কোভিড-১৯ বা করোনা মহামারীর এই ক্রান্তিকালে বদলে গেছে জীবনের নিয়ম, বদলে গেছে জীবনের গতিপথ। অদ্ভুত এই সময়ের আরেকটি গল্প। গল্পটি বাস্তব জীবন থেকে নেওয়া। বরাবরের মতো গল্পের চরিত্রগুলোর নাম বদলে দেওয়া হয়েছে, ছবিগুলো নেট থেকে সংগ্রহ করা। তদুপরি, কোন পাঠক যদি ঘটনার সাথে কারও কোনরকম সংশ্লিষ্টতা পেয়ে থাকেন তবে নাম/পরিচয় প্রকাশ না করার জন্য বিশেষ অনুরোধ রইলো।
করোনার কারনে ভার্সিটি বন্ধ। ঢাকায় চলে এসেছি। বাসায় বন্দি থেকে থেকে হাঁপিয়ে উঠেছি। বাসায় মানুষ আমরা তিনজন- বাবা, কারখানায় কাজ করতে গিয়ে দূর্ঘটনায় আহত হয়ে বর্তমানে প্যারালাইজড। প্রায় ছ'বছর ধরে এ অবস্থা। বয়স গিয়ে দাঁড়িয়েছে ষাটে। আরও কয় বছর এ দূর্ভোগ পোহাতে হবে কে জানে। মা কলেজ টিচার, নামাজি পরহেজগার দুই ছেলে-মেয়ের জননী। আটচল্লিশ বছর বয়স হয়ে গেলেও এখনো দূর্দান্ত ফিগার। একেবারে পারফেক্ট MILF! আমি নিশ্চিৎ, কলেজের ছেলেরা মাকে নিয়ে ফ্যান্টাসি করে।
Last edited: