What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

Ochena_Manush

Special Member
Elite Leader
Joined
Aug 12, 2022
Threads
522
Messages
29,286
Credits
551,255
LittleRed Car
Automobile
Strawberry
Audio speakers
হুলো বিড়াল : এই গল্পটি শুধু দুটো চরিত্র নিয়ে লেখা। দুই ভাই বোনের মধ্যে ভালোবাসা এবং তাদের মধ্যে অবৈধ সম্পর্ক গড়ে ওঠার কাহিনী। গল্পটির পটভূমি তখনকার, যখন মোবাইল ফোন সবে প্রথম দেশে এসেছে, এবং এখনকার মতন সকলের ঘরে ঘরে, বা সবার হাতে ছিলো না। আর যে অল্প সংখক বাড়িতে মোবাইল ফোন ছিলো, সেগুলো শুধু ফোন হিসাবেই ব্যবহার হতো। স্মার্ট ফোন তখনও শুরু হয় নি।

আশা করি সব পাঠক পাঠিকাগণ, গল্পটি ধৈর্য ধরে পড়বেন এবং আশা করি উপভোগ করবেন।

ধন্যবাদ - রাহুল দাস


হুলো বিড়াল


আমাদের পরিবার, চার সদস্যের একটি ছোটো পরিবার। এই পরিবারের আমরা চার জন সদস্য হলাম, আমার বাবা, মা, আমি এবং আমার একটি ছোটো বোন, রঞ্জিতা। বাড়ির সবাই ওকে রঞ্জু বলে ডাকে, কিন্তু ওর বেশির ভাগ বন্ধুরা ওকে রঞ্জিতা বলেই ডাকে। ওঃ হ্যাঁ, আমার নামটা বলতেই ভুলে গিয়েছি, আমি রণজিৎ, সবাই রনি বলেই ডাকে।

আমার ছোটবোন, রঞ্জিতা আর আমার বয়সের মধ্যে মাত্র আঠারো মাসের তফাৎ। এখন, (অর্থাৎ ২০১১ তে), আমার বয়স ১৯+ আর আমার বোন রঞ্জিতা সবে ১৮ পার করলো। বাবা - মা এর মুখে শুনেছি যে আমার জন্ম নাকি পরিকল্পিত, কিন্তু আমার বোনের জন্ম নাকি পুরোপুরি একটা দুর্ঘটনা বা এক্সিডেন্ট। যাই হোক, এক বছর ছয় মাস বড় হওয়া সত্ত্বেও, আমরা দুজনে কিন্তু একই ক্লাসে পড়তাম। দুর্ভাগ্যবশত পাঁচ বছর আগে, অসুখের কারণে, আমার স্কুলের একটি বছর নষ্ট হয়ে গিয়েছিলো। তাই ভাগ্যের এই কৌতুক লীলার কারণে আমরা দুই ভাই বোন, বছর দুই আগে একই সঙ্গে মাধ্যমিক পরীক্ষা দিই, এবং এই বছর আবার একই সাথে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবার জন্য তৈরী হচ্ছিলাম। একই ক্লাসে থাকার এবং একই বিষয় গুলো নিয়ে পড়ার একটি প্রধান সুবিধা হচ্ছে, আমরা দুজনেই একই জিনিসগুলির বেশিরভাগ অনুশীলন বা পড়াশুনা করছি। সুতরাং বেশির ভাগ সময় আমরা সন্ধ্যায় একই সাথে আমাদের নিজেদের আলাদা আলাদা ঘরের পরিবর্তে, ডাইনিং রুমের টেবিলে বসে একত্রে পড়াশুনা করার এই অভ্যাসে পরেছি।

আমাদের বাবা ছিলেন একটি মাল্টি ন্যাশনাল কোম্পানির উচ্চ পদস্ত অফিসার আর আমাদের মা একটি ব্যাংক এর কর্মচারী। তাই সকালে আমরা সবাই প্রায় একই সঙ্গে ঘরের থেকে বের হই, আমরা দুই ভাই বোন স্কুলের জন্য, মা তার ব্যাংক এর দিকে আর বাবা তার অফিসের দিকে। বিকেলে প্রথমে আমরা দুই ভাই বোন বাড়ি ফিরতাম, প্রায় চারটা - সাড়ে চারটা নাগাদ। মা বাড়ি ফিরতো প্রায় বিকেল সাড়ে পাঁচটা - ছয়টা নাগাদ আর বাবার কোনো ঠিক নেই, কখনো সাতটা আবার কখনো রাত দশটা। আমাদের সকলের কাছেই ঘরে ঢোকার আলাদা আলাদা চাবি আছে।

আমাদের বাড়ি দোতালা, নিচে বড় একটি হল ঘর, অনেকটা 'এল' আকৃতির। এই হল ঘরটি বসার ঘর আর খাবার ঘর হিসাবে ব্যবহার করা হয়। একতলায় হল ঘর ছাড়া, একটি রান্নাঘর, এবং একটি বড় শোবার ঘর ও ছিল। হল ঘরের এক প্রান্ত থেকে একটি সিঁড়ি উপরে দোতালায় উঠে গিয়েছে, যেখানে দুটো শোবার ঘর, একটি লাইব্রেরি ঘর এবং একটি লম্বা বারান্দা আছে। নিচের শোবার ঘরে বাবা - মা থাকেন এবং উপরের শোবার ঘর একটি আমার এবং অন্যটি আমার বোন রঞ্জুর। লাইব্রেরি ঘরটিতে বিভিন্ন ধরণের বই এবং একটি কম্পিউটার রাখা আছে।

