What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

মঙ্গলসূত্র (Running...) (2 Viewers)

Rainbow007

Moderator
Staff member
Moderator
Joined
Mar 5, 2018
Threads
254
Messages
10,514
Credits
341,235
Fuel Pump
Watermelon
Camera
Tokyo Tower
Doughnut
Birthday Cake
মঙ্গলসূত্র

Writer: Henry
আজ পাহাড়ে রোদ ঝলমলে সকাল।বন বাংলোর বারান্দার সামনে রোদ এসে পড়ছে।অনিরুদ্ধ চায়ের কাপ নিয়ে বসে আছে।অয়ন ফুটবলে লাথি মেরে ছুঁড়ে দিল বলটা, সোজা গিয়ে ঢুকল পাইন গাছের জঙ্গলে।
সুজাতা স্নান করে বেরোল।রোদে তোয়ালেটা মেলে দিয়ে বলল---তুমি স্নান করবে না?
---এত ঠান্ডায় স্নান? মাথা খারাপ নাকি।অক্টোবরের এই সিজনে কালিম্পঙে টেম্পারেচার চার-পাঁচ ডিগ্রির আসেপাশে ঘোরে।তার ওপরে এই তিনদিনে একদিনও রোদের দেখা মেলেনি।
অয়ন বলটা কুড়িয়ে নিয়ে এসে বলল--মা যাবে না?
সুজাতা বলল--কি গো রেডি হয়ে নাও।ওদিকের পাহাড়ের ধাপে নাকি একটা মনেস্ট্রি আছে।
---তোমরা যাও।আমি বরং পুজো সংখ্যা গুলো বসে বসে পড়ি।
সুজাতা কোনো ব্যাপারে অনিরুদ্ধকে জোর করে না।অয়নকে রেডি করে বেরিয়ে গেল।সুজাতা সাবলম্বী।অনিরুদ্ধ কখনোই মনে করে না সুজাতার সঙ্গে সবসময় থাকার প্রয়োজন আছে।
অনি বই পড়ছিল।সমরেশ মজুমদারের দেশ পত্রিকার উপন্যাসটা এবার আধা পড়া হয়ে রেখে দিয়েছিল ট্রেনে।
দূরে পাহাড়ের তলার দিকে ছোট ছোট হোম স্টে গুলো দেখা যাচ্ছে।ওপাশ থেকে একটা মেঘ ভেসে আসছে।যদিও অনিরুদ্ধরা যেখানে আছে সেটাও বাংলো ফাংলো কিছু না; হোম স্টে।
অনিদের হোম স্টে থেকে সামান্য দূরে আরেকটা হোম স্টে।সেটা একটু নীচের দিকে।সেখান থেকে উঠে আসছে একটি বছর পঁয়ত্রিশ বছরের যুবক।গলায় ক্যামেরা, চেক শার্ট, জিন্স।
দূরে একটা পাখির ছবি ঘ্যাচাং ঘ্যাচাং করে কয়েকটা শট মেরে তুলল।
--আপনারা কি কলকাতা থেকে? যুবকটি জিজ্ঞেস করল।মুখে সৌজন্যমূলক হাসি।
---হ্যা।আপনি?
--হ্যা আমরাও।
কয়েকদিন ধরে যুবকটিকে একা একা দেখছিল অনিরুদ্ধ।তাই ভেবেছিল নির্ঘাৎ একা।ফটোগ্রাফী-টাফি করে বোধ হয়।
--আসুন বসুন।চেয়ারটা টেনে দিল অনিরুদ্ধ।
যুবকটি বসে বলল---কদ্দিনের জন্য?
---যাতায়াতের দিন বাদ দিলে পনেরো দিন।তিনদিন কেটে গেছে।বাকি আর বারো দিন।বলেই অনিরুদ্ধ বলল--চা খাবেন?
---আছে? নাকি চামেলিজী কে বলতে হবে?
চামেলি শেরপা এই কাঠবাড়ি হোম স্টেগুলোর মালিক।বয়স্ক নেপালি মহিলা।ভারী কেয়ারেবল।
অনিরুদ্ধ বলল--না না।ফ্লাস্কে আছে।
দু'কাপ চা আনল অনিরুদ্ধ।বলল--আপনার সঙ্গে আর কে কে আছেন?
---আমার স্ত্রী মলি।
--ও আচ্ছা।আমি প্রথমে ভেবেছি আপনি বোধ হয় ব্যাচেলার।
হা হা হা করে হেসে উঠল যুবকটি বলল--সে সৌভাগ্য পাঁচ বছর আগে পেরিয়ে এসেছি।
---সৌভাগ্য বলছেন।আপনি আমার চেয়ে বয়সে ছোটই হবেন।মাত্র পাঁচ বছরের দাম্পত্য জীবনেই টায়ার্ড? আর আমার ছেলেই এখন বারোতে পা দিল।
---ও, আপনার নাম..
---আমি অনিরুদ্ধ চক্রবর্তী।এসবিআই, পিও।আপনি?
---আমি অর্ক সান্যাল।আইটিতে আছি।সল্টলেক বাড়ী।আমার স্ত্রীও আইটিতে।
--ও আচ্ছা।চাকুরিজীবি দম্পতি।সে অর্থে আমার স্ত্রীও।প্রাথমিক শিক্ষিকা।
--আচ্ছা।কি সিমিলারিটিজ।আপনাদের ঠিক কলকাতার কোন জায়গায় বাড়ী?
---শেক্সপিয়ার সরনী।আমাদের কলকাতা শহরের পুরোনো বাড়ী।অনিরুদ্ধ সিগারেটের বাক্স থেকে সিগারেট বের করল--চলে?
---না থ্যাংক্স।
---আমি কিন্তু জানি আইটি ইঞ্জিনিয়াররা সাংঘাতিক স্মোকার হয়।
---ওঃ তাই।তবে আমি ব্যতিক্রম।তবে এই ঠান্ডায় ওটা কিন্তু চলে।বলেই হাসল অর্ক।
অনি নিজেও অফিস পার্টি থাকলে একটু আধটু খায়।এরকম ঠান্ডায় একটু খেলে সুজাতা নিশ্চই বাধা দেবে না।
---ওকে আমি আপনাকে তবে অনিরুদ্ধ দা বলতে পারি।
অনিরুদ্ধ ধোঁয়া ছেড়ে বলল--আপনার এজ কত?
---থার্টি সেভেন।
---ও আপনি আমার ওয়াইফের বয়সী।আমি ফর্টি টু।
সেদিনের পরিচয়ের পর অর্কদের সাথে অনিরুদ্ধদের জমে গেল।সুজাতা আর মলিরও খুব ভাব হল।তাদের মেয়েলি আড্ডার মাঝে অনি আর অর্কও প্রাণ খুলে আড্ডা দিতে পারত।
 
[HIDE]ভোর বেলা গাড়ী করে ভুটানের দিকে রওনা হল অনিরুদ্ধ অর্করা। [/HIDE][HIDE][/hide][HIDE][/hide]​
[HIDE]
ড্রাইভারের পাশে বসল অনিরুদ্ধ।পরের সিটে অর্ক আর অয়ন।শেষ সিটে সুজাতা আর মলি।
ভুটানের পার্বত্য অরণ্য যেন আরো সুন্দর হয়ে রয়েছে।বেশ ঠান্ডায় জমে যাবার মত অবস্থা।ঘন ঘন চা খাচ্ছে অনি।সুজাতা আর মলি অয়নকে নিয়ে দূরের বৌদ্ধগুম্ফাতে ঘুরে বেড়াচ্ছে।অর্ক ছবি তুলতে ব্যস্ত।
অর্কের স্ত্রী মলির দিক থেকে চোখ ফেরানো যায়না।অনিরুদ্ধ মাঝে মধ্যে না চাইলেও দেখে ফেলে।কথায় আছে পরস্ত্রী সবসময়ে সুন্দরী।অবশ্য তা নয়।মলি সত্যিই সুন্দরী।মলি একটা হলদে সালোয়ার পরেছে।তার ওপর লম্বা ওভার কোট।বয়স খুব বেশি হলে সাতাশ আঠাশ হবে।গায়ের রঙ সুজাতার মত ফর্সা নয়।বরং শ্যামলার দিকে।টানা টানা চোখ।উচ্চতা পাঁচ ফুট চার হবে।বাঙালি মেয়ে হিসেবে লম্বা বলা চলে।অর্কও লম্বা।মানিয়েছে দুজনকে।মলির টানটান শিথিলতা হীন চেহারা, উদ্ধত বুক যেকোনো পুরুষকে আকর্ষন করবেই।
সেক্ষেত্রে সুজাতা যেন কেমন মলিন।মলির সাথে সুজাতার কোনো তুলনা চলে না।সুজাতার গায়ের রঙ তীব্র ফর্সা হলেও।কেমন যেন স্যাঁতস্যাঁতে।ছোটখাটো চেহারা।অনির মাঝারি উচ্চতার পাশেও সুজাতাকে ছোট দেখায়।ছিপছিপে শুটকির মত রোগাটে ধরনের।সুজাতার স্তনে শিথিলতা এসছে।অর্ককে আড়াই বছর পর্য্ন্ত ব্রেস্ট ফিড করিয়েছে।মলির মত পুষ্ট বা বড় নয়।বরং মাঝারি ধরনের। লাস্যময়ী মলির পাশে এক বাচ্চার মা দিদিমনিসুলভ চশমা চোখা ফ্যাকাসে ফর্সা সুজাতা কোনো দিন আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে পারবে না।
সুজাতার পরণে ঘিয়ে রঙের শাড়ি, আর উলের কালো সোয়েটার।মলির ওভার কোটের উপর দিয়ে যে পুষ্ট বুকের আকার বোঝা যায় সুজাতার বাচ্চা খাওয়ানো মাঝারি স্তন সোয়েটারের আড়ালে হারিয়ে গেছে।
অয়নের ডাকে হুশ ফিরল অনিরূদ্ধের।
---বাবা, বাবা ওই দেখ একটা কি অদ্ভুত পাখি।
সত্যি একটা নাম না জানা বড় লেজ ঝোলা পাখি বসে আছে।কোনো পাহাড়ী পাখি হবে হয়ত।অর্ক দেখতে পেয়ে ঝপাৎ করে ছবি তুলে নিল দু-চারটে।পাখিটা বোধ হয় খেয়াল করতে পারল।ঝপ করে উড়ে গেল।
গাড়ীর ড্রাইভার তামাং রাস্তার ওপাশ থেকে চেঁচিয়ে বলল---ভাই সাহাব, ফুল সিলিং হোকার নিকলায়েঙ্গে।রাস্তেপে ফরেস্ট পড়েঙ্গে।বহুত বার্ড মিলেগা।
নেপালি ড্রাইভাররা ইংরেজিতে অনেক কথা বলতে পারে।তামাংও সেরকম।
বলতে বলতেই সুজাতা আর মলি এগিয়ে এলো।অর্ক বলল---চলো চা খাওয়া যাক।
রাস্তা ক্রস করে চায়ের দোকানে ঢুকল সবাই।সামনে দু-তিনজন ট্রাক ড্রাইভার বসে গল্প করছে।একটি নেপালি মেয়ে চা সার্ভ করছে।
অর্ককে দেখে একটি পাঞ্জাবি ট্রাক ড্রাইভার পরিষ্কার অথচ হিন্দি টানে বাংলায় বলল--কি বাঙালি বাবু? কেমোন লাগছে ইস পাহাড়ী জায়গা?
অর্ক হেসে বলল--ভালো।আপনি এখানে সর্দারজী?
ট্রাক ড্রাইভারটি বলল--আজ রাতে ভুটান যাবো।ওপাশে কাঠ যাবে।
অনিরুদ্ধ বলল--তুমি তো দেখছি অর্ক এখানে অনেক লোকের সাথে ভাব জমিয়েছ।
---কে? এই সর্দার? শালা ভারী পাজি লোক।আমাদের পাশের কর্টেজে উঠেছে।কোথা থেকে মেয়েছেলে ধরে আনে।আর রাতে উল্লাস চলে।
---ট্রাক ড্রাইভাররা এরকমই।
---আরে অনি দা।এই লোকটা শালা খতরনাক লোক।এ অঞ্চলে বেশ লোকেদের সাথে খাতির আছে।কি বিচ্ছিরি লোক বাঞ্চোদ শালা...বয়স ষাটের ওপর।এখনো কি সাংঘাতিক লিবিডো।
অর্কের ভদ্র সভ্য মুখে রাগ আর গালাগালি শুনে হেসে উঠল অনিরুদ্ধ।বলল---পাঞ্জাবিদের লিবিডো বেশি বুঝলে।
কথাটা বলেই অনিরুদ্ধ খাটিয়াতে বসা সর্দারের দিকে তাকালো।একদৃষ্টে লোকটা মলির দিকে তাকিয়ে আছে।লোকটার মাথায় গেরুয়া রঙা পাগড়ী।গায়ে পাঠানি ফুলহাতা কুর্তা।তামাটে বর্ণের, মুখে সাদা দাড়ি গোঁফ।সুঠাম ছ ফুট চার-পাঁচ লম্বা হবে।ষাট বাষট্টি বয়সেও পেশীবহুল চেহারা।হাতে বালা।চওড়া কাঁধ।
মলিকে যেন পা থেকে মাথা পর্য্ন্ত জরিপ করছে সর্দার।আসলে মলির আকর্ষণীয়তার কাছে ভদ্র সভ্য অনিরুদ্ধ হোক কিংবা ট্রাক ড্রাইভার সর্দার সকলকেই দুর্বল হতে হয়।অনিরুদ্ধ গাড়িতে বসাবার সময় দেখেছে বাইশ তেইশ বছরের নিরীহ ড্রাইভার তামাংও মলির দিকে ফিরে ফিরে তাকায়।মনে মনে অনি ভাবল অর্কের হেব্বি চাপ।এমন সুন্দরী বউ থাকলে চাপ তো নিতেই হবে।
মলির ডাকেই চমকে গেল অনিরুদ্ধ।
---অনি দা, চা রেডি।
অনিরুদ্ধ এগিয়ে গেল।অর্ক তখন অয়নকে ক্যামেরার কাজকর্ম বোঝাচ্ছে।
********
আজ আবার মেঘলা।সকলের জন্য ফ্লাস্ক ভরে চামেলিজি চা দিয়ে গেল।সকলে হই হই করে পাইনের জঙ্গল ধরে উঁচুর দিকে উঠতে লাগল।অর্কর চেহারা পেটানো, উঠতে কোনো অসুবিধা হচ্ছে না।সুজাতার ছিপছিপে চেহারায় তো অসুবিধে হবার কথা নয়।অর্কর হাত ধরে অয়নও লাফিয়ে লাফিয়ে হাঁটছে।সুজাতা মাঝে মধ্যে অয়নকে সাবধান করে দিচ্ছে।সকলে অনেকদূর এগিয়ে গেছে।কেবল অনিরুদ্ধ পিছিয়ে পড়ছে।
সুজাতা প্রায়ই বলে একটুতো জগিং করতে পারো।ভীষন কিছু ভুঁড়ি যে অনিরূদ্ধের তা নয়।তবু দেহের ভার বিয়াল্লিশ বছর বয়সে বেড়েছে বৈকি, কমেনি।তারওপর সিগারেটের প্রভাব তো আছেই।
মলি দাঁড়িয়ে পড়ে বলল---অনি দা, পিছিয়ে পড়লেন যে।
মলির মধ্যে যে চার্ম আছে তাতে অনিরুদ্ধকে যেন শক্তি জোগালো।মলির কাছে হেলাফেলা হওয়া যাবে না মিঃ অনিরুদ্ধ চক্রবর্তী।কানের কাছে যেন কে বলল।
পাশাপাশি হাঁটছে মলি আর অনি।মলির গা থেকে একটা সুন্দর পারফিউমের গন্ধ আসছে।মলি আজ জিন্স আর কুর্তার ওপর ফুলস্লিপ জ্যাকেট পরেছে।পায়ে কেটস।মাথায় কান ঢাকা টুপি।
মলি বলল---অনি দা, এটা কি ফুল বলুন তো?
সুন্দর গোলাপি ছোট ছোট ফুল।একপাশে খাদের দিকে নেবে গেছে।
---নেবে?
--- না থাক।
অনিরুদ্ধ আলতো করে নেবে গেল।ডাঁটি সহ কয়েকগোছা ফুল তুলে আনলো।
---এই রে! অনি দা সাবধান।
কোনো রকমে উঠল অনিরুদ্ধ।পড়তে পড়তে বেঁচে গেছে।সামান্য হাত ছিঁড়েছে।রক্ত চুঁইয়ে যাচ্ছে।
---ইস! ফার্স্টএ্যাড বক্স নেওয়া উচিত ছিল।
---আরে না, থাক।
---না চলুন।আমরা নিচে যাই।
কার্যত জোর করে মলি অনিরুদ্ধকে নিচে নিয়ে গেল।
মলিদের কর্টেজটার পাশাপাশি আরেকটা কর্টেজ।সেদিনের সেই সর্দার ট্রাক ড্রাইভার বসে আছে।
ট্রাক ড্রাইভারটি মলিকে দেখেই বলল--ভাবিজি ঠান্ড কেমন আছে?
মলি মৃদু হেসে বলল--আপনি নিজেও তো বুঝতে পারছেন।
ষাটোর্ধ পারভার্ট শিখ ট্রাক ড্রাইভারটা বলে উঠল--আ যাইয়ে না।দোন মিলকে গর্মি উতরায়েঙ্গে।
সর্দারের অশ্লিল কথায় অনিরূদ্ধের মেজাজ খিচড়ে গেল।বলল---সর্দার ভাবিজি আপকা বেটিকি উমর কা হ্যায়।গর্মি নিকালনা হ্যায় তো আপনে বেটিকো বুলালাইয়ে।
লো-ক্লাস সর্দার তখনও নোংরা ভাবে বলল---অব বেটি তো হ্যায় হি নেহি।ইস লিয়ে ভাবিজিকো বেটি বানালেতে হ্যায়।
অনিরুদ্ধ ক্ষেপে গেল।মলি বলল---থাক না অনি দা।লো ক্লাস একটা ট্রাক ড্রাইভারের সাথে তর্ক করো কেন?
