এবার চা পান শেষে আবার শুরু হয় যাত্রা। নীলগিরির পরে থেকে পথের বাঁক আর উতরাই অন্যরকম রূপ নেয়। ঘুম আর ক্লান্তির কারণে ছবি তোলা হয়নি সেই ভয়ঙ্কর সৌন্দর্যের। পরে আবার কখনো ঐপথে যাবো ছবি তুলতে ইনশাআল্লাহ।
পারিজাত গার্ডেন ক্যাফে
চলতে চলতে একসময় পৌছেযাই "পারিজাত গার্ডেন ক্যাফে"তে (তখনও এর নির্মাণকাজ চলছিলো)। ঘড়িতে সময় তখন ১২ টা ১৫ মিনিট এখানে বাস থেকে নেমে থানচিগামী পর্যটকদের বিজিবি চেকপোস্টে নিজেদের নাম এন্টি করতে হবে। সাথে দিতে হবে ন্যাশনাল আইডির ফটোকপি। বাসটি একটি স্থানিয় বাআর থেকে ঘুরে আসতে আসতে আমাদের কাজ শেষ হয়ে যায়। এখানকার কাঁচা আমের জুস অসাধারন ছিলো।
দুপুর দেড়টার দিকে পৌছে যাই থানচি বাজার ব্রিজে। আমাদের স্বাগত জানাতে টিমের সকল সদস্য উপস্থিত সেখানে। থানচি কুটিরে পৌছে আমি চলে যেতে চাইলাম রেমাক্রিতে। কারণ আমি ফোনে বারবার বলে দেয়ার পরেও ওরা অন্য কোথাও না গিয়ে এই দুই দিন থানচি কুটিরেই বসে আছে আমার আসার জন্য।
আমি তাই এক মুহুর্ত সময়ও আর নষ্ট করতে চাইছিলাম না। কিন্তু ২-৩ জন যেতে রাজি হলো না। কারণ আজ রাতে ওরা এখানে পার্টির আয়োজন করে রেখেছে। থানচি কুটিরের মালিক আমাদের একজনের পরিচিতো। তিনি কথা দিয়েছেন দুটি বন মোরগ জোগার করবেন। বাজারে সকালে পাহাড়ি গয়াল জবেহ হয়েছে। ওরা যখন খবর পেয়েছে তখন সব গোস্ত বিক্রি হয়ে গেছে। একজন পুলিশ অফিসারের কেনা ৮ কেজি গোস্ত থেকে নানান ভাবে বলেকয়ে ২ কেজি গোস্ত নেয়া হয়েছে। রাতে বন মোরগের ঝাল ঝোল, গয়ালের সাদা ঝাল আর চিকেন বার্বীকিও হবে। এর অনুসঙ্গ ঢাকা থেকেই টেনে আনা হয়েছিলো, রাতকে আরো মহোনীয় করার জন্য।
থানচি কুটিরে আমাদের ঘরে বিছানায় গা এলিয়ে দিয়ে স্বপন জামাই ও আমি
যাইহোক, রাতের এখনো অনেক বাকি। পাশেই আছে ডিম পথর নামে একটা যায়গা। বিকেলটা সেখান থেকেই ঘুরে আসবো আমারা নতুনেরা। পুরনোদের মাঝেও দুইজন যাবে আমাদের সাথে পথ-প্রদর্শক হিসেবে।
দেখা হবে আগামী পর্বে ডিম পাথরের পথে।