আমাদের বাবা-মা খুব যে একটা রক্ষণশীল ছিলেন তা নয়, কিন্তু স্কুল আর লেখাপড়া তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, আর আমাদের - লেখাপড়া খারাপ যে লাগতো, তা নয়, তবে গল্পের বই পড়তেও ভালোবাসতাম। তাহারা আমাদের টিভি দেখার সুযোগগুলি আমাদের স্কুলের রেসাল্টের সাথে বেঁধে রেখে ছিলেন, যার মধ্যে আমাদের ক্লাস পরীক্ষার ফলাফল সহ প্রতিটি সন্ধ্যায় পড়াশুনার জন্য কতটা সময় ব্যয় করি তার উপরে নির্ভরশীল ছিল। তা সত্ত্বেও, তাহারা আমাদের দুজনকে সপ্তাহে একটা দিন, মানে শনিবার, রাত আটটার থেকে মাঝ রাত পর্যন্ত কম্পিউটারে সিনেমার সিডি দেখার স্বাধীনতা দিয়েছিলেন। এই স্বাধীনতা বোধ হয় আমাদের মাধ্যমিক পরীক্ষার ভালো ফলের উপহার বলা যায়। বাকি এমন কোনো কড়াকড়ি আমাদের উপর তেমন ছিল না আর আমাদের যে খুব একটা অসুবিধা হত তা নয়, কারণ আমরা দুজনেই লেখাপড়ায় মোটামুটি ভালো ছিলাম। আমরা স্কুলে বন্ধুদের সাথে খেলাধুলাও করতাম, এবং আমরা সোসাইটিতে খুব যে একটা জনপ্রিয় ছিলাম তা বলবো না, তবে সবার সাথে ভালো ভাবেই মিশতাম। আমাদের দুজনারোই আলাদা আলাদা বন্ধু মহল রয়েছে এবং আমরা সামাজিক বেমানান ছিলাম না। আমরা সম্পূর্ণ স্বাভাবিক ছিলাম, এবং আমাদের ভাই বোনের মধ্যে সম্পর্ক খুবই মধুর আর খোলামেলা ছিল।


গত বছরটি বেশ কিছুটা আকর্ষণীয় ছিল, তার কারণ আমার বোন রঞ্জু, তার নিজের 'শারীরিক' বিভাগে, তার বয়সী বাকি মেয়েদের শরীরের গঠন কে শেষ পর্যন্ত প্রায় ধরে ফেলেছিলো। রঞ্জুর বক্ষের প্রকাশ, অন্যান্য মেয়েদের তুলনায় ধীর গতিতে এবং বেশ দেরিতে শুরু হয়েছিল এবং একটা সময় ছিল যখন তার যে অন্যান্য মেয়েদের মতন বক্ষ নেই, সেই জন্য সে সবসময় চিন্তিত ছিল। মাঝে মাঝে সে আমার কাছেও তাই নিয়ে দুঃখ প্রকাশ করেছে। তখন আমি তাকে সান্তনা দিতাম আর বলতাম, "তোর বুকে দেখবি সব থেকে সুন্দর স্তন গজাবে, তখন মনে থাকে যেনো, আমি মূল্যবান কথাটি বলেছিলাম।" মাঝে মাঝে ওর বুকে ডলেও দিতাম আর বলতাম, "হ্যাঁ রে, উঠছে দুটো পাহাড় তোর বক্ষে।" রঞ্জু শুধু হাসতো আর আমাকে জড়িয়ে ধরে আমার গালে চুমু খেতো।

কিন্তু এই বছর আর তা নয়। এখন আর কোনও সন্দেহ নেই কারণ এখন তার বক্ষ একটু একটু করে ভরাট হয়ে উঠেছে এবং এখন সত্যিই তার স্তনগুলি ছোটো হলেও দেখতে দুর্দান্ত ছিল। রঞ্জু তার স্তন দুটি সম্পর্কে বেশ গর্বিত ছিল এবং খুব বেশি না হলেও কিছুটা প্রদর্শনশীল পোশাক পরতে শুরু করলো। আগেও বলেছি যে আমার বাবা-মা খুব একটা ধার্মিক বা রক্ষণশীল ছিলেন না, তবুও খুব বেশি প্রদর্শনকারী বা উগ্র সাজগোজ পছন্দ করতেন না, তাই তারা রঞ্জুর পোশাক গুলির উপর নজর রেখেছিলো। কিন্তু রঞ্জু তাদের চোখে ধুলো দিয়ে, বিদ্রোহের উপায় খুঁজে বের করেছিল।

মাধ্যমিক পরীক্ষার পর, এগারো ক্লাসে উঠে, আমাদের স্কুলের পর, সপ্তাহে তিন দিন, এক ঘন্টার টিউশন ক্লাস করতে হতো। কিন্তু দুজনারি যে একই ক্লাস বা একই দিনে টিউশন ছিল তা নয়। সোম, বৃহস্পতি আর শুক্রবার আমার টিউশন ক্লাস করতে হতো আর রঞ্জুর টিউশন ক্লাস ছিল মঙ্গল, বৃহস্পতি আর শনিবার। অর্থাৎ, বুধবার স্কুলের পর যেহেতু আমাদের কোনো টিউশন ক্লাস করতে হতো না, আমরা দুজন একসঙ্গে স্কুল থেকে বাড়ি ফিরতাম। বাড়িতে যেহেতু তখন আমরা এক দের ঘন্টা একা থাকতাম, তখন আমরা দুজন বসে মনের কথা, একজন আরেকজন কে শোনাতাম। এই ভাবেই আমাদের দিন কাটতো।
 