ট্রাক ড্রাইভার বোধ হয় মলির কথা শুনতে পেল না।বাংলায় বলল--বাঙালি বাবু গোস্বা করছেন কেন? তামাশা করছি ইয়ার।
মলিদের কর্টেজের ভেতর ঢুকতে মলি বলল--বসুন।
ওদের বেডে বসল অনিরুদ্ধ।বিছানার দিকে তাকিয়ে মনে হচ্ছিল এই বেডেই হয়তো কাল রাতে মলি আর অর্ক মিলিত হয়েছে।কল্পনায় মলিকে নগ্ন করে ফেলল অনিরুদ্ধ।মনে মনে ভাবল ইস তার মত ভদ্র লোক আর ওই সর্দার ট্রাক ড্রাইভারের কোনো পার্থক্য নেই।দুজনেই পারভার্ট।
মলি ততক্ষনে তুলোতে ওষুধ লাগিয়ে ক্ষতস্থানে প্রলেপ দিতে শুরু করেছে।অনিরুদ্ধ মলির অনেক কাছে।স্পষ্ট দেখতে পাচ্ছে মলির গায়ের জ্যাকেটের চেন বুকের কাছে অনেকটা নেমে এসেছে।বুকের কাছে সালোয়ারের কাটা অংশে স্তনবিভাজিকা স্পষ্ট।পুষ্ট স্তনের ওপর ছোট্ট লকেটটায় 'A' লেখা।কিছুক্ষনের জন্য অনিরূদ্ধের মনে হচ্ছিল ওটা তার নামের প্রথম অক্ষর।যদিও ওটা যে অর্কের সৌজন্যে ভালবাসার প্রতীক তা বিলক্ষণ জানে অনি।
---কি হল তোমরা এতক্ষণ কোথায় ছিলে? সুজাতা জিজ্ঞেস করল।
অনিরুদ্ধ কিছু বলবার আগেই মলি বলল--দেখো না সুজাতা দি অনি দা আমার জন্য ফুল তুলতে গিয়ে কি অবস্থা হল।
সুজাতা অনিরূদ্ধের ব্যান্ডেড লাগানো অংশের দিকে তাকিয়ে বলল--- একি! কি করে?
---আরে অমন কিছু না।সামান্য।
অর্ক হেসে ঠাট্টা করে বলল---সুজাতা দি, দেখছেন আপনার অনিরুদ্ধ বাবু কিন্তু লুকিয়ে লুকিয়ে প্রেম করছেন।
অনিরূদ্ধ হেসে বলল---তোমার সুন্দরী বউয়ের সাথে প্রেম করতে গেলে তোমার পারমিশন নিতে হবে দেখছি।
---সে নাহলেও চলবে।মলির অনুমতি হলেই চলবে।
সকলের রসিকতা চলতে থাকল।সুজাতা অবশ্য এসব মাথায় নেয়না অনিরুদ্ধ জানে।তবু তার মনে হচ্ছিল ইস সুজাতাকে লুকিয়ে সত্যিই সে মলির প্রেমে পড়ে গেছে।
ওরা যখন ফিরল দুপুর তিনটে।অয়ন আর অর্ক ফুটবল টা নিয়ে বেদম খেলছে।সুজাতা খাবার টেবিলে খাবার সাজাচ্ছে।মলি হেল্প করছে।
সর্দার এসে পৌঁছল।এই শীতেও খালি গা।তামাটে বুকে সাদা কাঁচাপাকা চুল।লম্বা মজবুত সাড়ে ছ ফিটের এই পাঞ্জাবি লোকটাকে দেখলে দৈত্যও বলা চলে।ট্রাক চালিয়ে চালিয়ে হাতের পাঞ্জাগুলোও বিশাল।ইচ্ছে করেই যেন সর্দার খালি গা।যেন সে তার পেশী প্রদর্শন করছে।
মলির দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করে সর্দার বলল---বাঙালি বাবুরা কিতনা দিন থাকবেন।অর্ক তার দিকে না তাকিয়েই বলল--সর্দার তুমি কদ্দিন আছো?
---আমি কাঠ লোড-আনলোড হবে যদ্দিন।সে এক মাহিনা ধরো।
---তারপর কি সোজা পাঞ্জাব?
---না, কলকাত্তা।ওখানে আমার থাকবার জায়গা আছে।
----ও আপনি তাহলে বাঙালি পাঞ্জাবি?
---সে বোলতে পারেন।
---কয় ছেলে-মেয়ে আপনার?
---শাদি করেছিলাম।বিবি বাঁজ ছিল।এখন পাঞ্জাবে থাকে।নির্দ্ধিধায় বলল সর্দার।
---ও তাই বুঝি আপনার রাত রঙিন হয়?অর্কও পাল্টা জিজ্ঞেস করল।
সর্দার একবার মলি আর সুজাতার তার থেকে দূরত্ব মেপে নিল চোখ দিয়ে।তারপর বলল----নেপালি রেন্ডি চুদে কি মজা আছে?
অনিরুদ্ধ মনে মনে ভাবল এই লোকটার সাথে অর্কের এত কথা বলার কি দরকার আছে।অর্ক সেদিনতো এই সর্দার সম্পর্কে বাজে কথা বলেছিল।
সর্দার চলে যেতে অর্ককে অনিরুদ্ধ বলল---এই ড্রাইভারটার সাথে এত কথা বলো কেন?
অর্ক হেসে বলল--লোকটা ভারী মজার বুঝলে অনি দা।এ বয়সে প্রচন্ড লিবিডো।কোত্থেকে নেপালি মেয়ে নিয়ে আসে।।ওই তামাং ওর কাছে শুনলাম ও নাকি এখানকার নেপালি মজদুর মেয়েগুলোকে পয়সা দিয়ে পটিয়েপাটিয়ে ভোগ করে।ওই ড্রাইভার মহলে নাকি চ্যালেঞ্জ হয়েছে একটা টুরিস্ট মহিলাকে নাকি পটাতে হবে।বেচারা ট্রাক ড্রাইভার এখন আদাজল খেয়ে লেগে পড়েছে।
অনিরুদ্ধ মনে মনে ভাবল তবে কি মলিই সর্দারের সেই টার্গেট! অর্ক কি বোঝে না।সর্দার কিভাবে খারাপ ইঙ্গিত করে মলিকে দেখে।
[/HIDE]
 
[HIDE]----- বাবা ওঠো।ন'টা বাজলো যে। [/HIDE][HIDE][/hide][HIDE][/hide]​
[HIDE]
অনিরূদ্ধের ঘুম দেরীতে ভাঙল।হাতের কাছে মোবাইলটা নেড়ে দেখল ন'টা পাঁচ।
---মা কোথায় রে?
---মা তো সকালে হাঁটতে বেরিয়েছে।মলি আন্টি অর্ক আংকেলরাও গেছে।
---ও তুই গেলি না?
--মা বলল তোমার কাছে থাকতে।
অনিরুদ্ধ ব্রাশ করে বেরুলো।ভারী ঝড়ো হাওয়া বইছে।অয়নকে অনি বলল রেডি হয়ে পড়।আমরাও বেড়াতে যাবো।
অয়ন কেমন অবাক হয়ে তাকালো।আজ এমনিতেই বাবার জন্য তার ঘুরতে যাওয়া হল না।
চটপট রেডি হয়ে পড়ল অয়ন।তামাং অদূরে খৈনি ডলছিল।বলল---সাহাব ভাবিও নে ঔর দুসরা সাহাব নে নিচে পাহাড়ীপে গ্যায়া হ্যায়।
সেইমত এগোতে থাকল অনি।অয়ন আগে আগে এগোচ্ছে।পাহাড়ের দুটো ধাপ ভেঙে নিচে নামতেই প্রায় তিরিশ মিনিট লেগে গেল।
মুখমুখি সর্দারের সাথে দেখা।ট্রাক দাঁড় করিয়ে গাড়ীর কাজ করাচ্ছে।হেল্পার ছেলেটা গাড়ীর তলায় ঢুকে কাজ করতে ব্যস্ত।সর্দারের গায়ে কেবল সেই ময়লা ধুসর কুর্তা।লোকটার কি ঠান্ডা ফান্ডা লাগেনা নাকি? অনিরুদ্ধ যখন ভাবছে তখনই সর্দার বলে উঠল---কি হে বাঙ্গালী বাবু? দের সে নিন্দ ভাঙল নাকি?
অনিরুদ্ধর ইচ্ছে করছিল না লোকটার সাথে কথা বলতে।তবু একপ্রকার বাধ্য হয়ে সীমিত জবাব দিয়ে বলল---হুম্ম।
--এখুনো গোস্বায় আছেন?দেখেন মেয়েছেলে দেখলে মর্দের জোশ বাড়ে।আমি লরি চালাই বহুত দূর তক।একটু তো হাওয়াস হবেই।
অনিরুদ্ধ কিছু না বলে এগোতে গেলেই সর্দার আবার গায়ে পড়া ভাব নিয়ে বলল--আমি নিচে যাবো।ভাবিজী, আপনার দোস্ত, দোস্তের গরম মাসুকা মানে পত্নী সব নিচে গেছে।উঠে আসেন।
সত্যি অনিরূদ্ধের আর হাঁটতে ভালো লাগছে না।তবু সে বলল---না, থাক।
সর্দার এবার প্রায় অনিরূদ্ধের গায়ের কাছে এসে পড়ল।লোকটা সত্যিই পালোয়ান গোছের।যেমন লম্বা, তেমন স্বাস্থ্যবান।বলল--নিচে কিতনা দূর হাঁটবেন।আমি তো একটু আগে আপনার লোকদের নিচে পৌঁছে দিয়েসছি।
অনিরুদ্ধ চমকে গেল।তারমানে অর্ক, মলি সুজাতারা এই সর্দারের ট্রাকে করে গেছে।অর্ক কি খুব বোকা।বুঝতে পারে না এই লোকটা তার স্ত্রীয়ের সাথে নোংরা ব্যবহার করেছিল?মলিও কি বলেনি অর্ককে?
