পেছন ফিরে তাকিয়ে দেখি
আর'তো তুমি নেই
পায়ের ওখানে পায়ের চিহ্ন / পায়ের ছাপ
হ্নদয়'তো কাঁপবেই!
একটা একলা মানুষ
একলা পাহাড় - আকাশ না দেখা ভোর
আকাশ খানি কে নিলো তার-
হঠাৎ আসা চোর?
আমি না হয়, নাই বা পেলাম
ওমন হাতের ছোঁয়া।
পাথরগুলি গুছিয়ে নিচ্ছি
পাহাড় বানাবো- ঠিক দেখে নিস তোরা!
আর'তো তুমি নেই
পায়ের ওখানে পায়ের চিহ্ন / পায়ের ছাপ
হ্নদয়'তো কাঁপবেই!
একটা একলা মানুষ
একলা পাহাড় - আকাশ না দেখা ভোর
আকাশ খানি কে নিলো তার-
হঠাৎ আসা চোর?
আমি না হয়, নাই বা পেলাম
ওমন হাতের ছোঁয়া।
পাথরগুলি গুছিয়ে নিচ্ছি
পাহাড় বানাবো- ঠিক দেখে নিস তোরা!