[HIDE]

বারো ক্লাসে ওঠার পর, সেই রকমই এক বুধবার, স্কুল থেকে ফিরে, রঞ্জু হাত মুখ ধুয়ে, জামাকাপড় পাল্টে, আয়নার সামনে দাঁড়িয়ে এদিক ওদিক করে ঘুরে নিজের বুক দেখে চলেছিল। আমি দেখতে পেয়ে ঠাট্টা করে বলেছিলাম, "দেখ আমি বলেছিলাম না, তোর ও সুন্দর দুটি স্তন উঠবে! ফললো কিনা আমার কথা। সত্যিই তোর স্তন দুটো খুব সুন্দর। আর হবেই বা না কেন বল, মাঝে মাঝে ডলে দিতাম না তোর বুক?"

রঞ্জু আমার দিকে ঘুরে দাঁড়ালো আর মুখে একটা বেশ খুশি খুশি ভাব করে আমার দিকে এগিয়ে আসতে আসতে বললো, "এই ছোটো ছোটো দুদু গুলো বুঝি তোর খুব পছন্দ, তাই না," এবং আমাকে জড়িয়ে ধরে আমার ঠোঁটের উপর তার ঠোটটা চেপে ধরে চুমু খেলো। আমি একটু হকচকিয়ে গেলাম।

রঞ্জু তার মাথাটা একটু পেছনে নিয়ে, আমার দিকে তাকিয়ে হেঁসে বললো, "কি রে, চুপ করে আছিস কেনো? জানিস তো, চুপ করে থাকা মানে হলো সম্মতিসূচক। তার মানে, আমি ধরে নিতে পারি যে তোর খুব পছন্দ আমার ছোটো ছোটো দুদু দুটো, তাই তো? তাহলে এখনি তুই আমাকে চুমু খা, আমার অভিমত পাল্টাবার আগে।" এই বলে আমার মাথা ধরে আবার আমার ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুমু খেতে শুরু করলো।

আমাদের ঠোঁট দুটো একত্রিত হয়ে গেলো এবং একসময় আমি অনুভব করলাম যে রঞ্জুর জিভ আমার ঠোঁটের উপর আলতো ভাবে ছুঁয়ে, দুই ঠোঁটের ভেতরে ঢোকার চেষ্টা করে চলেছে। সে তার হাতগুলি দিয়ে আমার ঘাড়ে আলতো করে চেপে ধরেছিল আর আমার হাত তার পিঠের পিছনে, কোমরের কাছে ছিল। আমরা আবেগের সাথে বেশ অনেকক্ষণ ধরে চুমু খেলাম যেন আগামী কাল আর আসবে না। আমি সেই মুহুর্তে সম্পূর্ণ হারিয়ে গিয়েছিলাম; এটি আমার জীবনের প্রথম চুম্বন, কোনো মেয়ের সাথে এটিই আমার প্রথম চুম্বন ছিল এবং সেই মেয়েটির প্রতি আমার একটা তীব্র অনুভূতি তৈরী হতে শুরু করলো।

আমি যেমন এই ব্যাপারে অনভিজ্ঞ ছিলাম তাই আমি রঞ্জুর প্রতিটি পদক্ষেপ অনুসরণ করার চেষ্টা করলাম। রঞ্জুকে যেনো আরও স্বাচ্ছন্দ্য এবং নিয়ন্ত্রণে মনে হয়েছিল। যখন তার জীভ আমার মুখে আক্রমণ করেছিল, আমি তার সংকেতটি নিয়ে আমার জীভ ও তার জীভের সাথে নাচাতে লাগলাম। আমাদের হাত আমাদের হালকা পোশাক পরিহিত দেহের উপরে ঘোরাফেরা করতে লাগল। আমার একটা হাত তার মাথার থেকে নিচে নামতে লাগলো আর গলা বেয়ে নেমে তার বক্ষের পাশে চলে আসলো। আমি তার স্তনের পাশে আমার হাতটি পরীক্ষাস্বরূপ ধরে রাখলাম, আর অপেক্ষা করতে থাকলাম, এই আশায় যে যদি কোনোরকম মৌনসন্মতি রঞ্জুর তরফ থেকে পাওয়া যায়।

আমি আমার উত্তর পেয়ে গেলাম যখন দেখলাম রঞ্জু নতুন করে আরো বেশি আবেগের সাথে আমাকে জড়িয়ে চুমু খেতে লাগলো। আমি রঞ্জুর ব্রা বিহীন টি-শার্টের উপর দিয়েই তার স্তনগুলি ঘষে এবং আস্তে আস্তে টিপে দিতে লাগলাম, আর আমার প্রচেষ্টার প্রতিক্রিয়া হিসাবে রঞ্জুর গলা দিয়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে গেলো।

