আকাশে তখন মেঘেদের আধিপত্য শেষ হয়েছে, চকচকে রোদ উঠেছে। বৃস্তিন্য সৈকতে আমরা ছাড়া আর একজনও পর্যটক নেই। অল্প কয়েকজন জেলে তাদের নিত্যদিনের কাজে ব্যস্ত শুধু।
আমরা এগিয়ে গেলাম জলের দিকে। সৈকতে প্রচুর মৃত শিমুক আর ঝিনুক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যেমন তাদের আকারে ভিন্নতা তেমনি তাদের রংয়ের বাহার। বাচ্চা ছোটাছুটি করে কুড়িয়ে নিচ্ছে পছন্দ মতো। আমিও খুঁজে দিচ্ছি ওদের মাঝে মাঝে।