What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

ইংরেজি শব্দের কিছু মজার এবং আজগুবি তথ্য (1 Viewer)

WhisperBD

Experienced Member
Joined
Jul 24, 2024
Threads
50
Messages
1,065
Credits
10,282
১। 80 কে letter marks বলা হয়, কারণ L=12, E=5, T=20, T=20, E=5, R=18 (অক্ষরের অবস্থানগত সংখ্যা), সুতরাং 12+5+20+20+5+18=80 ।

২। ইংরেজি madam ও reviver শব্দকে উল্টো করে পড়লে একই হবে।

৩। a quick brown fox jumps over the lazy dog বাক্যটিতে ইংরেজি ২৬টি অক্ষরই আছে।

৪। i am সবচেয়ে ছোট ইংরেজি বাক্য।

৫। Education ও Favourite শব্দে সবগুলো vowel আছে।

৬। Abstemious ও Facetious শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো ক্রমানুসারে ( a-e-i-o-u) আছে।

৭। ইংরেজি Q দিয়ে গঠিত সকল শব্দে Q এর পরে u আছে।

৮। Queueing এমন একটি শব্দ যার মধ্যে ৫টি vowel একসঙ্গে আছে।

৯। একই অক্ষরের পুনরাবৃত্তি না করে সবচেয়ে দীর্ঘ শব্দ হল Uncopyrightable ।

১০। Rhythm সবচেয়ে দীঘ ইংরেজি শব্দ যার মধ্যে vowel নাই।

১১। Floccinaucinihilipilification সবচেয়ে বেশি vowel সমৃদ্ধ শব্দ যাতে ১৮টি vowel আছে।

১২। vowel যুক্ত সবচেয়ে ছোট শব্দ হল A (একটি) ও i (আমি) ।

১৩। vowel বিহীন সবচেয়ে ছোট শব্দ হল By ।

১৪। গুপ্তহত্যার ইংরেজি প্রতিশব্দ Assassination মনে রাখার সহজ উপায়হল গাধা-গাধা-আমি-জাতি।

১৫। Lieutenant শব্দের উচ্চারণ লেফটেন্যান্ট বানান মনে রাখার সহজ উপায় হল মিথ্যা-তুমি-দশ- পিঁপড়া।

১৬। University লেখার সময় v এর পরে e ব্যবহৃত কিন্তু Varsity লেখার সময় v এর পরে a ব্যবহৃত হয়।

১৭। Uncomplimentary শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো উল্টো ক্রমানুসারে ( u-o-i-e-a) আছে।

১৮। Exclusionary ৫টি vowel সমৃদ্ধ এমন একটি শব্দ যার মধ্যে কোন অক্ষরের পুনরাবৃত্তি নাই।

১৯। study, hijack, nope, deft শব্দগুলোর প্রথম ৩ টি অক্ষর ক্রমানুসারে আছে।

২০। Executive ও Future এমন দু’টি শব্দ যাদের এক অক্ষর পর পর vowel আছে।

২১। Mozambique এমন একটি দেশের নাম যাতে সবগুলো vowel আছে।

২২। A1 একমাত্র শব্দ যাতে ইংরেজী অক্ষর ও সংখ্যা আছে।



(তথ্যসূত্র: বিভিন্ন মাধ্যম থেকে সংগৃহিত, সংকলিত ও পরিমার্জিত)

আপনার মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ। আশাকরি ফোরামের সাথে থাকবেন এবং একে অন্যকে উৎসাহ যোগাবেন।
 

Users who are viewing this thread

Back
Top