আমরা এইভাবে অনেকক্ষন ধরে একে অপরকে জড়িয়ে ধরে, সারা শরীরে হাত বুলিয়ে আদর করে, চুম্বনের পর চুম্বন দিয়ে গেলাম। যখন শেষ পর্যন্ত আমরা থেমে, আলাদা হলাম, রঞ্জু লজ্জায় আমাকে তার ঘর থেকে প্রায় ধাক্কা মেরে বের করে দরজা বন্ধ করে দিলো আর আমি ভীষণ একটা খুশি মনে নিজের ঘরে ঢুকে, হাত পা ছড়িয়ে, বিছানায় শুয়ে পড়লাম।

**********


[/HIDE]
[HIDE]

এই ঘটনার বেশ কিছুদিন পর, একদিন সন্ধ্যায় আমরা দুজন পড়াশুনা করছিলাম। আমরা রোজকার মতন ডাইনিং টেবিলে সামনা সামনি বসে পড়ছিলাম। আমি অঙ্ক কোষছিলাম, আর রঞ্জু জীবন বিজ্ঞান এর পড়া করছিলো। সেদিন বাবা বাড়িতে ছিলো। আমাদের বাবা - মা একটু দূরে, সোফায় বসে টিভি দেখছিলো। টিভি টি আমাদের দৃষ্টির বাইরে, আওয়াজ খুব ধীমে চলছিল। একটি সাধারণ ঘরোয়া সন্ধ্যা আমাদের বাড়ির। আরো ঘন্টা দুই পড়াশুনার পর, আমার বোন আর আমি, টিভির সামনে বসার অনুমতি পাবো। সেদিন সন্ধ্যায় বার বার মনে হচ্ছিলো কোনো একটা জিনিস আমার চোখে পরেছে যেটা অন্যান্য দিনের তুলনায় আলাদা কিন্তু ঠিক বুঝতে পারছিলাম না। তাই ভালো করে দেখার চেষ্টা করলাম।

রঞ্জু তার মাথা সামনের দিকে ঝুঁকিয়ে, তার মুখের মধ্যে জীভ দিয়ে খোঁচা মেরে ডান দিকের গাল টা ফুলিয়ে চলেছিল, যেটা সে সাধারণত করে থাকে যখন খুব মনোযোগ সহকারে পড়াশুনা করে। সে একটি সুন্দর আঁটসাঁট হলুদ রঙের ছোটো শার্ট বা টপ বলা যায়, এবং একটি আলগা হাটুর নিচ অব্দি লম্বা লাল স্কার্ট পরে ছিল। গায়ের টপটি "আঁটসাঁট" ছিল কারণ টপ টি মূলত রঞ্জুর দুই বছর আগের শরীরের মাপের ছিল, যা বর্তমানে অনেক বেশি বিকশিত ও উন্নত। কিন্তু আমার নজরে পরে গেলো, আমি আগে আলাদা কি অনুভব করেছিলাম - রঞ্জু আজ তার টপ এর উপরের দুটো বোতাম খুলে রেখেছে, এবং তার ফলে, তার জামার সামনে, বুকটা খোলা অবস্থায় ছিল আর আমি স্পষ্ট তার লেস যুক্ত ব্রা দেখতে পারছিলাম। খালি তাই নয়, রঞ্জু একটু সামনের দিকে ঝুঁকলে, তার ব্রায়ের ফাঁক দিয়ে, তার সুন্দর নরম ফর্সা বক্ষের ফুলে ওঠা অংশ উঁকি মেরে চলেছিল, যেন কারো নজরের সাথে লুকোচুরি খেলে চলেছে। বক্ষের খাজ এবং স্তন সবসময়ই আমার নজর কেড়ে নেয়, সে যে কোনো মেয়েরই হোক না কেন! আমার এই সবে যৌবনে পা দেওয়া বয়সে, কোনো নারীর ক্লিভেজ বা বক্ষের খাজ এবং স্তন, এই দুইটি একটি চুম্বকের মতো চোখ দুটোকে আকর্ষণ করে এবং সেই নারী আমার বোন হলেও, তার এই সূক্ষ্ম লেস যুক্ত ফ্যাব্রিকের নীচে গোলাকার এই নিখুঁত সাদা নরম স্তনের ফোলাভাব ছিল অদ্ভুত এক আকর্ষণীয় দৃশ্য।

প্রথম দিকে আমি যে কি করবো, অন্য কোথায় তাকাবো, বুঝে উঠতে পারছিলাম না, এবং চোখ সরিয়ে বইয়ের দিকে জোর করে রাখলেও, কিছুতেই নিজের চোখকে বাধা দিতে পারছিলাম না, আর বার বার উঁকি মেরে নিজের বোনের বক্ষের দিকে তাকিয়ে যাচ্ছিলাম। তার উপর আমার দুপায়ের ফাঁকে, আমার পুরুষাঙ্গটিও একটু একটু মাথা চারা দিয়ে, মৃদু শক্ত হতে শুরু করেছে - আমার নিজের বোনের স্তনের আংশিক এক ঝলক দেখে - বেশ উদ্ভট ব্যাপার।

