What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

‘পাপ কাম ভালোবাসা ২’ (2 Viewers)

কে সবচেয়ে বেশী সেক্সি


  • Total voters
    83
নিবেদিতার গলা বয়ে হিসসস করে উঠল এক অজানা শব্দ। হাত মুচড়ে দেবায়নের হাত থেকে ছাড়িয়ে ওর বুকে পিঠে এলো পাথারি ছোট ছোট চড় মেরে বলে, “ধ্যাত শয়তান গাড়ি চালা।”
দেবায়ন, “অঙ্কুশ কোথায়?”
নিবেদিতা, “ওকে ওর খালা এসে নিয়ে গেছে, আমি না আসা পর্যন্ত ও অদের বাসাতেই থাকবে”।
দেবায়ন আর কথা না বাড়িয়ে গাড়ি চালাতে শুরু করে দিল। ছোট মারুতি গাড়ি, কেবিন ছোট হওয়ার ফলে ওদের মাঝের ব্যাবধান অনেক কম। চলন্ত গাড়ির দুলুনির মাঝে মাঝেই নিবেদিতার ভারি কোমল স্তন জোড়া দুলে দুলে ওঠে। দেবায়নের বহমান শ্বাস আর উশখুসানি ভীষণ ভাবে উপভোগ করে নিবেদিতা। মাঝে মাঝে নিচের ঠোঁট দাঁতের মাঝে নিয়ে দুষ্টু মিষ্টি হাসি দিয়ে আয়নার দিকে তাকিয়ে চোখের মণি এক করে নেয়। চোখের উষ্ণ ভাষা, তুই না বড্ড শয়তান। ওই ভাবে কেন দেখছিস রে আমার দিকে? বুঝতে পারিস না ওই চোখের আগুনে পুড়ে মরে যাচ্ছি।
এভাবেই চোখে চোখে খুনসুটি করতে করতে আর মাঝে মাঝে হাতের সাথে হাতের মৃদু স্পর্শ নিতে নিতে গন্তব্যে চলে আসলো তারা। মাত্রই নতুন ওপেন করা হয়েছে ব্রাঞ্চটি, নতুন রিক্রুট করা হয়েছে। সবার সাথে মিটিং করতে করতে বিকেল হয়ে গেলো তাদের। মিটিং শেষে বের হয়ে গাড়িতে উঠে বসলো তারা। গাড়ি স্টার্ট দিয়ে হাসি মুখে নিবেদিতাকে প্রশ্ন করে দেবায়ন, “আচ্ছা বলো কোথায় যাবে।”
নিবেদিতা সামনের দিকে তাকিয়ে, রক্তিম আকাশের দিকে তাকিয়ে ভাসা ভাসা চোখে নিচু অস্ফুট কণ্ঠে বলে, “হারিয়ে যেতে চাই।”
গাড়ির আওয়াজে দেবায়ন ঠিক ভাবে আন্টির কথা শুনতে পেল না তাই আবার জিজ্ঞেস করে, “কোথায় যাবে বল? বাড়ি ফিরতে চাও না অন্য কোথাও যেতে চাও।”
 
বাড়ি ফিরতে একদম ইচ্ছে করছিল না নিবেদিতার। অনেকদিন পরে এইভাবে কঠিন শক্ত সামত্ত একজন পুরুষকে পাশে পেয়ে কেউ কি আর বাড়িতে ফিরতে চায়। এইভাবে দুইজনে একা একা গাড়ির নিভৃত অন্তরালে মনে হচ্ছে প্রেমিকের সাথে অভিসারে বেরিয়েছে তীব্র সুন্দরী স্বর্গের অপ্সরা। নিষিদ্ধ প্রনয়ে জড়ানো হৃদয়ের ধমনীর মধ্যে ফুটন্ত রক্ত উথাল পাথাল হয়ে ইতস্তত বিচরন করছে।
আঁচল বুকের কাছ চেপে উত্তাল তরঙ্গায়িত স্তন জোড়া ঢেকে দেবায়নকে বলে, “চল না একটা লং ড্রাইভে” বাকিটা ঠোঁটে এসে গলায় বসে গেল নিবেদিতার..... “শুধু আমি আর তুই। কি রে, আন্টিকে নিয়ে যাবি যেখানে আমাদের কেউই চিনবে না।”
দেবায়ন আন্টির কথা ঠিক বুঝতে পারল না, জিজ্ঞেস করল, “কোথায় যেতে চাও।”
ধ্যাত দেবায়নটা কি কিছুই বোঝে না নাকি? মৃদু ধমক দিয়ে উঠল নিবেদিতা, “জাহান্নামে নিয়ে যা।”
দেবায়ন মুচকি হেসে আন্টির এই অভিমান ভরা লাল গালের লালিমা বড় উপভোগ করছিল। মাঝে মাঝে আন্টির দিকে তাকিয়ে আন্টির ভাসা ভাসা চোখের চাহনি দেখে হারিয়ে যাচ্ছিল। দেবায়ন মুচকি হেসে বলে, “এত সাধ করে আমার পছন্দের আন্টি নিয়ে বের হলাম আর সে কিনা বলে জাহান্নামে যাবে।”
নিবেদিতা দেবায়নের কাছে সরে কাঁধ ঘেঁষে বসে কানেকানে ফিসফিস করে বলল, “তুই সাথে থাকলে আমার জাহান্নামেও যেতে ভয় লাগবে না...”
নিবেদিতা ওর কাঁধ ছুঁয়ে পাশে বসতেই দেবায়নের বাজু ওর আন্টির স্তন বিভাজিকার মাঝে চেপে গেল। নরম তুলতুলে পীনোন্নত উত্তপ্ত স্তন জোড়া মাখনের মতন গলে গেল দেবায়নের বাজুর ওপরে। দেবায়নের ঊরু জোড়া কেঁপে উঠল আন্টির উষ্ণ ত্বকের পরশে। কানের কাছে আন্টির চুলের দোলা নাকের মধ্যে ভেসে এলো আন্টির গায়ের মিষ্টি মাতাল করা গন্ধ। সারা দিন কাজের চাপে নিবেদিতা ঘামিয়ে গিয়েছিল, দেহের থেকে সেই ঘাম আর সেন্টের মাতাল করা গন্ধে দেবায়ন বুকের রক্ত উন্মত্ত হাতির মতন এলোপাথাড়ি ছুটে বেড়াতে লাগলো।
 
