বিরতি ভেঙে ছোট ছোট নুড়িতে ঢাকা ফরাসি রিভেইরার বালুকাময় সৈকত যেন হয়ে উঠেছে আনন্দমুখর। সেইখানে পা পড়ছে বিশ্ব চলচ্চিত্রের রথী–মহারথীদের। দক্ষিণ ফ্রান্সের সাগরছোঁয়া কান শহরে জড়ো হয়েছে হাজারো ক্যামেরা। প্রতি ক্লিকে বন্দী হচ্ছে জীবনের স্মরণীয় সব মুহূর্ত। বিশ্বের ফ্যাশন ইনফ্লুয়েন্সাররা সেরা সব পোশাকে জানান দিচ্ছেন, মহামারির অন্ধকারে আলো জ্বেলে হয় ছায়াছবির উদ্যাপন।
করোনার মধ্যে এক বছর থেমে এবার ৬ জুলাই থেকে শুরু হয়ে এই উৎসব চলবে ১৭ জুলাই পর্যন্ত। এবারের কান চলচ্চিত্র উৎসব বাংলাদেশের জন্য হাজির হয়েছে আলাদা তাৎপর্য নিয়ে। এর প্রতিযোগিতা বিভাগ ‘আঁ সার্তেঁ রিগা’য় প্রথমবারের মতো অংশ নিয়েছে বাংলাদেশি সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। যাহোক, প্রায় প্রতিদিনই কানের বিভিন্ন ছবির প্রিমিয়ারে অংশ নিচ্ছেন চলচ্চিত্র বিশ্বের সেরাদের সেরারা। এবারও লাল গালিচায় ঘুরেফিরে এসেছে জর্জিও আরমানি, ডলচে অ্যান্ড গ্যাবানা, ডিওর, শ্যানেলের বিশ্বনন্দিত সব ব্র্যান্ডের নাম। বেশ কয়েক দফা করোনা পরীক্ষা আর কোয়ারেন্টিনের পর রেড কার্পেটে আর দেখা যায়নি মাস্কের ‘বালাই’। তবে কার্পেট এরিয়ার বাইরে গাদাগাদি করে দাঁড়ানো আলোকচিত্রীরা মাস্ক পরতে ভোলেননি। দেখে নেওয়া যাক কোন পোশাকগুলো কেড়ে নিয়েছে বেশির ভাগ আলো।