এক পর্যায়ে সে আমার দিকে তাকালো, আমার সাথে চোখা চোখি হলো এবং সে ঠোঁটের কোনে একটি হাসি দিয়ে আবার তার নিজের কাজের দিকে মনোযোগ দিলো। আমার বুক ধরফর করছিলো, রঞ্জু কি খেয়াল করেছে আমার তার দিকে উঁকি মেরে তাকানো? আমি আমার মাথা সামনের দিকে ঝুঁকিয়ে, আমার অঙ্ক গুলো করার চেষ্টা করে গেলাম - কি করে যেন অঙ্ক গুলো এখন আরো কঠিন হয়ে উঠেছে। আমি আরো একবার উঁকি মেরে তাকালাম, আর দেখলাম যে রঞ্জু আরো একটু বেশি সামনের দিকে ঝুঁকে আছে আর জামার আরো কয়েকটা বোতাম মনে হলো খোলা কারণ এবার তার বুক, ব্রা এর নীচ থেকেও উন্মুক্ত হয়ে গিয়েছিল আর আমি এবার বুকের উপর থেকে নীচে সমস্ত পথ দেখতে পাচ্ছিলাম। আমি দেখতে পেলাম তার পুরো স্তনটি পাতলা লেস যুক্ত একটি ফ্যাব্রিক এ জড়ানো আর তার নিচে পেটের ও কিছু অংশ দেখা যাচ্ছিলো। এমনকি আমার যেন মনে হলো, আমি তার স্তনের ফুলে ওঠা বোঁটা ও বুঝতে পারছি। বিশেষ কিছু নয়, তবে আমার কাছে এটিই যেন স্বর্গ ছিল। আমার চিন্তা ধারা সেই মুহূর্তে পুরোপুরি ঘোলাটে হয়ে গিয়েছিলো, পুরোপুরি ওলোট পালট। রঞ্জু আবার আমার চোখের দিকে তাকালো এবং আমি সঙ্গে সঙ্গে অপরাধীর মতন মাথা নিচু করে আমার অঙ্কের বইয়ের সংখ্যা চিত্র গুলির দিকে ফিরে গেলাম। আমি তারপরে মাথা নিচের দিকে ঝুঁকিয়ে রাখলাম।

[/HIDE]
 
[HIDE]
কয়েক মিনিট পর আমার নজরে পড়লো একটি ছোটো সাদা চৌকো কাগজের টুকরো আমার দৃষ্টির মনোদিগন্তে এগিয়ে আসছে। বুঝলাম কাগজটি একটি চিরকুট। মাথাটা একটু তুলতেই দেখতে পেলাম রঞ্জু তার হাত টেবিল থেকে টেনে, বইয়ের উপর রাখছে। সে আমার দিকে একবারের জন্যও তাকাচ্ছে না। আমি একবার মাথা ঘুড়িয়ে বাবা - মা কে দেখে নিলাম। বাবা - মা কখনোই পছন্দ করতেন না যে আমরা পড়াশুনার সময় কথা বলি, যদি না সেটা পড়াশুনা সম্পর্কে হয়, আর রঞ্জু কোনোদিনো এই রকম কাজ আগে কখনো করে নি। আমি ধীরে ধীরে আমার হাত বাড়িয়ে চিরকুট টি নিজের হাতে নিয়ে, হাতটি আবার টেনে আমার বইয়ের উপর রেখে, চিরকুটটি উল্টে দেখলাম। শুধু বড় বড় অক্ষরে লেখা :

'হুলো বিড়াল'

আমার মুখ লাল হয়ে উঠলো। যাঃ ধরা পরে গিয়েছি! যখন শেষ পর্যন্ত মাথা তুলে তাকালাম রঞ্জুর দিকে, দেখি যে সে চুপচাপ নিজের মনে হেঁসে যাচ্ছে, আর আমার সাথে চোখা চোখি হতেই একগাল হেঁসে দিলো। তখনো তার জামার বোতাম খোলা, তার লেস যুক্ত ব্রা টি দেখা যাচ্ছে আর তার স্তনের ফোলা অংশটি নিখুঁত ভাবে দৃশ্যমান। তবে সত্যি কথা বলতে কি, তখন আমি বেশ অমনোযোগী হয়ে পরেছিলাম এবং স্কুলের কাজগুলিতে যেমন পারছিলাম তেমন নিজের মনোযোগ দেবার চেষ্টা করে যাচ্ছিলাম। মিনিট দশ এই ভাবে চুপচাপ নিজের বই খাতার দিকে তাকিয়ে থাকতে থাকতে আমি চিন্তা করতে লাগলাম কি ভাবে আমার বোন রঞ্জু টের পেলো যে আমি তার দিকে তাকিয়ে ছিলাম, এমনকি তার বক্ষের দিকে তাকিয়ে দেখছিলাম, এবং তা সত্ত্বেও সে তার জামার বোতাম লাগায় নি, বড়ঞ্চ আরো কয়েকটা বোতাম খুলে ধরেছে। আমি আবার আড়চোখে রঞ্জুর দিকে তাকালাম, আমাদের চোখা চোখি হলো, ও আমার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিলো। তখনো তার জামার কয়েকটা বোতাম খোলা, তার বক্ষ তখনো 'উন্মুক্ত'।

আমি আমার বইয়ের মধ্যে লুকোনো সেই চিরকুটটি এবার সাহস করে বের করলাম আর তার উল্টো দিকে লিখেলাম:

'আমি নিরুপায়,
অক্ষম'

