@বুয়েট ভাইঃ কেন? অসমাপ্ত গল্পগুলো আগামী একুশের বইমেলায় প্রকাশ করবেন নাকি?Dada r koto unfinished story likhben? Ebar o asa kori complete korben.r apnar email id r ki nik or nick
হাহাহা! এই গিফ-টাই আসলে টাইটেল পোস্টে দিতে হতো!
Bro, seriously mind korar jonno boli ni. Onk gulo golpo unfinished ase tai bollam. Sorry for the comment.@বুয়েট ভাইঃ কেন? অসমাপ্ত গল্পগুলো আগামী একুশের বইমেলায় প্রকাশ করবেন নাকি?
অনেক লেখক প্রতিদিন অল্প অল্প করে লিখে কাহিনী শেষ করেন। আমি তা পারি না। প্রতিদিন লেখালেখির মূড থাকে না। চাকরী, ব্যবসা, পরিবার এতো কিছু সামলানোর পরে সময়ও থাকে না। তাছাড়া উপযুক্ত পরিবেশও রোজ পাওয়া যায় না... এ ধরণের ইরোটিক গল্প লেখার জন্য একান্ত, নিভৃত, ডিসট্র্যাকশন-ফ্রী, প্রাইভেসী-টাইপ পরিবেশের প্রয়োজন হয়। তারওপর আমি বাংলা বলতে গেলে লিখিই না, তাই টাইপিংয়ের গতিও খুব স্লো। একটা প্যারাগ্রাফ নামাতেই প্রচুর সময় লেগে যায়... (ফ্র্যাংকলী স্পীকিং, টাইপিংয়ের জন্য বাংলা স্কৃপ্ট একদমই নন-অপটিমাল, নন-এরগোনমিক ভাষা... আমি অবশ্য প্রভাত কীবোর্ড শিখে নিয়েছিলাম, ফোনেটিক কীবোর্ড তো আরও জঘন্য!)
এই টপিকের গল্পটির এটুকু ভূমিকার অবতারণা করতে করতেই শুক্র ও শনিবার দুইদিন মিলিয়ে মোটে ১০-১২ ঘন্টারও বেশি সময় লেগেছে... ঘন্টা হারে যদি বিলিং করতাম, তবে নাহয় গল্পটা সমাপ্ত করার তাগাদা থাকতো।
বারবার একই অনুযোগ শুনতে ভালো লাগে না। আমি কাহিনী শেষ করতে পারি না তা স্বেচ্ছায় নয়, মূলতঃ উপযুক্ত দক্ষতা, পরিবেশ, সময় ও সুযোগের অভাবের কারণে।
পুরণো গল্প শেষ করার কোনও বাধ্যবাধকতা আছে বলে মনে পড়ছে না। আমার অসম্পূর্ণ গল্প নিয়ে কারও যদি ক্ষেদ থাকে, তবে আমার টপিকগুলো স্রেফ এড়িয়ে যেতে উপদেশ দেবো।
তাছাড়া... কেউকেউ নির্ঘাৎ মাইণ্ড করবেন, তবুও অকৃতজ্ঞের মতো বলে ফেলছি... এই ফোরামটির পাঠককূল খুব একটা রেসপন্সিভ, বিচক্ষণ নন। ফোরামিকদের উপদেশ মেনে আগের গল্পগুলো আমি হিডেন ট্যাগ-য়ে মুড়িয়ে প্রকাশ করেছিলাম, এখন থেকে তা আর করবো না। এই গল্প দিয়েই শুরু - পুরোটাই উন্মুক্ত করে দিয়েছি। বারবার "পড়তে চাই", "দেখি কি আছে?" টাইপ ফালতু মন্তব্যের আগাছা-জঞ্জাল আমার প্রয়োজন নেই। তাই স্বীদ্ধান্ত নিয়েছি এখন থেকে সবকিছু ওপেন রাখবো। গঠনমূলক ফীডব্যাক পেলে লেখালেখির প্রতি অনুপ্রেরণা পাওয়া যায়। দুঃখিত, তবে এই ফোরামের রীডারশীপ কিঞ্চিৎ নিম্নস্তরের... নতুন কিছু না অবশ্য, পেট ভরে খাবার খেয়ে রাঁধুনীকে কিছু না বলে উঠে যাওয়া আমাদের বাঙালীদের মজ্জাগত স্বভাব তো।
যাকগে, নির্জনমেলা ফোরামের মড-এ্যাডমিনদের প্রতি আমি কৃতজ্ঞ। তাঁরা ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো গাঁটের পয়সা, শ্রম ও মেধা দিয়ে ফোরামটি টিকিয়ে রেখেছেন, আর আমার মতো সিরিয়াল-আনফিনিশার অপদার্থের অসম্পূর্ণ লেখাগুলো প্রকাশ করার সুযোগ করে দিচ্ছেন, তার জন্য সমস্ত স্টাফদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ! YOU GUYS ROCK!
দাদা,@বুয়েট ভাইঃ কেন? অসমাপ্ত গল্পগুলো আগামী একুশের বইমেলায় প্রকাশ করবেন নাকি?
অনেক লেখক প্রতিদিন অল্প অল্প করে লিখে কাহিনী শেষ করেন। আমি তা পারি না। প্রতিদিন লেখালেখির মূড থাকে না। চাকরী, ব্যবসা, পরিবার এতো কিছু সামলানোর পরে সময়ও থাকে না। তাছাড়া উপযুক্ত পরিবেশও রোজ পাওয়া যায় না... এ ধরণের ইরোটিক গল্প লেখার জন্য একান্ত, নিভৃত, ডিসট্র্যাকশন-ফ্রী, প্রাইভেসী-টাইপ পরিবেশের প্রয়োজন হয়। তারওপর আমি বাংলা বলতে গেলে লিখিই না, তাই টাইপিংয়ের গতিও খুব স্লো। একটা প্যারাগ্রাফ নামাতেই প্রচুর সময় লেগে যায়... (ফ্র্যাংকলী স্পীকিং, টাইপিংয়ের জন্য বাংলা স্কৃপ্ট একদমই নন-অপটিমাল, নন-এরগোনমিক ভাষা... আমি অবশ্য প্রভাত কীবোর্ড শিখে নিয়েছিলাম, ফোনেটিক কীবোর্ড তো আরও জঘন্য!)
এই টপিকের গল্পটির এটুকু ভূমিকার অবতারণা করতে করতেই শুক্র ও শনিবার দুইদিন মিলিয়ে মোটে ১০-১২ ঘন্টারও বেশি সময় লেগেছে... ঘন্টা হারে যদি বিলিং করতাম, তবে নাহয় গল্পটা সমাপ্ত করার তাগাদা থাকতো।
বারবার একই অনুযোগ শুনতে ভালো লাগে না। আমি কাহিনী শেষ করতে পারি না তা স্বেচ্ছায় নয়, মূলতঃ উপযুক্ত দক্ষতা, পরিবেশ, সময় ও সুযোগের অভাবের কারণে।
পুরণো গল্প শেষ করার কোনও বাধ্যবাধকতা আছে বলে মনে পড়ছে না। আমার অসম্পূর্ণ গল্প নিয়ে কারও যদি ক্ষেদ থাকে, তবে আমার টপিকগুলো স্রেফ এড়িয়ে যেতে উপদেশ দেবো।
তাছাড়া... কেউকেউ নির্ঘাৎ মাইণ্ড করবেন, তবুও অকৃতজ্ঞের মতো বলে ফেলছি... এই ফোরামটির পাঠককূল খুব একটা রেসপন্সিভ, বিচক্ষণ নন। ফোরামিকদের উপদেশ মেনে আগের গল্পগুলো আমি হিডেন ট্যাগ-য়ে মুড়িয়ে প্রকাশ করেছিলাম, এখন থেকে তা আর করবো না। এই গল্প দিয়েই শুরু - পুরোটাই উন্মুক্ত করে দিয়েছি। বারবার "পড়তে চাই", "দেখি কি আছে?" টাইপ ফালতু মন্তব্যের আগাছা-জঞ্জাল আমার প্রয়োজন নেই। তাই স্বীদ্ধান্ত নিয়েছি এখন থেকে সবকিছু ওপেন রাখবো। গঠনমূলক ফীডব্যাক পেলে লেখালেখির প্রতি অনুপ্রেরণা পাওয়া যায়। দুঃখিত, তবে এই ফোরামের রীডারশীপ কিঞ্চিৎ নিম্নস্তরের... নতুন কিছু না অবশ্য, পেট ভরে খাবার খেয়ে রাঁধুনীকে কিছু না বলে উঠে যাওয়া আমাদের বাঙালীদের মজ্জাগত স্বভাব তো।
যাকগে, নির্জনমেলা ফোরামের মড-এ্যাডমিনদের প্রতি আমি কৃতজ্ঞ। তাঁরা ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো গাঁটের পয়সা, শ্রম ও মেধা দিয়ে ফোরামটি টিকিয়ে রেখেছেন, আর আমার মতো সিরিয়াল-আনফিনিশার অপদার্থের অসম্পূর্ণ লেখাগুলো প্রকাশ করার সুযোগ করে দিচ্ছেন, তার জন্য সমস্ত স্টাফদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ! YOU GUYS ROCK!
We use essential cookies to make this site work, and optional cookies to enhance your experience.