আমাকে যদি কেও জিজ্ঞাস করে, আপনি কে?
আমি বলব, আমি মানুষ;
কেননা, আমার জন্মের সময় আমি মানুষ হিসেবেই পৃথিবীতে এসেছিলাম, মানবিকতা আমাকে সবচেয়ে বেশী টানে, মানুষ হতেই ইচ্ছে হয়েছে আমার সব সময়।
আমাকে যদি কেও জিজ্ঞাস করে আপনি কে? আমি বলব, আমি হিন্দু;
কেননা, আমার পূর্বুরুষরা ছিলেন হিন্দু, তারাও সাদা ধুতি পড়তেন, বিয়েতে গায়ে হলুদ মাখতেন, হিন্দু বাড়িতে নিমন্ত্রণ খেতেন
আমাকে যদি কেও জিজ্ঞাস করে , আপনি কে? আমি বলব, আমি মুসলমান কেননা, আমি যার ঔরষে জন্মেছি সে মুসলমান, তারা নামাজ পড়ে, দেখা হলে মঙ্গল কামনা করে
আমাকে যদি জিজ্ঞাস করে আপনি কে
আমি বলব আমি খ্রিষ্টাণ, কেননা আমার বন্ধুরা অনেকেই খ্রিষ্টান, আমি বহুদিন ওদের মায়ের হাতে খেয়েছি, চার্চে গিয়েছি, এক সাথে গান গেয়েছি
আমাকে যদি জিজ্ঞাস করে আপনি কে? আমি বলব আমি আমি বুদ্ধ, কেননা,
আমার শিক্ষক বুদ্ধ, যিনি ধৈর্যের শিক্ষা দিয়েছেন অনেক অনাহারে থেকে থেকে,
আমাকে যদি কেউ জিজ্ঞাস করে আপনি কে?
আমি আর বলতে পারব না আমি মানুষ, কেননা, মানুষ হলে থাকে আবেগ, দুঃখ, কষ্ট। আমিতো মানুষের মৃত্যু দেখেও কাদি না, আমাকে কেও ভালবেসে মরে গেলেও, তাকে ভালবাসতে পারি না।
আমাকে যদি কেও জিজ্ঞাস করে আপনি কে?আমিতো আর বলতে পারব না আমি হিন্দু, কেননা, জানলাম, আমার পুর্বপুরুষরা নাকি হিন্দুদের ভিটেমাটি দখল করেছে, ওদের দেশ ত্যগ করতে বাধ্য করেছে
আমি মুসলিম এ পরিচয়ও আমি দিতে পারি না আর, কেননা, আমারি কিছু মুসলিম ভাই, লজ্জা কেড়ে নিচ্ছে, ধর্ষণ, হত্যা- ছিহ্!
আমি খ্রিষ্টানও হতে পারছি না আর, প্রচন্ড ভয়ানক ক্ষমতা নিয়েও কি নির্বিকার আমার খ্রিষ্টান বন্ধু। যেন কিছুই ঘটেনি। এসব কিছুই ঘটছে না। যেন কিছুতেই তার কোন দায় নেই।
আমি আজ ধর্মহীন। দায়হীন। বিবেকহীন।
কিছুতেই সঙ্গায়িত হই না। দোহাই তোদের, শান্তির নামে তোরা আর মানুষ মারিস না।
আমি বলব, আমি মানুষ;
কেননা, আমার জন্মের সময় আমি মানুষ হিসেবেই পৃথিবীতে এসেছিলাম, মানবিকতা আমাকে সবচেয়ে বেশী টানে, মানুষ হতেই ইচ্ছে হয়েছে আমার সব সময়।
আমাকে যদি কেও জিজ্ঞাস করে আপনি কে? আমি বলব, আমি হিন্দু;
কেননা, আমার পূর্বুরুষরা ছিলেন হিন্দু, তারাও সাদা ধুতি পড়তেন, বিয়েতে গায়ে হলুদ মাখতেন, হিন্দু বাড়িতে নিমন্ত্রণ খেতেন
আমাকে যদি কেও জিজ্ঞাস করে , আপনি কে? আমি বলব, আমি মুসলমান কেননা, আমি যার ঔরষে জন্মেছি সে মুসলমান, তারা নামাজ পড়ে, দেখা হলে মঙ্গল কামনা করে
আমাকে যদি জিজ্ঞাস করে আপনি কে
আমি বলব আমি খ্রিষ্টাণ, কেননা আমার বন্ধুরা অনেকেই খ্রিষ্টান, আমি বহুদিন ওদের মায়ের হাতে খেয়েছি, চার্চে গিয়েছি, এক সাথে গান গেয়েছি
আমাকে যদি জিজ্ঞাস করে আপনি কে? আমি বলব আমি আমি বুদ্ধ, কেননা,
আমার শিক্ষক বুদ্ধ, যিনি ধৈর্যের শিক্ষা দিয়েছেন অনেক অনাহারে থেকে থেকে,
আমাকে যদি কেউ জিজ্ঞাস করে আপনি কে?
আমি আর বলতে পারব না আমি মানুষ, কেননা, মানুষ হলে থাকে আবেগ, দুঃখ, কষ্ট। আমিতো মানুষের মৃত্যু দেখেও কাদি না, আমাকে কেও ভালবেসে মরে গেলেও, তাকে ভালবাসতে পারি না।
আমাকে যদি কেও জিজ্ঞাস করে আপনি কে?আমিতো আর বলতে পারব না আমি হিন্দু, কেননা, জানলাম, আমার পুর্বপুরুষরা নাকি হিন্দুদের ভিটেমাটি দখল করেছে, ওদের দেশ ত্যগ করতে বাধ্য করেছে
আমি মুসলিম এ পরিচয়ও আমি দিতে পারি না আর, কেননা, আমারি কিছু মুসলিম ভাই, লজ্জা কেড়ে নিচ্ছে, ধর্ষণ, হত্যা- ছিহ্!
আমি খ্রিষ্টানও হতে পারছি না আর, প্রচন্ড ভয়ানক ক্ষমতা নিয়েও কি নির্বিকার আমার খ্রিষ্টান বন্ধু। যেন কিছুই ঘটেনি। এসব কিছুই ঘটছে না। যেন কিছুতেই তার কোন দায় নেই।
আমি আজ ধর্মহীন। দায়হীন। বিবেকহীন।
কিছুতেই সঙ্গায়িত হই না। দোহাই তোদের, শান্তির নামে তোরা আর মানুষ মারিস না।