এবং আস্তে করে চিরকুটটি ভাঁজ করে, রঞ্জুর দিকে ঠেলে দিলাম।

রঞ্জু আমার দিকে তাকিয়ে, তার হাত চিরকুট টির উপর রেখে, আস্তে আস্তে চিরকুট সহ তার হাতটি টেনে, তার বইয়ের উপর রাখলো। ধীরে ধীরে চিরকুটটি খুললো। আমি তাকে চিরকুটটি পড়তে দেখলাম। রঞ্জু চিরকুটটি পড়ে একটু হাঁসলো আর সোজা আমার দিকে তাকালো, তারপর তার হাতের আঙ্গুল উঠিয়ে নিজের পরণের জামাটির থেকে যেন কিছু ঝেড়ে ফেলছে ভাব দেখিয়ে, মুখ দিয়ে আওয়াজ বের করলো: 'চক চক চক।' আমি দেখতে পেলাম, রঞ্জু আবার একটি ছোটো কাগজের টুকরো বের করে কি যেন লিখলো, ভাঁজ করলো, আস্তে কিরে এগিয়ে দিলো টেবিলের মাঝখানে। আমি কিছুক্ষন চিরকুট টির দিকে তাকিয়ে রইলাম, কি লেখা আছে এবার? বুকের মধ্যে যেন দপ দপ করে কেউ হাতুড়ি পেটাচ্ছিলো, কেন জানিনা, ভয়তে আমি অনড় ছিলাম, বাবা - মা এর দিকে একবার নজর দিলাম। রঞ্জু কি লজ্জা পেয়েছে?

হাত বাড়িয়ে চিরকুটটি তুললাম, বইয়ের পাতার মধ্যে রেখে, ভাঁজ খুলে দেখি লেখা আছে:

'কিন্তু কেন??'

আমার হৃৎপিণ্ড তখনো জোরে জোরে ধরফর করছিলো, মুখ লাল হয়ে ছিল। রঞ্জু আমাকে ক্ষেপাচ্ছিলো, পেছনে লাগার চেষ্টা করছিলো, একটু যেন ছিনালি পানাও করছিলো। আমিও একটি সুযোগ নিলাম, বেশ মজা লাগছিলো, যদি রঞ্জু ফ্লার্ট করতে পারে তাহলে আমারো পাল্টা ফ্লার্ট করতে কোনো অসুবিধা নেই। পাল্টা চিরকুট পাঠালাম:

'কারণ,
তোর জোড়া মানিক
দেখতে যে অপূর্ব'

রঞ্জু যখন চিরকুটটি পড়ে দেখলো, তখন তার মাথাটি আক্ষরিক অর্থেই একটু পিছনে চলে গিয়েছিল এবং সে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে, তার ভুরু দুটি উপরের দিকে তুলে, তার যেন প্রতিক্রিয়া প্রকট করার চেষ্টা করছিলো, যেন আকারে ইঙ্গিতে বলছিলো, 'আশ্চর্য্য! তুই যে এটি লিখতে পারিস তা আমি বিশ্বাস করতে পারছি না।' এবং তারপরেই তার মাথা নেমে গেল। রঞ্জু অন্য একটি কাগজের চিরকুট তৈরী করলো আর তাতে দ্রুত লিখতে শুরু করলো:

'তোর এইগুলোর দিকে
নজর দেওয়া উচিৎ নয় - কিন্তু …
তোর কি সত্যিই তাই মনে হয়?
আমি ঠিক জানিনা!! আমার মনে হয়
এইগুলো খুব ছোটো
আর আমার মনে হয়না
যে দুটো একই মাপের,
মনে হয় আলাদা দেখতে।
কোনো ছেলের মতামত পেতে পারলে ভালোই লাগে,
যদিও বা, ছেলেটি তুই।'

আমি চিরকুট টি ভালো করে পড়লাম। আমরা দুজন দুজনার সাথে খুব খোলা মেলা ভাবে মিশতাম, কিন্তু আমি এর আগে কখনো ওর দেহ বা শরীরের গঠন নিয়ে কোনো দিনো কোনো মন্তব্য করিনি, আর আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না যে আমি এবার ওর লেখার উপরে কিভাবে আমার প্রতিক্রিয়া জানাবো …. আমাদের খেলা কোন দিকে চলেছে।

রঞ্জু আমার দিকে তাকালো, মনে হলো ওর যেন একটু লাজুক লাজুক দৃষ্টি, গাল দুটোও যেন একটু লাল হয়ে উঠেছে। কিন্তু কি জঘন্য! এখনো তার জামার উপরের চারটে বোতাম খোলা, আর সে আমাকে তার বক্ষ দেখতে দিচ্ছিলো, হাসছিলো, যখন সে আমার দিকে তাকিয়ে বুঝতে পারলো যে আমি তার প্রদর্শীত লেসে যুক্ত ব্রা দিয়ে ঢাকা স্তনের দিকে তাকিয়ে আছি। আমার চোখের পাতা ফরফর করছিলো, সারা মুখ দিয়ে যেন একটি গরম আভা বেরোচ্ছিলো। আমি আর কিছু চিন্তা না করে একটি চিরকুটে লিখে পাঠালাম:

'আমি মনে করি
তারা নিখুঁত এবং সুন্দর'

রঞ্জু চিরকুট টি নিয়ে পড়লো, আর আমার দিকে তাকিয়ে একটি সুন্দর মিষ্টি হাসি দিয়ে, চিরকুট টি ভাঁজ করে তার ব্রা এর মধ্যে ঢুকিয়ে দিলো, ঠিক তার ডান স্তনের উপর, আর জামার বোতাম গুলো লাগিয়ে জামাটা ঠিকঠাক করে নিলো। সে আমাকে চোখের ইশারা করে ঘড়ির দিকে তাকাতে বললো। আমি তাকিয়ে দেখি রাত সাড়ে নয়টা বাজে। অর্থাৎ আমাদের পড়াশুনার সময় শেষ, আমরা এখন আধ ঘন্টা, রাতের খাবার খাওয়ার আগে পর্যন্ত এবার টিভি দেখতে পারি। রঞ্জু তার বই খাতা গুছিয়ে রেখে উঠে দাঁড়ালো। আমিও ওর দেখা দেখি বই খাতা গুছিয়ে রেখে ওর পেছন পেছন বাবা - মা এর পাশে গিয়ে বসলাম আর এক সাথে টিভি দেখতে লাগলাম।

বাবা জিজ্ঞেসা করলো, "সব ঠিক মতন পড়া হয়েছে?"