অনিরূদ্ধের মনে হল এবার অর্ককে সব বলা দরকার।তা নাহলে মলি খুব বিপদে পড়তে পারে।এই সব গুন্ডা ট্রাক ড্রাইভাররা মলির সাথে যা কিছু করতে পারে।
অয়নকে নিয়ে পাহাড় ভেঙে নেমে এলো অনিরুদ্ধ।অয়ন মা বলে ডেকে উঠল।
দূর থেকে সুজাতাদের দেখা যাচ্ছে।অর্ক ঠিক ক্যামেরা নিয়ে ছবি তুলে যাচ্ছে।মলি আর সুজাতা আরেকটু দূরে দাঁড়িয়ে আছে।
ঠিক সেইসময় সর্দারের ট্রাক পাশ করে গেল।যাবার সময় সর্দার বলে গেল---আ রাহা হু বাঙ্গালী বাবু।
সন্ধ্যের সময় অর্ক এসে বলল---অনি দা আজ কিন্তু বেশ ঠান্ডা।
---আরে বোলো না।দেখেছ তোমার সুজাতা দি কেমন সোয়েটার শাল গায়ে কুঁকড়ে আছে।
সুজাতা চোখের চশমাটা খুলে মুছে পরে নিল।বলল---অর্ক আসলে তোমার অনি দা' কাল থেকে বায়না করছে।তুমি নাকি কিসব ছাইপাঁশ খাবার প্রস্তাব রেখেছ?
---ছাই পাশ বলছ কেন বৌদি? ব্র্যান্ডি তুমিও খেয়ে দেখতে পারো।এই ঠান্ডায় টিকতে গেলে একটু আধটু খেতে হবে।
---না, বাবা ওসব তোমরা খাও।আমি বরং....
অনিরুদ্ধ অনুমতি পেয়ে বলল--তুমি বরং চামেলি জী কে বলে একটু পকোড়া ভেজে আনো।
সুজাতা মৃদু হাসল--মলি চলো।
অর্ক লাফিয়ে উঠল।বলল---মলি কোথায় যাবে? ও তো একটু আধটু খায়।কি মলি খাবে তো?
মলি সুজাতার দিকে লাজুক চোখে তাকিয়ে বলল---সুজাতা দি আমি...আমি...
----বুঝেছি....বুঝেছি বলে হাসল সুজাতা।অনিরূদ্ধের দিকে তাকিয়ে বলল---আবার বেহেড মাতাল হয়ে যেও না।
অয়নকে নিয়ে সুজাতা চলে গেল।দূর থেকে নীচের দিকে মনেস্ট্রির আলো মেঘের মধ্যেও দেখা যাচ্ছে।অনিরুদ্ধ কানটা টুপিতে ভালো করে ঢেঁকে নিল।অর্ক তার কর্টেজে গেল বোতলটা আনতে।
মলি অনিরূদ্ধের মুখোমুখি বসে আছে।অনি বলল--মলি তোমাদের তো আর মাত্র হাতে তিনটে দিন।
---হ্যা অনি দা।আপনাদের?
---এখনো ন'দিন বাকি।
---পুরো পুজোর মাসটা কাটিয়ে যাবে দেখছি।
--পারলে তোমরাও যেও।
---ইচ্ছে করছে জানেন তো অনি দা।কিন্তু এবারই তো আমাদের কলকাতার শেষ পুজো।
----কেন?
---ও ফ্রেঞ্চ স্কলার পেয়েছে।ওখানে সেটল হয়ে যাবো।
---মানে? আর তুমি? মানে তোমার কাজ?
---আমি না হয় চাকরী ছেড়ে দিলাম।
---সে কি? কেন? তুমি কেন চাকরী ছাড়বে?
মলি হেসে বলল--আপনি এমন বলছেন যেন আপনি চান আমি কলকাতায় থেকে যাই।
অনিরুদ্ধর মনে হল সে ধরা পড়ে গেছে।কথা এড়িয়ে বলল---আমি মনে করি মেয়েদের সাবলম্বী হওয়া উচিত।এই দেখো তোমার সুজাতা দি, প্রাইমারী স্কুলে পড়াচ্ছে বিয়ের আগে থেকেই।অয়ন জন্মাবার পর বলছিল চাকরী ছেড়ে দেবে।আমি না করলাম।আজ দেখ ছেলে স্কুলে চলে গেলে, আমি অফিস চলে গেলে আর পাঁচটা বিবাহিত মেয়েদের মত ওর একা মনে হয়না।
অর্ক দুটো বোতল নিয়ে পৌঁছল।
অনিরুদ্ধ অবাক হয়ে বলল---এ যে হুইস্কি!
অর্ক বলল---শালা সর্দারের গলায় ঘা মারলাম।দুই বগলে দাবা করে কর্টেজে ঢুকছিল।একটা রাম আরেকটা হুইস্কি।বললাম--কি হে সর্দার আজ মনে হচ্ছে পার্টি হবে?
বলল---হামার তো প্রতিদিন পার্টি বাঙালি বাবু।
ব্র্যান্ড দেখেই বললাম---তাহলে চলো একসাথে বসা যাক।কি যেন ভাবল।তারপর কি বলল জানো অনিদা?
অনিরুদ্ধ জিজ্ঞেস করল----কি?
বলল---সে দুসরা বাঙ্গালী বাবু ভীষন গোস্বা করে।আমার মত ট্রাক ড্রাইভার কি আর তোমাদের সাথে দারু খেতে পারে।
অনিরুদ্ধ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল---তারপর তুমি কি করলে?
বললাম---তবে আপনি এতগুলো মাল নিয়ে কি করবেন?বরং বাঙ্গালী বাবুর রাগ গলাতে...
এতবড় তাগড়া লোকটা কেমন কাঁচুমাচু মুখে হে হে করে বলল---ইয়ে হুইস্কিটা লিয়ে যান।হামার রাম হি সহি।
সকলে হেসে উঠল।সুজাতা একটা প্লেটে পকোড়া ভেজে আনলো।
অনিরুদ্ধ বলল--সুজাতা তুমি না খাও।বসে গল্পতো করতে পারো।অয়ন কোথায়?
---ও শুয়ে শুয়ে তোমার ফোনে গেম খেলছে।
টি টেবিলের উপর অর্ক সব সাজিয়ে রাখল।এক পাশে মলি আর অর্ক বসেছে।অন্য পাশে সুজাতা আর অনিরুদ্ধ।
মলি জিজ্ঞেস করল---চারটে গ্লাস কেন?
অর্ক সুজাতার দিকে তাকিয়ে বলল---সুজাতা দি'র জন্য।
---এই না।আমি খাবো না।
---সুজাতা দি এই ঠান্ডা একটু আধটু খেলে জাত যাবে না।তাছাড়া এই আমরা কেউ তো আর মাতাল নই।মলি তো দু পেগের বেশি ছোঁবে না।
মলিও বলল---সুজাতা দি আজকের দিনটাকে সেলিব্রেট করতে একটু খাও না?
কার্যত জোর করে সুজাতার হাতে অর্ক গ্লাস ধরিয়ে দিল।প্রথম চিয়ার্স করে চুমুক দিল অনিরুদ্ধ।
---অনি দা আমরা কিন্তু ডিসেম্বরে ফ্রান্স চলে যাচ্ছি।তাই কলকাতা গেলে নভেম্বরে একবার আমাদের ফ্ল্যাটে আসুন।
---হ্যা মলির কাছে শুনলাম।বায় দ্য ওয়ে সাক্ষাৎ যদি করতে হয় আমার বাড়ীতেই এসো।
---আচ্ছা হোক আপনার বাড়ীতে।সুজাতা দি'র হাতের রান্না খাবো।মলি তো আর ভালোমন্দ রান্না করে খাওয়ালো না।
মলি অর্ককে কুনুইয়ের গুঁতো মেরে বলল---বারে তোমাকে যে গত অ্যানিভার্সারিতে চাইনিজ রেঁধে খাওয়ালাম।
-----সে তো এক বছর আগের কথা।আবার অ্যানিভার্সারি এসে পড়ল।
খুনসুটির মাঝে কথাবার্তা চলতে থাকল।অর্ক দ্বিতীয় পেগ সাজতে ব্যস্ত হয়ে পড়ল।
মলি বলল---একি! সুজাতা দি? তোমার যে এক পেগই শেষ হল না।
সুজাতা নাক টিপে খেয়ে নিল।
মুখ প্যাঁচিয়ে বলল----ধ্যাৎ কি বাজে খেতে।আর খাবো না।
---আঃ সুজাতা দি আর এক পেগ।মলি এপ্রোচ করল।
দ্বিতীয় পেগ খাওয়ার পর।মলি অর্ককে বলল--এই আমার জন্য আরেকটা।
অর্ক অনিরূদ্ধের দিকে চোখ মেরে বলল---জল কম?
---দাও তো।যেমন খুশি।মেয়ে বলে কি পিছিয়ে থাকব।এ ব্যাপারে অনি দা কিন্তু খুব সাপোর্টিভ।
সুজাতা এতক্ষনে বলল---তোমার অনি দা সব ব্যাপারেই সাপোর্টিভ।এই যে আমাকে জোর করে মদ গেলালো।
মলি হেসে হাল্কা নেশাগ্রস্ত হয়ে বলল---আরে সুজাতা দি, আমার স্বামীটিও কম না।হানিমুনে জোর করে গিলিয়ে ছিল।
তিন নম্বর পেগটা সকলেই খেল।সুজাতা এবার বলল---আমার কিন্তু মাথা ধরছে।আমি আর খাবো না।
----ওকে ওকে অর্ক সাপোর্ট করে বলল।
চারনম্বর পেগটা বানাতে গিয়েই অর্ক বলল---এই রে সর্দারকে বলেছিলাম পকোড়া ভাজা খাওয়াবো।বেচারার হুইস্কি ঝেড়ে আনলাম।
অনিরুদ্ধ বলল---এখনো তো বেশ আছে একটা আলাদা প্লেটে করে দিয়েলে হয়।
অর্ক মলিকে বলল---এই মলি যাও না।সর্দারকে দিয়েসো।
অনিরূদ্ধের যেন মনে পড়ে গেল সর্দারের অভিসন্ধি।মলি এখন ড্রাঙ্ক।সর্দার যদি এই সুযোগে মলির সাথে খারাপ কিছু করে।সঙ্গে সঙ্গে অনিরুদ্ধ বলল----না! না! মলি কেন যাবে? এই সুজাতা তুমি তো আর খাবে না।যাও না সর্দারের ঘরে পকোড়া ভাজা দিয়েস।
সুজাতা চলে গেল।মলি অর্কের গলা জড়িয়ে বলল---অর্ক সোনা একটা গান গাও না।
অনিরুদ্ধ ধরা গলায় বলল---অর্ক গান গায় নাকি?
---গায় মানে? ওর রবীন্দ্রসঙ্গীতে ডিগ্রি আছে।
---একি অর্ক? তুমি তো অনেক গুনী হে।আইটি ইঞ্জিনিয়ার, সঙ্গীত পারদর্শী, ফটোগ্রাফার।এজন্যই তো মলি তোমাকে চুজ করেছে।
শেষ কথাটা বোধ আটকে থেকে গেল গলায়।
অর্ক বলল---অনি দা, সেসব অনেক আগে।মাঝে মাঝে মলি জোর করলে গেয়ে থাকি।
---তা গাও না।
অর্ক গান ধরল---যেতে যেতে একলা পথে....
রাত বাড়তে বাড়তে নেশাও বাড়তে থাকল।একটা সময় শেষ হল।ঘড়িতে তখন ক'টা বাজে খেয়াল নেই অনিরূদ্ধের।
***********************
দেরী করে ঘুম ভাঙল অনির।কাল রাতের হ্যাং ওভার এখনো নামেনি।পাশ ফিরে দেখল সুজাতা তখনও ঘুমোচ্ছে।অয়ন বিরক্তিকর শব্দ করে মোবাইলটা নিয়ে গেম খেলছে।
[/HIDE]
 
[HIDE]মনে মনে হাসল অনিরুদ্ধ।কাল সুজাতাকে জোর করে তারা ড্রিংক করতে বাধ্য করল।খুব সকালে ওঠায় অভ্যস্ত বেচারা এখনো হ্যাং ওভার কাটাতে পারেনি। [/HIDE][HIDE][/hide][HIDE][/hide]​
[HIDE]
ব্রাশ করে ট্রাউজারের ওপর ওভার কোটটা পরে সোজা চামেলিজীর কেবিনে চলে এলো অনি।চা আর টোস্ট রেডি করে সুজাতাকে জাগালো।
বিধস্ত অবস্থায় উঠল সুজাতা।
--- কি হল বেশ টায়ার্ড মনে হচ্ছে যে?
কিছুক্ষণ নীরবে বসে থাকার পর সুজাতা সোজা বাথরুমে চলে গেল।
এমনিতেই স্নানে বেশি সময় লাগে সুজাতার।আজ আরেকটু বেশি সময় নিল।ততক্ষণে অর্ক এসে গেছে।
----আরে অনিদা যাবেন নাকি?
---কোথায়?
---ওই ফরেস্ট এরিয়ায়।তামাং কে বলেছি গাড়ী বের করতে।
অনিরুদ্ধ বলল---সুজাতা যাবে নাকি?
বাথরুম থেকে সুজাতা বলল---তোমরা যাও।আমার ভালো লাগছে না।
অনিরুদ্ধ অর্ককে বলল---বেচারা কালকের ঘটনার জন্য রেগে আছে।
অর্ক বলল---তাহলে সুজাতা দি কে আজকে ডিস্টার্ব করার দরকার নেই।চলুন ঘুরে আসি।কি অয়ন রেডি হয়ে পড়।
অয়ন আনন্দে বলল---আংকেল আজ কিন্তু আমি ছবি তুলব।
ফরেস্ট লাগোয়া একটা নেপালিদের সুন্দর গাঁ।তার ধাপে ধাপে রঙ বেরংয়ের বাড়ী।
অয়ন জোর ধরল ছবি তুলবে বলে।অনিরুদ্ধ ছেলেকে বকল---এত দামী ক্যামেরা তুই সামলাতে পারবিনা।
অয়নের গোসা হল।অনি জানে সুজাতা থাকলে অয়ন এত জেদ করত না।অয়ন মাকেই ভয় পায়।
মলি বলল---দাও না ওকে ক্যামেরাটা।একটা-দুটো ছবি তুলুক।
অর্ক অয়নের হাতে ক্যামেরা দিয়ে বলল---লেসটা গলায় ঝুলিয়ে নে।আর লেন্সটা সাবধানে।
অয়ন মাথা নাড়ল।
ফিরতে ফিরতে সন্ধ্যে হল অনিরুদ্ধদের।ছেলেকে নিয়ে কর্টেজে ফিরল অনি।দরজা বন্ধ ভেতর থেকে।নক করতে আড়মোড়া ভেঙে উঠে এলো সুজাতা।ঘুমন্ত চোখে চশমাটা পরে নিল।
বলল--- কেমন ঘুরলে?
---তুমি গেলে না।গেলে ভালো হত।
অয়ন বলল---মা আমি আজ অর্ক আঙ্কেলের ক্যামেরায় অনেক ছবি তুলেছি।
---এই হল তোমার ছেলের কারবার।লোকের এত দামী ক্যামেরা ভেঙে গেলে?
এমনি সময় হলে সুজাতা অয়নকে বকাবকি করত।বোঝাই যাচ্ছে সুজাতার শরীর ভালো নেই।
অনিরুদ্ধ বলল---সুজাতা শরীর খারাপ নাকি?
---ওই একটু, গা গুলোচ্ছিল।
**********
আজ দুপুরে অর্ক-মলির যাবার পালা।যাবার সময় ওরা দার্জিলিং হয়ে যাবে।তামাং গাড়ী রেডি করে দাঁড়িয়ে আছে।
সুজাতা ওদের জন্য কিছু খাবার বানিয়ে দিয়েছে।মলি বলল---দারুন কাটল এই কয়েকটা দিন।
সুজাতা বলল---বিদেশ যাবার আগে আমাদের বাড়ীতে একবার এসো কিন্তু।
মলি আর সুজাতা হাগ করল।গাড়ী ছেড়ে দিল; অর্করা তখনও হাত নেড়ে যাচ্ছে।অনিরুদ্ধ ভাবছে মলির পাশে থাকতে পারার স্বল্প সময় যেন তার একধাক্কায় বয়স কমিয়ে দিল।
বিকেল বেলা কাঠ বাড়ীর বারান্দায় বসে বই পড়ছিল অনিরুদ্ধ।ট্রাকের হর্ণে চমকে উঠল।পাহাড়ী রাস্তার ধারে সর্দার ট্রাক থেকে নামল।লোকটার সেই একই পোশাক।ময়লাটে ধুসর কুর্তা।কোনো কালে হয়ত তার রঙ সাদা ছিল।সেই গেরুয়া পাগড়ী।লম্বা চওড়া লোক বলেই বোধ হয় এত ঠান্ডাতেও এমন পোষাকে থাকতে পারে।
সুজাতা এসে বলল--বসে আছো? এদিকে সন্ধ্যে হচ্ছে।পারলে কিছু স্ন্যাক্স আর বিস্কুট আনতে পারতে।কাল ভোরে তো আবার ন্যাওড়াভ্যালি ফরেস্ট যাওয়ার কথা।
অলসতার সাথে অনিরুদ্ধ বলে উঠল---এখন? এই পাহাড়ী রাস্তা ধরে এদ্দুর গিয়ে ফিরে আসতেই তো এক ঘন্টার কাছাকাছি লেগে যাবে।
সুজাতা জানে অনির আলস্য আছে।তাই জোর করে বলল--যাও যাও।এতে মেদ কমবে।
অয়নকে বকুনি দিল সুজাতা।বলল---খালি গেম নারে? বেড়াতে এসেও? পারিস তো বাবার সাথে ঘুরে আয়।
অয়নকে নিয়ে নীচের দিকে চলল অনিরুদ্ধ।নিচে নামতে তেমন কষ্ট নেই।কষ্ট কেবল উপরে উঠতে।তাই বেশ মজার সঙ্গেই ছেলের সাথে গল্প করতে করতে নেমে গেল।
স্ন্যাক্স, বিস্কুট, চিপস, চকোলেট কিনে ছেলেকে নিয়ে আবার রওনা দিল অনিরুদ্ধ।সন্ধ্যে নেমে গেছে।এসময় ভীষন ছমছমে হয়ে যায় পাহাড়ী রাস্তা।
উঠতে কষ্ট হচ্ছে।অয়ন এগিয়ে যাচ্ছে।অনিরুদ্ধ ছেলেকে বকছে--এই দাঁড়া।অন্ধকার দেখছিস না।
মিনিট চল্লিশ লাগল হোমস্টেতে পৌঁছতে।হোম স্টের দরজায় তালা দেওয়া।সুজাতা গেল কোথায়।অনিরুদ্ধ ফোন করল সুজাতার মোবাইলে।
---এসে গেছো?যাচ্ছি।
কেবিনের দিক থেকে হন্তদন্ত হয়ে এগিয়ে এলো সুজাতা।ফ্লাস্কে গরম চা ভরে এনেছে।
চাবি দিয়ে দরজা খুলেই সুজাতা গায়ের সোয়েটার খুলে সোজা টয়লেটে চলে গেল।
মিনিট পাঁচেক পর বেরিয়ে এলো।
---উফঃ ভারী ক্ষিদে পেয়েছে ডার্লিং।অনিরুদ্ধ বলল।
সুজাতা স্ন্যাক্স আর চা রেডি করে আনল।
পরদিন ওরা বেরোল ন্যাওড়াভ্যালি ফরেস্ট।অনিরুদ্ধ গিয়েই দেখল আবার সেই পাহাড়ে ওঠা।মনে মনে ভাবল বাড়ী যখন ফিরবে ভুঁড়ি আর থাকবে না।
সেখান থেকে ফিরবার সময় ওরা সেই নেপালি মেয়েটির চায়ের দোকানে ঢুকল।নেপালি মেয়েটি বোধ হয় চিনতে পারল।হেসে বলল--দুসরা সাহাব নেহি আয়া?
