What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

মজার জোকস। (1 Viewer)

Ishraq

Exclusive Writer
Story Writer
Joined
Apr 15, 2019
Threads
3
Messages
110
Credits
1,531
এখানে মজার মজার মজার জোকস আপলোড করা হবে নিয়মিত।
 
ম্যাজিস্ট্রেট : ২০ টাকা পকেট মারার জন্য তোমাকে একশ টাকা জরিমানা দেওয়া হল।
পকেটমার : আমার কাছে মাত্র ২০ টাকা আছে, স্যার। বাকি টাকা এক্ষুনি এনে দিতে পারি, কিন্তু কিছুক্ষণের জন্য ছাড়তে হবে।
 
অপু এবং নাছের দুই বন্ধু একই অফিসে চাকরি করে।
অপু: দোস্ত, কত দিন ধরে ছুটি পাই না। কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছি। কিন্তু বস তো কিছুতেই ছুটি দেবেন না।
নাছের: হুমম্। আমিও হাঁপিয়ে উঠেছি। কিন্তু আমি বসের কাছ থেকে ছুটি নিতে পারব, দেখবি?
বলেই নাছের টেবিলের ওপর উঠে দাঁড়াল এবং ছাদ থেকে বেরিয়ে আসা একটা রড ধরে ঝুলতে শুরু করল। কিছুক্ষণ পর বস এলেন।
বস: এ কী নাছের! তুমি ঝুলে আছ কেন?
নাছের খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, ‘স্যার আমি লাইট, তাই ঝুলে আছি।'
বস ভ্রূ কুঁচকে তাকালেন। কিছুক্ষণ ভেবে বললেন, ‘অতিরিক্ত কাজের চাপে তোমার মস্তিষ্ক বিকৃতি দেখা দিচ্ছে। তুমি বরং এক সপ্তাহের ছুটি নাও।'
নাছের অপুর দিকে তাকিয়ে মুচকি হেসে রুম থেকে বিদায় নিল।
অপু চেয়ে চেয়ে দেখল। নাছের বেরিয়ে যেতেই সেও নাছেরের পিছু নিল।
বস: সে কী! ছুটি তো ওকে দিয়েছি! তুমি কোথায় যাচ্ছ?
অপু: কী আশ্চর্য! লাইট ছাড়া কাজ করব কী করে?!
 
বড় বাবু টেলিফোন ধরে শুনলেন , অন্য দিক খুব বয়স্ক একজন লোক কাঁপা কাঁপা গলায় বলছেন - মাফ করবেন আপনাদের অফিসের সুভাষকে একটু ডেকে দেবেন?
কে বলেছেন ?- বড় বাবু জিজ্ঞেস করলেন
আমি ওর ঠাকুদা বলছি - জবাব এলো
বড় বাবু এবার গম্ভীর ভাবে বললেন- দুঃখিত সুভাষ আফিসে নেই । সে আপনাকে পোড়াতে গিয়েছে।
 
ইভার পদে চাকরির জন্য মন্টু গেছে ইন্টারভিউ দিতে। ইন্টারভিউ চলছে-
প্রশ্নকর্তা: আপনাকে আমার পছন্দ হয়েছে। চাকরিটা আপনাকে দেওয়া হবে। স্টার্টিং বেতন দেওয়া হবে দুই হাজার টাকা। আপনার কোনো সমস্যা নেই তো?
মন্টু : না না স্যার, আমার কোনো সমস্যা নেই। স্টার্টিং বেতন ঠিক আছে, কিন্তু ড্রাইভিং বেতন কত সেটাও তো জানা দরকার মনে হয়।
 
নতুন বছরের প্রথম দিন মালিক বলছেন চাকরকে, ‘গত বছর তুই বেশ ভালো কাজ করেছিস। এই নে ১০ হাজার টাকার চেক। এ বছর এমন ভালো কাজ দেখাতে পারলে আগামী বছর চেকে সই করে দেব!
 
শিক্ষক ছাত্রদের উদ্দেশ্য করে বলল--- তোমরা প্রত্যেকে নিজের জীবনের লক্ষ্য মানে ভবিষ্যতে কে কি হবে তার উপর একটা রচনা লিখ।
এক ছাত্রকে পায়ের উপর পা তুলে দিয়ে দিব্যি বসে থাকতে দেখে শিক্ষক জিজ্ঞেস করলেন কি হয়েছে। লিখছ না কেন?
ছাত্রটি বলল ---- আমি মন্ত্রী হব তো। তাই সেক্রেটারি ছাড়া লিখা যাচ্ছে না।
 
শিক্ষকঃ বলতো ঘরের বিদ্যুৎ আর আকাশের বিদ্যুতের মধ্যে পার্থক্য কি?
ছাত্রঃ খুব সোজা স্যার, ঘরেরটার জন্য বিল দিতে হয় আর আকাশেরটার জন্য বিল দিতে হয় না।
 
এক মাওলানাঃ রুম চাই।
ম্যানেজারঃ কি নাম আপনার?
মাওলানাঃ আলহাজ হাজী আবু মালেক সাইফুদ্দিন মোহাম্মাদ জাফর আলী খান বাগদাদি।
ম্যানেজারঃ মাফ করবেন, আমার হোটেলে অত জনের জায়গা হবে না।
 
পরীক্ষা দিয়ে দু’বান্ধবী পরস্পরের সাথে কথা বলছে-
১ম বান্ধবিঃ আচ্ছা, তুই কেমন দিয়েছিস পরিক্ষা?
২য় বান্ধবীঃ একে বারে সাদা খাতা দিয়ে এসেছি।
১ম বান্ধবীঃ তা হলে তো সর্বনাশ। পরীক্ষক মনে করবে যে তুমি আমার থেকে নকল করেছ। আমিও তো সাদা খাতা দিয়ে এসেছি।
 

Users who are viewing this thread

Back
Top