What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

কক্সবাজার ও সেন্টমার্টিন ভ্রমন (2 Viewers)

ফ্রেন্ডদের সাথে যাওয়ার জন্য সেন্ট মার্টিন বেস্ট।
 
অনেক দিন ধরে পরিকল্পনা করতেছি যাওয়া জন্য
 
কক্সবাজারে কোন নাইট লাইফ নাই। দিনের বেলায় সৈকতে ঘুরেই শেষ। বিদেশীরা এখানে এসে রাতে করবেটা কী? কোন বার নাই, নাইট ক্লাব নাই। এগুলো না করলে আর বিদেশীদের জন্য আলাদা বিচ করতে হবে যেখানে তারা বিকিনি পরে থাকতে পারবে।
 
২০১৭ সালে নভেম্বর মাসের দিকে ৪ বন্ধু গিয়েছিলাম কক্সবাজার পরে সেখান থেকে সেন্টমার্টিন। আমার কাছে কক্সবাজারের চেয়ে সেন্টমার্টিনই বেশী ভালো লেগেছে। বিশেষ করে সামুদ্রিক ফ্রেশ মাছ ভাজা খেয়ে বেশ তৃপ্তি পেয়েছিলাম। টেকনাফ থেকে যখন লঞ্চে করে যাচ্ছিলাম আমাদের পাশ দিয়ে উড়ে যাচ্ছিলো না না পাখি। কেউ কেউ ছবি তুলছিলো সেগুলোর। টাংগাইল থেকে আসা একটি কাপল আমাকে অনুরোধ করে তাদের যুগল ছবি তুলেদিতে। আমি তুলে দেই। পরে সেন্টমার্টি গিয়েও আবার দেখা হয়। বেশ আড্ডা হয়েছিলো তাদের সাথে।সেন্টমার্টিন এর বিচে যে জায়গাটায় বিকালে ঘুড়ে বেড়িয়েছি সন্ধ্যায় সেখানে দেখলাম পানি থৈথৈ করছে। জোয়ার এসেছে বুঝলাম। আমার বন্ধুরা অনেকেউ ফোনে কথা বলছিলো তাদের পরিবারের সাথে আীর আমি তখন শুনছিলাম সমুদ্রের গর্জন। অনরকম মাময় একটা সময় তৈরি হয়েছিলো তখন। আই ওয়াজ ব্রোক এ্যাট দ্যাট ঠাইম তাই হয়তো ঐ আউটিংটা আমার প্রয়োজন ছিলো। সেন্টমার্টিন এর মাঝারি হোটেলগুলোও আমাদের ভালো সেবা দিয়েছে। পরু একটা বিকেল আমরা হেটে হেটে বিচ দেখেছি। ওখান থেকে ছেড়া দিপে যাবার কথা ছিলো, আমরা পরে যাইনি। যাই হোক সুন্দর একটা সময় কেটেছেটে ওখানে।
চমৎকার লেখার হাত আপনার। কিন্তু এত অল্পে কি মন ভরে!!!!
 
One of my favorite tourist destination in Bangladesh. I travelled so many times in Cox's Bazar.
 
saint martin Bangladesh er shob cahe shondor jayga. Ami akber gasilam oikhane 🖤
২০১৭ সালে নভেম্বর মাসের দিকে ৪ বন্ধু গিয়েছিলাম কক্সবাজার পরে সেখান থেকে সেন্টমার্টিন। আমার কাছে কক্সবাজারের চেয়ে সেন্টমার্টিনই বেশী ভালো লেগেছে। বিশেষ করে সামুদ্রিক ফ্রেশ মাছ ভাজা খেয়ে বেশ তৃপ্তি পেয়েছিলাম। টেকনাফ থেকে যখন লঞ্চে করে যাচ্ছিলাম আমাদের পাশ দিয়ে উড়ে যাচ্ছিলো না না পাখি। কেউ কেউ ছবি তুলছিলো সেগুলোর। টাংগাইল থেকে আসা একটি কাপল আমাকে অনুরোধ করে তাদের যুগল ছবি তুলেদিতে। আমি তুলে দেই। পরে সেন্টমার্টি গিয়েও আবার দেখা হয়। বেশ আড্ডা হয়েছিলো তাদের সাথে।সেন্টমার্টিন এর বিচে যে জায়গাটায় বিকালে ঘুড়ে বেড়িয়েছি সন্ধ্যায় সেখানে দেখলাম পানি থৈথৈ করছে। জোয়ার এসেছে বুঝলাম। আমার বন্ধুরা অনেকেউ ফোনে কথা বলছিলো তাদের পরিবারের সাথে আীর আমি তখন শুনছিলাম সমুদ্রের গর্জন। অনরকম মাময় একটা সময় তৈরি হয়েছিলো তখন। আই ওয়াজ ব্রোক এ্যাট দ্যাট ঠাইম তাই হয়তো ঐ আউটিংটা আমার প্রয়োজন ছিলো। সেন্টমার্টিন এর মাঝারি হোটেলগুলোও আমাদের ভালো সেবা দিয়েছে। পরু একটা বিকেল আমরা হেটে হেটে বিচ দেখেছি। ওখান থেকে ছেড়া দিপে যাবার কথা ছিলো, আমরা পরে যাইনি। যাই হোক সুন্দর একটা সময় কেটেছেটে ওখানে।
 
coxbazar still best place to visit. but we have more seabeach Kwakata if it focuses it can be also an alternative good place to visit.
 
কক্সবাজার আর সেন্টমার্টিন এখন আর তেমন টানে না।
 
কক্সবাজার আর সেন্টমার্টিন যেতে এখন আর ইচ্ছে করে না। তবে জায়গায় দুইটা খুব সুন্দর ।
 

Users who are viewing this thread

Back
Top