What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

জীবনের প্রথম কাওকে ভাল লাগার অনুভূতি মনে আছে কি? (2 Viewers)

Kishore

New Member
Joined
Aug 26, 2020
Threads
2
Messages
23
Credits
170
জীবনে চলার পথে আমাদের অনেককেই ভাল লেগে যায়। একদম নিষ্পাপ অবস্থায় যে ভাল লাগা গুলো তৈরি হয় তার অনূভুতি সত্যিই অন্যরকম। এমন ফিলিংস সবার জীবনেই আছে। সেটাই অনুরোধ থাকবে জানানোর।
 
তখন অনেক ছোট ছিলাম। আর ঐ বয়সটাতে আবেগটাই বেশি কাজ করতো। তবে প্রথম ভালোলাগার অনূভুতি ভোলার মত না।
 
সেই ক্লাস ৪ থেকে তাকে দেখি। যতই দেখি ততই ভালো লাগে তাকে। একতরফা ভালোবাসা যাকে বলে আরকি।
 
পাশের বাসার এক ক্লাসমেট ছিল, এত ভাল লাগতো! কখন জানালার কাছে আসবে অপেক্ষা করতাম।
 
জীবনে চলার পথে আমাদের অনেককেই ভাল লেগে যায়। একদম নিষ্পাপ অবস্থায় যে ভাল লাগা গুলো তৈরি হয় তার অনূভুতি সত্যিই অন্যরকম। এমন ফিলিংস সবার জীবনেই আছে। সেটাই অনুরোধ থাকবে জানানোর।
Se kotokal ager kotha, Tobu vulini
 
ছিলো একজন।
উফফফ! সেসময়ের অনুভূতি গুলো!
মনে পরলে এখনো গায়ে কাটা দেয়, হৃৎস্পন্দন বেড়ে যায়।
 
সামান্য সময়ের জন্য একজনকে ভালো লেগেছিল। আফসোস বিষয়টি আর এর বেশি গড়ায় নি।😅
 
জীবনে চলার পথে আমাদের অনেককেই ভাল লেগে যায়। একদম নিষ্পাপ অবস্থায় যে ভাল লাগা গুলো তৈরি হয় তার অনূভুতি সত্যিই অন্যরকম। এমন ফিলিংস সবার জীবনেই আছে। সেটাই অনুরোধ থাকবে জানানোর।
প্রথম ভালোবাসার ফিলিংস এখনো মনে আছ্র
 

Users who are viewing this thread

Back
Top