অনিরুদ্ধ ও বিনিময়ে হেসে বলল--ও চলা গ্যায়া।
মেয়েটি তখন অন্য একটি লোককে আস্তে আস্তে বলল---সর্দার হার গ্যায়া।
লোকটি তখন কি বলল অনিরুদ্ধ বুঝতে পারল না।
অনি এটুকু বুঝতে পারছিল মলিকে নিয়ে যে নোংরা চ্যালেঞ্জ করেছিল সর্দার তাতে সে হেরে গেছে।
পরের দিনও তামাংকে বলা ছিল বেড়াতে নিয়ে যাবার কথা।সুজাতা বলল---সে খুব টায়ার্ড।
বাধ্য হয়ে অয়নকে নিয়ে সকাল সকাল সূর্যদয় দেখতে বেরোল অনিরুদ্ধ।তামাং এর ড্রাইভিং এর হাত দুরন্ত।একটা দুর্দান্ত সানসেট পয়েন্টে নিয়ে এলো সে।
দশটার সময় যখন অনিরা ফিরল তখন হাল্কা রোদ বেরিয়েছে।ক্ষিদেতে চোঁ চোঁ করছে পেট।কর্টেজে না ফিরে অনিরুদ্ধ সোজা চামেলিজির কেবিনে গিয়ে ব্রেকফাস্টের অর্ডার দিল।
অনিরুদ্ধ সুজাতাকে ফোন করল।একটু দেরিতেই ফোনটা ধরল সুজাতা।
---আমরা এসে গেছি।কেবিনে চলে এসো।ব্রেকফাস্ট রেডি।
---ওঃ এসে গেছ।যাই দাঁড়াও।
একটুখানি পর ঘেমে নেয়ে ফিরল সুজাতা।সুজাতার পরনে সবুজ সিল্কের শাড়ি, ঘিয়ে রঙা ব্লাউজে চৌকো চৌকো আঁকা।গলায় আর কপালে বিন্দু ঘাম।তার পাতলা ছোটখাটো চেহারায় সরু সোনার চেনটা গলার ঘামে সেঁধিয়ে আছে।আজ কম ঠান্ডা হলেও ঘেমে যাবার মত নয়।
অনিরুদ্ধ বলল---কি ব্যাপার সুজাতা ঘামছো কেন? জ্বর নাকি?
কয়েকদিন ধরেই সুজাতা বলছিল শরীরটা ভালো যাচ্ছে না।
সুজাতা সোজা বেসিনে জলের ঝাপটা চোখে মুখে দিয়ে বলল---একটু গা গরম আছে।চিন্তা করার কিছু নেই।পিসিএম খেয়েছি।
ওরা যখন খেতে শুরু করল সর্দারও কেবিনে এলো।ভারী গলায় বলল---চামেলি বেহেন?
---আরে সর্দার জী ইতনা দের কিউ লাগা দি।রোটি কব সে রেডি হ্যায়।
সর্দারের খালি গা।সেই বুকে সাদা লোমশ চওড়া তামাটে দেহ।এতটা লম্বা যে কেবিনে ঢুকতে ধেপে ঢুকতে হয়।
সর্দার একবার অনিরুদ্ধকে দেখল।বলল---বাঙ্গালীবাবু অব বাঙ্গালী লোক এ টোস্ট কেন খান? হামার মত রোটি খান।জোর বাড়বে।
বলেই সর্দার তার পালোয়ানি মাসলস ফুলিয়ে দেখালো।
অনিরুদ্ধ হেসে বলল---সর্দার জী আপনার বয়স কত হল?
----এই বাষট হবে।
---এ বয়সেও এমন স্বাস্থ্য? সেটা কি রুটি খেয়ে? ঠাট্টা করে অনিরুদ্ধ বলল।
সর্দার হা হা করে হাসল।মুখে রুটি ছিঁড়ে নিয়ে বলল---হামি মাংস, মছলি খাই না।দুধ, ঘি, মাক্ষন,দহি অউর রোটি।
----তারমানে আপনি নিরামিষাশী?
---হাঁ।লেকিন অউর এক চিজ পসন্দ আছে?
---কি?
সর্দার সুজাতার দিকে তাকিয়ে বলল---ভাবিজী আছে।বলা যাবে না।
অনিরুদ্ধ হাসল।সে জানে সর্দার দারুর কথা বলছে।
**********
ভোরে ঘুম থেকে উঠল অনিরুদ্ধ।অয়ন পাশে ঘুমোচ্ছে।সুজাতা নেই।নিশ্চই হাঁটতে বেরিয়েছে।অনিরুদ্ধ জ্যাকেট, সোয়েটার টুপি, কেটস পরে রেডি হয়ে পড়ল।ভাবল একবার অয়নকে ডেকে তুলবে।তারপর ভাবল না থাক।ঘুমোচ্ছে ঘুমোক।
পাহাড়ের রাস্তা ধরে পাইনের জঙ্গল।রাস্তাটা বেশ নিঃঝুম।এখান থেকে লোকালয় যে সেই দুটো ধাপ নিচে।প্রায় একঘন্টার পথ।
একটা বড় কাঠবিড়ালি চলে গেল।অর্ক থাকলে নিশ্চই ছবি তুলত।উল্টো দিকের একটা সরু রাস্তা ধরে কেউ নেমে আসছে।
লম্বা চওড়া পাগড়ীওয়ালা এই লোকটাকে যে কেউ সহজে চিনতে পারবে।
---এই যে সর্দার? কোথায় গেছিলেন?
আজ সর্দারের পরনে একটা নীল পলিথিনের জ্যাকেট।তার গায়ে মেঘ আর শিশিরের জল ভিজিয়ে দিয়েছে।
সর্দার যেন একটু চমকে গেল।তারপর বলল---আরে বাঙ্গালী বাবু? ওই জারা হাঁটতে নিকলেছিলাম।আপনি কি যাচ্ছেন?
---হ্যা।আপনি কি প্রতিদিন যান নাকি?
---নেহি।কভি কভি।
সর্দার ঝটপট চলে গেল।
অনিরুদ্ধ প্রকৃতির শোভা নিতে নিতে পৌঁছে গেল।
---আরে!সুজাতা?
পাইনের ঝোপের উল্টো দিক থেকে একটা রাস্তা পাহাড়ের ঢাল বেয়ে উঠে গেছে।সুজাতা ওই দিক থেকেই আসছে।
সুজাতার পরনে বাদামী সোয়েটার। শাড়ির রঙ গোলাপি, ব্লাউজও গোলাপি।কাছে আসতেই অনির নজর পড়ল কাঁধের পাশে সোয়েটারটা সরে গেছে। ব্রায়ের একটা স্ট্র্যাপ বেরিয়ে আছে।সুজাতার মত পাতলা, ছোটখাটো চেহারার মহিলার বুক তেমন আকৃষ্ট জনক বড় নয়।বরং ঝুলেছে ঈষৎ।অয়ন আড়াই-তিন বছর পর্য্ন্ত চুষেই এই হাল করেছে।তাই এভাবে ব্রেসিয়ারের লেস বেরিয়ে আসা স্বাভাবিক ভাবল অনিরুদ্ধ।তবু ছিপছিপে ছোটখাটো সুজাতার মুখে একটা শ্রী আছে।চশমা চোখা হলেও তেমন বেমানান লাগে না।এই শ্রী দেখেই অনিরুদ্ধ সুজাতাকে বিয়ে করবার জন্য বাড়ীতে মত দিয়েছিল।সাঁইত্রিশ বয়সটা কম হল না।সুজাতার গায়ের স্যাঁতস্যাঁতে ফর্সা রঙটা ঠান্ডার দেশে এসে যেন আরো ফ্যাকাশে হয়ে গেছে।
----আরে তুমি? সুজাতা ভিরমি খেয়ে গেল আচমকা অনিরুদ্ধ সামনে এসে পড়ায়।
অনিরুদ্ধ হেসে বলল--- এত সকালে একা একা হাঁটতে বেরোলে আমাকে ডাকতে তো পারতে?