দেবায়ন কাঁপা গলায়, চিত্তের চাঞ্চল্য লুকিয়ে উত্তর দিল, “আচ্ছা তাই চল।”
দেবায়নের কথা শুনে নিবেদিতার বুক নেচে উঠল। বড্ড গান গাইতে ইচ্ছে করে নিবেদিতার, “কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে, মেলে দিলাম গানের সুরে এই ডানা মনে মনে।” উৎফুল্ল চিত্তে ছোট খুকির মতন চেঁচিয়ে উঠল, “তুই সত্যিই অনেক ভালো রে, সবার মন জয় করে চলতে পারিস। অনুপমা আসলেই অনেক লাকি...” বলেই দেবায়নের চুল আঁকড়ে গালে একটা ভিজে চুমু খেয়ে দিল।
ভিজে ঠোঁটের পরশে ধিকিধিকি করে জ্বলতে থাকা আগুন দাউদাউ করে উঠল দেবায়নের বুকে, ছোট একটা উফফ করে আন্টির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, “বিকালের নাস্তা খাবে কোথায়?”
নিবেদিতা তখন খুশিতে পাগল প্রায়, অনাবিল হাসির ছটা ছড়িয়ে উত্তর দিল, “যেখানে তুই খাওয়াবি।”
আন্টির উচ্ছ্বাস দেখে দেবায়নের মন প্রান গলে গেল, সত্যি নারীর এক অঙ্গে কত রূপ আর পাশে বসে এই রমণীর কথা আলাদা, কত কষ্ট সহ্য করে আজ এই পর্যায়ে এসেছে সে। দেবায়ন স্মিত হেসে জানিয়ে দিল, “রাস্তায় কোন রেস্টুরেন্ট পেলে নাস্তা সেরে রাতের খাবার প্যাক করে নেব।”
নিবেদিতা মাথা দুলিয়ে জানিয়ে দিল, “আচ্ছা এখন চল।”
দেবায়ন কথা না বাড়িয়ে এক্সেলেটারে পা চেপে দিল। গাড়ি হুহু করে হাওয়া কেটে শহর ছাড়িয়ে হাইওয়ে ধরে অনির্দিষ্টের পানে ধেয়ে চলল। মাঝে ভাল দেখে একটা রেস্টুরেন্ট দেখে গাড়ি থামিয়ে নাস্তা খেয়ে নিলো। রাতের খাবার এখনও বানানো শুরু হয়নি। তাই পরে কোথাও কিনবে এই আশায় আবার গাড়িতে উঠে অজানার উদ্দেশ্যে গাড়ি স্টার্ট দিলো দেবায়ন।
 
মামা বাকিটা কবে পাবো,, যতো পড়তেছি ততো গভিরে চলে যাচ্ছি,, এসুন্দর করে গুছিয়ে কি করে লেখেন আপনি??
 
এক কথায় অসাধারন। পায়েল, অনুপমা, ছোট ভাই, দেবায়ন এক সাথে। অনেক ধন্যবাদ
 
সম্ভবত বেশ কিছুদিন পাইনি । লেখার কথা বলছি । সেই একই লিকার ফ্লেভার । আর, এবার তো - নি বে দি তা ! - নামকরণের সার্থকতা তিনি তো প্রমাণ করেই ছাড়বেন । সাহায্য একটু লাগবে অবশ্য । না, দেবায়নের ''ঐ''টি ছাড়াও আরো একটি বস্তু । আপনার কলম/কী-বোর্ড । - সালাম ।
 

Users who are viewing this thread

Back
Top