একবছর সময় নিতে চাই।
বলে রাখা ভালো আমি বর্তমানে ফুল টাইম জবে যুক্ত আছি।
পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাচ্ছি।

একটা ভালো পরামর্শ আশা করছি।
 
আপনি সবার আগে দেখুন কোন প্রোগ্রামিং ভাষাতে আপনি ইচ্ছুক বা কোন দিকে আপনি যেতে চান। প্রোগ্রামিং এখন অনেক অনেক জায়গায় ব্যবহৃত হয়। আমি ডেটা সায়েন্টিস্ট, আমার পছন্দের ভাষা পাইথন। এই ডোমেইন এ আপনি আর ল্যাঙ্গুয়েজ ও ব্যবহার করতে পারেন।
 
আপনি সবার আগে দেখুন কোন প্রোগ্রামিং ভাষাতে আপনি ইচ্ছুক বা কোন দিকে আপনি যেতে চান। প্রোগ্রামিং এখন অনেক অনেক জায়গায় ব্যবহৃত হয়। আমি ডেটা সায়েন্টিস্ট, আমার পছন্দের ভাষা পাইথন। এই ডোমেইন এ আপনি আর ল্যাঙ্গুয়েজ ও ব্যবহার করতে পারেন।
ইলেক্ট্রিক্যাল/ইলেক্ট্রনিক বিভিন্ন কন্ট্রোলিং ডিভাইস ডিজাইনে প্রোগ্রামিং ল্যাংগুয়েজ প্রয়োজন হয় এবং সেই রিলেটেড সফটওয়্যারগুলো যেন তৈরী করতে পারি এমন স্কিল ডেভেলপ করতে চাই।
আবার এর মাধ্যমে দূর থেকেও আমি কোন মেশিন কন্ট্রোল করতে পারব, এমন স্কিল ডেভেলপ করতে কি কি শিখতে পারি?
আর এই রিলেটেড ফ্রিল্যান্সিংয়ের স্কোপ কেমন?
যদি এই রিলেটেড স্কিল খুব একটা প্রোডাক্টিভ না হয়, তবে কি শিখলে ভালো হয়?
 
jehetu electrical engineering , machine learning er jonne python use korte paren.. tasara C/C++ low language sikhte paren.. din seshe apni ki korte agrohi seta age bujhte hobe
 

Users who are viewing this thread

Back
Top