রঞ্জু আমার আগে উত্তর দিলো, "হ্যাঁ, আজকের পড়া টা এমন কোনো কঠিন ছিল না।"

"ভালো, তোরা দুজনেই দেখছি আজ বেশ মনোযোগ সহকারে পড়াশুনা করছিলি," বাবা মন্তব্য করলো।

আমি মাথা নেড়ে শুধু বললাম, "হুঁহ হুঁহ।"

আমি ভালো করেই জানি যে আজ আমি সব পড়া শেষ করে উঠতে পারি নি। তখন আমার মন, ধ্যান সব অন্য কোথাও ছিল, উড়ে বেড়াচ্ছিলো। আজ রাত্রে খাওয়া দেওয়ার পরে, নিজের ঘরে বসে পড়া শেষ করতে হবে, কিন্তু এখনো তো মনের মধ্যে অন্য কিছু দেখে যাচ্ছি, রঞ্জুর সুন্দর গোল গোল দুটো লেস যুক্ত ব্রা দিয়ে ঢাকা স্তন গুলির ছবি। একবার রঞ্জুর দিকে তাকালাম। সে একটি সিঙ্গল সোফাতে, পা ভাঁজ করে বসে, একটি বালিশ তার কোলে রেখে টিভি দেখছিলো। আমার দিকে তাকালো, আর যেই আমাদের চোখা চোখি হলো, একটি সুন্দর মিষ্টি হাসি দিলো।

রঞ্জুর গাল দুটো বেশ ভরাট, সুন্দর দেখতে ছিল, (যা এখনও কিছুটা লাল ছিল), হাঁসলে একটু টোল পরে। তার চোখ দুটো সুন্দর টানা টানা, একটা মায়াবী দৃষ্টি, মুখশ্রী বেশ মেয়েলি। আমি তার ঘন কালো মাথা ভরা চুল এর দিকে তাকালাম, তার কাঁধের উপর থেকে মাঝ পিঠ পর্যন্ত বিস্তৃত। কানের কাছে, এক ফালি চুল নিয়ে আঙুলে পেঁচিয়ে সে খেলে যাচ্ছিলো। আমি জানি আমার বোন বেশ সুন্দরী।

রঞ্জু, হাটু ভাঁজ করে, অর্ধ পদ্মাসন করে বসে, তার ঘেড় দেওয়া লাল স্কার্ট দিয়ে পা ঢেকে, সিঙ্গল সোফার উপর বসে ছিল। আমি তার শার্টের ভিতর থেকে তার স্তনের নরম ফুলে ওঠা ঢেউয়ের আকৃতি লক্ষ্য করলাম, তার জামাটি তার শরীরের অনুপাতে ছোটো হাওয়ায়, তার বুক জুড়ে বেশ আঁটসাঁট হয়ে আঁকড়ে ছিল। মনের মধ্যে একটা ভালো লাগার ঢেউ বয়ে গেলো। আজকের রাত্রে আমাদের মধ্যে যে ধরনের একটা অদ্ভুত আকর্ষণ শক্তি সৃষ্টি হলো, তা আগে কখনও অনুভব করিনি। যখনি আমাদের চোখা চোখি হয়েছে, রঞ্জু একটা মিষ্টি হাসি দিয়ে, মাথাটা একটা ঝাঁকুনি দিয়ে, তার চুলগুলো পিঠের উপর ফেলেছে, এবং আমি, জীবনে প্রথম বার আমার ছোটো বোনের সামনে লজ্জায়, কথা বলতে অক্ষম হয়ে পরেছিলাম।

আমি খালি আমার সেই চিরকুটে লেখাটি চিন্তা করছিলাম, ঐযে শেষ যেটাতে আমি লিখেছিলাম, 'আমি মনে করি তারা নিখুঁত এবং সুন্দর,' সেই চিরকুটটি, যেটি এখনো রঞ্জুর ব্রা এর ভিতর, তার ডান স্তনের উপরে রয়েছে …… আমি যেন কল্পনা করে দেখতে পাচ্ছিলাম ভাঁজ করা সেই চিরকুট টির রূপরেখা তার ব্রা এবং জামার উপর দিয়ে।

[/HIDE]
 
[HIDE]

