What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

কোন নিষিদ্ধ বই পড়ে মনে হয়েছে যে বইটি অনবদ্য? (4 Viewers)

I would like to disagree. If a person talks or writes about things he/she didn’t researched about properly then it shows their ignorance. If you truly want to criticize, then first learn about that in an unbiased manner. Then Do constructive criticism objectively
 
dQM1MEx.png


নিষিদ্ধ বই যে ক'টিই এখনো অবধি পড়েছি প্রত্যেকটাই চমৎকার লেগেছে তবে হুমায়ূন আজাদের "নারী"র সাথে তুলনা চলতে পারে এমনটা আর কারও ক্ষেত্রেই মনে হয়নি

এই বই পড়তে বসে পাতায়-পাতায় আমাকে যেভাবে মানসিক ধাক্কা খেতে হয়েছে তা এখনো ভাবলে অবিশ্বাস্য লাগে; কেন এমন হয়েছিল প্রথমে তা আমার বোধগম্য হয়নি, এখন বুঝি এর কারণ কী ছিল; বইটি আমাকে যতটা না নারীবাদ নিয়ে শিখিয়েছে তার চাইতে অনেক বেশি মাত্রায় শিখিয়েছে পিতৃতন্ত্রকে চিহ্নিত করতে । বইটি পড়ার পরে আমি প্রথম উপলব্ধি করতে সক্ষম হই পিতৃতন্ত্র আমাদের সমাজে কতদূর বিস্তৃত ও কতটা গভীরে শেকড় গেড়ে রয়েছে । পিতৃতন্ত্র শুধুমাত্র আমাদের চারিপাশে নয়, রয়েছে আমাদের সবার মনের অবচেতনেও। পিতৃতন্ত্র সর্বব্যাপী । একে চিহ্নিত করা নিতান্ত সহজ কাজ নয় ।

আর হ্যাঁ, আমি "সবার" বলতে পুরুষ ও নারী, দুইকেই বোঝাচ্ছি । নারী হয়ে জন্মালেই পিতৃতন্ত্র চিহ্নিত করার ক্ষমতা জন্মে যায় না । পুরুষের মত অনেক নারীরাও যে পিতৃতন্ত্রের ধ্বজাধারী এবং নারীরাও যে নারীদের নিপীড়ন করে এটাই তার মুখ্য প্রমাণ
হুমায়ুন আজাদের নারী বইটি পড়ুন নির্জনমেলায়।
 
বই নিষিদ্ধ করার ব্যাপারটাই হাস্যকর। যখন কোন বইয়ের মূল ধারণা কে সমাজ ধারণ করতে পারে না তখন সেটা কে অশ্লীল বা রাষ্ট্রবিরোধী এমন তকমা দিয়ে নিষিদ্ধ করে দেওয়া হয় আমাদের দেশে। নারী বইটা চমৎকার একটা বই। এই ধরনের বইগুলা নিষিদ্ধ করার সিদ্ধান্ত গুলো যতটা না বই কেন্দ্রিক তার থেকে বেশি রাজনীতি কেন্দ্রিক।
 
বই নিষিদ্ধ করার ব্যাপারটাই হাস্যকর। যখন কোন বইয়ের মূল ধারণা কে সমাজ ধারণ করতে পারে না তখন সেটা কে অশ্লীল বা রাষ্ট্রবিরোধী এমন তকমা দিয়ে নিষিদ্ধ করে দেওয়া হয় আমাদের দেশে। নারী বইটা চমৎকার একটা বই। এই ধরনের বইগুলা নিষিদ্ধ করার সিদ্ধান্ত গুলো যতটা না বই কেন্দ্রিক তার থেকে বেশি রাজনীতি কেন্দ্রিক।
বাংলাদেশে নিষিদ্ধ ও নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের লজ্জা উপন্যাসটি পড়তে পারেন আশাকরি ভালো লাগবে।

এছাড়াও তার আত্মজীবনী মূলক লেখা - আমার মেয়েবেলা পড়তে পারেন।

 
বাংলাদেশে নিষিদ্ধ ও নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের লজ্জা উপন্যাসটি পড়তে পারেন আশাকরি ভালো লাগবে।

এছাড়াও তার আত্মজীবনী মূলক লেখা - আমার মেয়েবেলা পড়তে পারেন।

লজ্জা এবং মেয়েবেলা দুইটাই আমার পড়া। এই দুইটার ক্ষেত্রেও আমার মনে হয়েছে ব্যান করার মত কিছুই নেই এখানে। লজ্জার ক্ষেত্রে আমার মত হল ৯০ এর গণুভ্যত্থান আর যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে গণ আদালত এই দুইটার কারণে আমাদের দেশের কনজারভেটিভ শক্তি গুলো কিছুটা ব্যাকফুটে ছিল। এই কনজারভেটিভ শক্তির এমন একটা টার্গেট দরকার ছিল যে ঠিক রাজনৈতিক না ফলে বিপক্ষ রাজনৈতিক দল সরাসরি পক্ষ নিবে না এবং যেটা কে ধর্ম অবমাননার দৃষ্টিকোণ দিয়ে পুরুষবাদী সমাজের সমর্থন পাওয়া যাবে। তসলিমার ভাগ্য খারাপ সেই সময়ে উনি সফট টার্গেটে পড়ে গেছেন।
 

Users who are viewing this thread

Back
Top