----তুমি যা নাক ডাকছিলে! ভাবলাম একা যাওয়াই ভালো।
অনিরুদ্ধ বলল---চলো তবে ওপরে যাই।একটু গল্প করব।
---অয়ন একা আছে যে।উঠে পড়লেই কাউকে না দেখতে পেলে আবার বল নিয়ে বেরিয়ে পড়বে।
অনিরুদ্ধ জানে অয়ন এতক্ষনে নিশ্চই বেদম ফুটবল খেলছে একা একা।আর ওই খাদের পাশটা বড় বিপজ্জনক।
সুজাতা যাবার পর অনিরুদ্ধ একটা পাথরের উপর বসে পড়ল।সিগারেট ধরালো।সুজাতা যেদিকটা দিয়ে এলো সেদিকটা অনিরুদ্ধ কখনো যায়নি।এক পা এক পা করে এগিয়ে গেল।
একটা ইটের পুরোনো ঘর।সে অর্থে ঘর বলা যদিও যায় না।এক কামরা ঘরের সাইজটা অতন্ত্য ছোট।এতই ছোট যে অনিরুদ্ধ প্রথমে শৌচাগার ভেবেছিল।পরে ভাবল এখানে শৌচাগার কে বানাবে? কেন বানাবে?
কাঠের দরজাটা বাইর থেকে শেকল দেওয়া।অনিরুদ্ধ কি ভেবে শেকলটা খুলে দিল।পেছন দিকে একটা জানলা আছে।আলো আসছে।ঘরটা একে বারে ফাঁকা।
সিগারেটটা ফেলতে গিয়ে চমকে গেল অনিরুদ্ধ! এ বাড়ীতে আসলে কি হয় বুঝতে পারলো অনি।মেঝেতে একটা কন্ডোম পড়ে রয়েছে।
অনিরুদ্ধর হঠাৎ মনে হল এই কন্ডোমটা বেশি দিনের পুরোনো না।বরং তার সিক্ততা দেখে মনে হচ্ছে একটু আগেই কেউ ব্যবহার করেছে।তাতে গাঢ় বীর্য লেগে আছে যা মেঝেতে গড়িয়ে পড়েছে।নূন্যতম একঘন্টা আগে হলেও এমন তাজা বীর্য থাকত না।
সেখান থেকে বেরিয়ে এলো অনির্বাণ।একটা খুঁত খুঁত করছে।একা একা সুজাতা এদিকে কেন এসেছিল? নিছকই কি বেড়াতে? পরক্ষণে অনিরুদ্ধ ভাবল সুজাতাকে সন্দেহ করছে কি সে? কিন্তু কেন? সুজাতার সাথে তার বিবাহের তেরো-চৌদ্দ বছরের সম্পর্কে কখনোই সুজাতার মধ্যে এমন কিছু থাকতে পারে অনিরুদ্ধ কেন কেউই বিশ্বাস করবে না।অনি মনে মনে বলল--ধ্যাৎ কিসব ভাবছি।হয়তো স্থানীয় কোনো যুগল এসেছিল।
পরদিন সকাল সকাল রেডি হয়ে পড়ল সকলে।গাড়ী ছেড়ে দিল এনজিপি স্টেশনের উদ্দেশ্যে।সুজাতা ব্যাগ পত্তর সামলে আরাম করে বসে পড়ে বলল---যা ধকল গেল এ কদিন।
অনিরুদ্ধ বলল---ধকল তো আমার গেল।তোমরা তো তরতরিয়ে পাহাড়ে চড়।আর তোমার যা চেহারা বাতাস দিলে উড়িয়ে নিয়ে এভারেস্টে পৌঁছে দেওয়া যেত।
সুজাতা বলল---বারে আর তোমার ওই ভুঁড়ি কি তবে আমার বাতাসের যোগান দিত।
অয়ন বাবা-মায়ের কথায় হেসে বলল---অর্ক আংকেল আর মলি আন্টি থাকলে আরো মজা হত।
----হ্যা গো মলি নাকি বাঁজা?
---কে বলল তোমাকে?
----চামেলিজী।
----চামেলিজী জানবে কোত্থেকে?
----আরে ওদের ঝগড়া হচ্ছিল চামেলিজী শুনেছে।
অনিরুদ্ধ যেন কথাটা বিশ্বাস করতে পারছেনা।মলির মত পূর্ন পুষ্ট শরীরের মেয়ে বাঁজা হতে পারে! এটা অনির পক্ষে মেনে নেওয়া কঠিন।
[/HIDE]
 
[HIDE]দেওয়ালির দিন অর্ক আর মলি হাজির হল।সঙ্গে একাধিক বাজী নিয়ে।অয়ন অর্ক আংকেল আর মলি আন্টির আগমনে আত্মহারা।[/HIDE][HIDE][/hide]​
[HIDE]
অনিরুদ্ধদের বাড়িটা বেশ সেকেলে।অনিরুদ্ধর বাবা অর্ধেন্দু ভুষন চক্রবর্তী ডাক্তার ছিলেন।তিনিই বাড়িটা বানান।নাই নাই করে পঁয়ত্রিশ বছর তো হবেই বাড়িটা।বাড়ীর একতলায় আগে একটি ভাড়াটে পরিবার ছিল।এখন ফাঁকা।ওপর তলায় অনিরুদ্ধরা থাকে।
খোলা ছাদে অয়ন আর অর্ক বাজী ফোটাচ্ছে।রান্না ঘরে সুজাতার সাথে মলি হাত লাগিয়েছে।মলি ঘিয়ে রঙা সিল্ক শাড়ির সাথে লাল ব্লাউজ পরেছে।গলায় সোনার নেকলেস।মলির থেকে চোখ ফেরাতে পারছে না অনি।মলির ভারী স্তন দুটো উদ্ধত ভাবে তার দিকে যেন হাতছানি দিচ্ছে।
সুজাতা একটা পার্পল পিঙ্ক রঙা তাঁত পরেছে।কমলা ব্লাউজ।চোখে চশমা সুজাতা মুখশ্রীর দিক থেকে হয়তো মলির চেয়ে অনেক বেশি সুন্দরী।কিন্তু শরীরের বাঁধনে সুজাতার চেয়ে মলি অনেকগুন এগিয়ে।শ্যামলা মলির পুষ্ট মাংসল শরীরের কাছে সুজাতার পাতলা রোগাটে স্বল্প উচ্চতার শুটকি শরীরের আলাদা করে কোনো নজর কাড়ে না।মলি যেমন মডার্ন আবেদনময়ী, সুজাতা তেমন দিদিমনিসুলভ।ফ্যাকাশে অতিরিক্ত ফর্সা সুজাতার চেয়ে মলির শ্যামলা চকচকে ত্বক অনিরুদ্ধকে আকর্ষণ করে বেশি।
দেওয়ালির দিন সুজাতা ও মলি
অনিরুদ্ধ নিজেকে নিয়ন্ত্রণ করল।নিজেকে শাসন করে বলল---অনিরুদ্ধ চক্রবর্তী; পরস্ত্রীর ওপর এমন হ্যাংলা নজর ফেলা ভালো নয়।
---অনি দা, কিছু বলবেন?
অনি যে কখন মলির এত কাছে চলে এসছে অনিরুদ্ধ বুঝতে পারেনি।
সিঁড়ি দিয়ে অর্ক আর অয়ন হইহই করে নেমে এলো।সুজাতা বলল---ডিনার রেডি।সকলে চলে এসো।
সকলকে খেতে দিয়ে সুজাতাও বসে পড়ল।অর্ক সুজাতার রান্নার প্রশংসা করে বলল---সুজাতা দি, রান্না কিন্তু অসাধারণ!
সুজাতা হেসে বলল---অর্ক অহেতুক প্রশংসা করো না।
অনিরুদ্ধ বলল----না, না সত্যিই ডার্লিং রান্না ভালো হয়েছে।
---ফ্রান্স যাবার আগে মলিকে কিছু টিপস দিও সুজাতা দি।
সুজাতা অর্কের কথায় হাসল।মলির দিকে চেয়ে বলল---মাছের পদটা কিন্তু মলিরই তৈরী।
---ওঃ তাই।ভেরি গুড।অনিরুদ্ধ বাহবা দিল।
---থ্যাংক ইউ অনিদা।আরেকজন তো কোনোদিন প্রশংসা করল না।
খাওয়া দাওয়া শেষ হতে অর্ক বলল---আজ একটু হোক।ভালো স্কচ এনেছি।
শোনামাত্র সুজাতা শিউরে উঠে বলল---আমি কিন্তু ভুল করেও নেই।
অনিরুদ্ধও বলল---না তোমাকে আর জোর করব না।
অয়ন বলল---বাবা স্কচ মানে কি?
সুজাতা ধমক দিয়ে বলল---তোমাকে আর পাকামি করতে হবে না।কাল তোমার নতুন ম্যাথস টিচার আসবেন।তাড়াতাড়ি ঘুমিয়ে পড়।
অয়নকে রামকৃষ্ণ মিশনে ভর্তি করবার ইচ্ছে আছে অনিরুদ্ধ আর সুজাতার।ক্লাস সিক্সে ভর্তি নিতে হলে ওখানে পরীক্ষা দিতে হয়।সুজাতার তাই অয়নকে নিয়ে চিন্তার শেষ নেই।
নীচতলার ঘরে চলল আসর।এবার সুজাতা ছুঁয়েও দেখল না।মলিও দু পেগের বেশি খেল না।
হাল্কা হাল্কা নেশা হতেই অর্ক বলল---অনিদা আপনি খুব ভালো আছেন।
অনিরুদ্ধ অট্টহাসি দিল।বলল---কেন হে অর্ক এত দুঃখ কিসের।এই তো বয়স।
সুজাতা বলল---তোমরা এখনো কেন বাচ্চাকাচ্চা নিচ্ছ না?
কেমন যেন পরিবেশ ভারী হয়ে গেল।অনিরুদ্ধ ভাবল সুজাতার একথা বলবার কি দরকার ছিল।বেচারা মলির নিশ্চই মন খারাপ করবে।
অর্ক বলল---সুজাতা দি আমি আসলে আপনাদের মত লাকি না।
গেলাসে বাকিটুকু এক নাগাড়ে ঢেলে দিয়ে অর্ক বলল---দোষটা আমার।আমার স্পার্ম অ্যাক্টিভ নয়।
চমকে উঠল অনিরুদ্ধ ও সুজাতা দুজনেই।তবে কি তারা ভুল জানতো।অনিরূদ্ধের আনন্দ হল জেনে মলি বাঁজা নয়।মলির মত আকর্ষণীয় মেয়ে বন্ধ্যা হতে পারে না।
অনিরুদ্ধ বলল---আইভিএফ বা অন্য কিছু এখনতো অনেক প্রসেস আছে।
অর্ক বলল---আছে।কিন্তু আমাদেরও একটা প্রস্তাব আছে।মানে আমি আর মলি অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছি।
----কি? অনিরুদ্ধ মলির দিকে তাকালো।
---অনিরুদ্ধ দা আপনি হেল্প করুন।আই মিন আপনি আর সুজাতা দি যদি রাজি থাকেন।
অনিরুদ্ধ সিগারেট ধরিয়ে বলল---খোলসা করে বলো হে অর্ক।
----আমি সামনের সপ্তাহে ফ্রান্স যাচ্ছি।মলি থাকছে ডিসেম্বর পর্য্ন্ত।মানে...সোজা সুজি বললে আপনি মলির সাথে ইন্টারকোর্স করুন।
পিন পড়লে যেমন শব্দ হয় তেমন নিস্তব্ধতা।মলি উঠে গেল।
অনিরুদ্ধ সুজাতার দিকে তাকালো।অর্ক নেশাগ্রস্ত অবস্থায় সুজাতার পায়ের কাছে বসে পড়ল।সুজাতা দি---আপনি যদি সাপোর্টিভ হন।
সুজাতা বলল---অর্ক কি করছ কি? তুমি আমার বয়সী কিংবা ছোট হবে।প্লিজ পা ধরো না।আমি চাওয়ায় কিছু আসে যায় না।কিন্তু এতে তোমাদের সংসারে কোনো সমস্যা হবে না তো? দেখো সন্তানের জন্য মরিয়া হয়ে তুমি বলছ।কিন্তু পরে সেই সন্তানকে তুমি মেনে নিতে পারবে তো?
---হ্যা সুজাতা দি।আই লাভ মলি।এবং মলিও আমাকে খুব ভালোবাসে।আমাদের যৌথ সিদ্ধান্ত।
অনিরুদ্ধর যেন নেশা ছুটে যাবার উপক্রম।সুজাতা কি তবে রাজি।অনিরুদ্ধ মলির সাথে শোবে! অনিরূদ্ধের মনে হচ্ছে স্বপ্ন দেখছে।
**********************
বলতে বলতে ছুটি শেষ।অয়নকে রামকৃষ্ণ মিশনে ভর্তি করা হয়েছে।ওখানকার হোস্টেলেই থাকবার ব্যবস্থা হয়েছে।ছেলে এতদিন কাছে কাছে ছিল।হোস্টেলে যাওয়ায় অনিরুদ্ধ-সুজাতার দুজনেরই মন খারাপ।
অফিসে ছিল অনিরুদ্ধ।ফোনটা বেজে ওঠায় দেখল সুজাতা ফোন করেছে।
---হ্যালো?
---শোনো, অর্ক আজ চলে যাচ্ছে।আমি স্কুল থেকে বেরিয়েছি।তুমি এয়ারপোর্টে চলে এসো।ওরা অপেক্ষা করছে।
জিএমকে বলে বেরিয়ে পড়ল অনি।ঘড়িতে দেখল তিনটে দশ।সোজা ট্যাক্সি ধরে এয়ারপোর্ট যখন এলো দেখল সুজাতা অনেক আগে পৌঁছে গেছে।মলি আর অর্কও সঙ্গে রয়েছে।
অনিরুদ্ধ মলির দিকে তাকালো।মলি বোধ হয় লজ্জায় অনিরূদ্ধের দিকে তাকাতে পারছে না।মলির পরনে একটা বেগুনি সালোয়ার।ওড়নায় আলতো ঢাকা পড়া ভারী বুক দুটো মেপে নিল অনি।মনের মধ্যে একটা গভীর শ্বাস পড়ল--উফঃ!
---অনি দা, সুজাতা দি মলির খেয়াল রেখো।
সুজাতা-অনিরুদ্ধ দুজনেই মাথা নাড়ল।
অর্ক চেক-আপ গেট পেরোবার আগে বলল---মলি থাকছে একটা মাস।সুজাতা-দি, অনি দা আপনারা রাজি তো?
অনিরুদ্ধ আর সুজাতা দুজনেই একে অপরের দিকে চাওয়াচাওয়ি করল।সুজাতাই বলল---অর্ক তুমি যেটা বলছ সেটাতে মলি রাজি তো?
---হ্যা সুজাতা দি।আমরা দুজনেই ডিসিসন নিয়েছি।
সুজাতা মলির দিকে তাকালো।মলি অন্য দিকে মুখ ঘুরিয়ে আছে।মুখে খানিকটা বিষাদ, খানিকটা লজ্জা।
রাতে অনিরুদ্ধ আর সুজাতা পাশাপাশি পড়ে আছে।অনিরুদ্ধ বলল---অর্করা যেটা ভাবছে সেটা ছেলেমানুষি।
সুজাতা বলল---নিঃসন্তানের যন্ত্রনা আমরা পাইনি।তাই হয়ত বুঝিনি।কিন্তু এই দেখ অয়ন কদ্দিন হল হোস্টেলে চলে গেছে।আর আমরা যেন অসহায় হয়ে পড়েছি।
অনিরুদ্ধ জানে কথাটা কত সত্যি।সুজাতার দিকে ঘুরে পড়ে কমলা রঙের সুতির নাইটিটার ওপর দিয়ে সুজাতাকে আঁকড়ে ধরে বলল---আমরা তো আবার একটা নিতে পারি।
সুজাতা বলল---সেসব পরে ভাববে।এখন মলির কথা ভাবো।
---আরে পরে পরে সেই কবে থেকে বলছ।এখন তুমি সাঁইত্রিশ।এরপরে হলে রিস্ক হয়ে যাবে।
সুজাতা হেসে ঠাট্টা করল---দেখা যাক।এখন এমনিতেই তো তুমি আবার বাবা হোচ্ছ।
অনিরুদ্ধও ঠাট্টা করে সুজাতার গলায় মুখ ঘষতে ঘষতে বলল---চাইলে তোমাদের দুজনকেই একসঙ্গে পোয়াতি করে দেব।
---ওরে আমার বীরপুরুষ।ঘুমোতে দাও।কাল আমি একবার মলির ফ্ল্যাটে যাব।
সুজাতা ঘুমিয়ে গেছে।অনিরুদ্ধ ঘুমাতে পারছেনা।মলির চেহারাটা ভেসে উঠছে।
*********
দুটো দিন পর সকালবেলা আচমকা সুজাতা বলল---তোমাকে আজ রাতে মলির ফ্ল্যাটে থাকতে হবে।মলির এখন ফার্টিলাইজিংয়ের সময়।এই সপ্তাহে চারটে দিন ওখানে থাকতে হবে।
---তুমি রাতে একা থাকতে পারবে?
----পারব না কেন? এক বাচ্চার মা হয়ে গেলাম পারব না।তুমি যখন ব্যাঙ্ক ট্যুরে যাও তখন তো একা থাকতে হত।
---তখন ছেলেটা সঙ্গে ছিল সুজাতা।আর যাই হোক বাচ্চাটা থাকলে একা মনে হত না।বরং মলি যদি আমাদের বাড়ী...
----মাথা খারাপ হয়েছে তোমার।মেয়েদের লজ্জা তুমি বুঝবে কি?
----সুজাতা তুমি যে নিজের হাতে স্বামীকে অন্যের কাছে তুলে দিচ্ছ...এটা সকলে কি পারে?
সুজাতা খাওয়ার টেবিল মুছতে মুছতে বলল---আহা রে! তোমার যেন মলিকে দেখে কিছু হয়না?
অনিরুদ্ধ উঠে গিয়ে সুজাতাকে পেছন থেকে জাপটে ধরল।সুজাতার ছোটখাটো পাতলা শরীরটা অনিরূদ্ধের গায়ে সেঁধিয়ে গেল।
সুজাতা হেসে বলল---বুড়ো বয়সে যৌবন বেরোচ্ছে না তোমার?
সুজাতার কোমরে নাইটিটা তুলে অনিরুদ্ধ বলল---সুজাতা করতে দিবে।
----এখন না।এখন সব যৌবন মলিকে গিয়ে দেখাও।
অনিরুদ্ধ সুজাতার মতের বিরুদ্ধে কখনো জোর করে না।
সুজাতা ছাড়িয়ে নিয়ে নাকে আঁটা চশমাটা ঠিক করতে করতে চলে গেল।
(চলবে)
[/HIDE]
 

Users who are viewing this thread

Back
Top