নক্ষত্রহীন রাত
মধ্য রাতে আমার এ বৃষ্টি ভেজা শহর,
উচু দেয়াল, পিচের রাস্তা
ভিজে ভিজে
জানালার এপারে অন্ধকারে তাকিয়ে আছে -
বসে আছে একলা এক গন্তব্যহীন।
অমন বিদ্যুত চমকালে,
রাতের কালো কিছুটা হয়তো কমে,
মনের কষ্ট মেঘের কষ্ট যায় কি আর,
সারাটা বছর এমন বৃষ্টি অবগাহনে।
জানি রাত পোহাবে,
আবার ব্যস্ত হবে আমার এই শহর।
আবার কৃষকের সোনার ধান
এখানে উৎসর্গ হবে।
শ্রমিকের হাতে পরবে আবার নতুন কহর।
সে কহর বৃষ্টিতে মুছতে পারবে না,
যেভাবে বৃষ্টি আজকে রাতের অন্ধকারকে মুছতে পারছে না কিছুতেই।
অনেক দিন আয়নায় নিজেকে না দেখতে দেখতে এই আমি,
যেভাবে ভুলেগেছি আমার নাক মুখ আর কপালকে।
মানুষও হয়তো একদিন
ভুলে যাবে,
গভীর রাতে কেউ একজন
ভালোবেসে, বৃষ্টিতে ভিজতো
জানালার ওপাশে অপেক্ষা করত,
বৃষ্টির ফোটায় গ্রিলের ওপাশ থেকে হাত ছোঁয়াতো।
এখনো বৃষ্টি হচ্ছে,
আজকের রাত বড্ড একলা- বড্ড বেশি ভারি- বড্ড অহংকারী।
পাখিদের ও ঘুম পারিয়ে দিয়েছে।
সদ্য বিবাহিতদের ও ঘুম পারিয়ে দিয়েছে।
কেবল ঘুম পারাতে পারেনি
কষ্ট পোষা, হ্নদয় পোড়া ডাহুককে।
দূরে আরো জোড়ে হাওয়া বইছে
শো শো করছে বায়ু।
কষ্ট পাখি দোয়া করছে
সবারই হাজার বছরের জীবন হোক-
কেবল আমারই কমুক আয়ু।
মধ্য রাতে আমার এ বৃষ্টি ভেজা শহর,
উচু দেয়াল, পিচের রাস্তা
ভিজে ভিজে
জানালার এপারে অন্ধকারে তাকিয়ে আছে -
বসে আছে একলা এক গন্তব্যহীন।
অমন বিদ্যুত চমকালে,
রাতের কালো কিছুটা হয়তো কমে,
মনের কষ্ট মেঘের কষ্ট যায় কি আর,
সারাটা বছর এমন বৃষ্টি অবগাহনে।
জানি রাত পোহাবে,
আবার ব্যস্ত হবে আমার এই শহর।
আবার কৃষকের সোনার ধান
এখানে উৎসর্গ হবে।
শ্রমিকের হাতে পরবে আবার নতুন কহর।
সে কহর বৃষ্টিতে মুছতে পারবে না,
যেভাবে বৃষ্টি আজকে রাতের অন্ধকারকে মুছতে পারছে না কিছুতেই।
অনেক দিন আয়নায় নিজেকে না দেখতে দেখতে এই আমি,
যেভাবে ভুলেগেছি আমার নাক মুখ আর কপালকে।
মানুষও হয়তো একদিন
ভুলে যাবে,
গভীর রাতে কেউ একজন
ভালোবেসে, বৃষ্টিতে ভিজতো
জানালার ওপাশে অপেক্ষা করত,
বৃষ্টির ফোটায় গ্রিলের ওপাশ থেকে হাত ছোঁয়াতো।
এখনো বৃষ্টি হচ্ছে,
আজকের রাত বড্ড একলা- বড্ড বেশি ভারি- বড্ড অহংকারী।
পাখিদের ও ঘুম পারিয়ে দিয়েছে।
সদ্য বিবাহিতদের ও ঘুম পারিয়ে দিয়েছে।
কেবল ঘুম পারাতে পারেনি
কষ্ট পোষা, হ্নদয় পোড়া ডাহুককে।
দূরে আরো জোড়ে হাওয়া বইছে
শো শো করছে বায়ু।
কষ্ট পাখি দোয়া করছে
সবারই হাজার বছরের জীবন হোক-
কেবল আমারই কমুক আয়ু।