সবাই জানে,
পরীস্থানের সম্রাট থেকে
পাড়ার ছোট লোক।
কতটা আমি ভালবেসেছি, আর
কতটা পেয়েছি শোক!
জানে, স্টেশন মাস্টার, চায়ের দোকানী
জানে, তোমাদের সে মোন্নাফের মোড়।
জানে, শীতের রাত কুয়াশা ঢাকা ভোর
কতটা আমি ভালবেসেছি, আর
কতটা পেয়েছি শোক!
জানে, মন্দীরের দশ হাতওয়ালী দেবী
জানে, কপাল পোড়া কবি।
জানে, পদ্মা গার্ডেনের অন্ধ ভিক্ষেরী লোক।
কতটা আমি ভালবেসেছি, আর
কতটা পেয়েছি শোক!
শুধু তুই জানলি না
মন পোড়ালে মনের রং ক্যামন হয়!
হ্নদপিন্ডটা কত দ্রুত চাপতে থাকে;
চোখে থাকে কত্তখানি ক্ষোভ।
জপ্তে থাকি তসবী, চাইতে থাকি
তোরও এমন হোক।
জানবি সেদিন, বুঝবি তখন-
কতটা আমি ভাল বেসেছি, আর
কতটা পেয়েছি শোক!
পরীস্থানের সম্রাট থেকে
পাড়ার ছোট লোক।
কতটা আমি ভালবেসেছি, আর
কতটা পেয়েছি শোক!
জানে, স্টেশন মাস্টার, চায়ের দোকানী
জানে, তোমাদের সে মোন্নাফের মোড়।
জানে, শীতের রাত কুয়াশা ঢাকা ভোর
কতটা আমি ভালবেসেছি, আর
কতটা পেয়েছি শোক!
জানে, মন্দীরের দশ হাতওয়ালী দেবী
জানে, কপাল পোড়া কবি।
জানে, পদ্মা গার্ডেনের অন্ধ ভিক্ষেরী লোক।
কতটা আমি ভালবেসেছি, আর
কতটা পেয়েছি শোক!
শুধু তুই জানলি না
মন পোড়ালে মনের রং ক্যামন হয়!
হ্নদপিন্ডটা কত দ্রুত চাপতে থাকে;
চোখে থাকে কত্তখানি ক্ষোভ।
জপ্তে থাকি তসবী, চাইতে থাকি
তোরও এমন হোক।
জানবি সেদিন, বুঝবি তখন-
কতটা আমি ভাল বেসেছি, আর
কতটা পেয়েছি শোক!