এর পরের কয়েকটা দিন হটাৎ মাএর অফিসের কাজের চাপ এতো বেড়ে গেলো যে মা তার অফিসের কাজের ফাইল পত্র বাড়িতে নিয়ে আনতে শুরু করলো আর প্রতি সন্ধ্যায় আমাদের দুই ভাই বোনের সাথে মা ও ডাইনিং টেবিলে বসে তার কাজ করে যেতে লাগলো। তাই এই পরিস্তিথি তে রঞ্জু আর আমি বাধ্য হয়ে আমাদের পড়াশুনায় আবার মনোযোগ দিতে লাগলাম। প্রায় দশ দিন পর মা রাত্রে খাবার খেতে খেতে বললো যে শেষ পর্যন্ত তার অফিসের সব কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। রঞ্জু একবার শুধু আমার দিকে তাকিয়ে, মুখে অল্প একটু হাসি দিয়ে, তার খাবারে মনোযোগ দিলো।

পরের দিন স্কুল থেকে ফেরত এসে, নিজের ঘরে বসে ভাবছিলাম আজ আবার আমি আর রঞ্জু, দুজনে একত্র ডাইনিং টেবিলে বসে পড়বো আর হয়তো আবার আমাদের মধ্যে চিরকুট আদান প্রদান হবে। আজও কি রঞ্জু তার বক্ষ আর স্তন দেখাবে? চিন্তাটা মাথায় আসতেই, দুপায়ের মাঝে নিদ্রিত, আমার ছোটো ভাই, তার সজাগ হয়ে ওঠার সংকেত দিলো, আমার জাঙ্গিয়ার ভেতর থেকে মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করে।

যখন শেষ পর্যন্ত, রঞ্জু আর আমি সন্ধ্যায় ডাইনিং টেবিলে পড়াশুনা করতে বসলাম, তখনো বাবা অফিস থেকে ফেরেনি আর মা, ঘরের টুকি টাকি কাজ করে চলেছিলেন। অন্যান্য দিনের মতন তখনো টিভির সামনে বসে নি। আমি লক্ষ করলাম যে রঞ্জু একটি অন্য ধরণের জামা পড়েছে। জামাটি ঢিলা ঢালা, কোনো বোতাম নেই, কিন্তু তখনি আমার নজরে পড়লো যে, …… যখন রঞ্জু কিছু লেখার জন্য, সামনের দিকে ঝুঁকে বসছে, জামার গলাটা বড় আর ঢিলা ঢালা হবার কারণে, সামনের দিকে ঝুলে পরাতে, বুকটা সম্পূর্ণ দেখা যাচ্ছে। প্রথম বার যখন রঞ্জু সামনে ঝুঁকে, মাথাটা অল্প উঠিয়ে আমার দিকে তাকালো, আমি না দেখার ভান করলাম - কিন্তু আমি সব দেখেছিলাম। রঞ্জু সোজা হয়ে বসে কিছুক্ষন তার পড়া করে গেলো, আর তারপর আবার সামনের দিকে ঝুঁকে বসলো। আমি দেখলাম তার ব্রা, গোলাপি রঙের লেসের তৈরী ব্রা, আগের বারের ব্রায়ের থেকে যেন আরো ছোটো, সব কিছুই যেন সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। আমি তার একটি বক্ষের পুরো বক্ররেখা দেখতে পেলাম এবং স্পষ্টতই তার স্তনের ফুলে ওঠা বোঁটা বোঝা যাচ্ছিলো। অনেক কষ্টে আমি আমার চোখ নামালাম। আজ জীবন বিজ্ঞানের একটি দরকারি প্রশ্নের ছবি সহ উত্তর লিখতে হবে, তার উপর অন্য বিষয় গুলোও একবার পড়ে নিতে হবে, কিন্তু রঞ্জু আমার সাথে কি করছে, আমি যে কিছুতেই আমার পড়াতে মন বসাতে পারছিলাম না। ঠিক তখন সেদিনের প্রথম চিরকুট টি উদয়মান হলো:

'তুই কি আজ আবার
হুলো বিড়ালের মতন
ছুঁক ছুঁক করছিস'


ঠিক সেই মুহূর্তে, বাবা অফিসে থেকে ফেরত এলো আর নিজের ঘরে গিয়ে হাতমুখ ধুয়ে ফ্রেশ হতে গেলো। মা বাবার জন্য চা - জলখাবার বানাতে রান্নাঘরে গেলো। আমি স্তব্ধ হয়ে, বইয়ের মধ্য রঞ্জুরর দেওয়া চিরকুট টি কোনো রকমে আমার হাতের তালু দিয়ে ঢেকে রেখেছিলাম। অল্প কিছুক্ষনের মধ্যেই বাবা তার ঘর থেকে বেরিয়ে আসলেন আর মা ও রান্নাঘর থেকে একটি ট্রে তে করে বাবার জন্য চা, হালকা জলখাবার নিয়ে, খাবার টেবিলের পাশ দিয়ে হেটে, বসার ঘরে গিয়ে সোফার উপর বসে টিভি দেখতে লাগলো। আমি এতক্ষন দুরুদুরু বুকে, কোনো রকমে, বইয়ের মধ্যে, চিরকুটটি আমার হাতের তালু দিয়ে ঢেকে রেখেছিলাম … এই বুঝি ধরা পরি। আমার প্রায় নিঃস্বাস বন্ধ হবার অবস্থা ছিল, টেবিলের তলায় আমার পা দুটো কাঁপছিলো। বেশ কিছুক্ষন পর, যখন নিশ্চিত হলাম, বাবা - মা টিভি দেখছে, এখন আর ধরা পড়ার ভয় নেই, সাহস করে চিরকুট টি উল্টে, তাতে লিখলাম:

'আমি নিরুপায়,
তুই একজন
প্রলোভনকারী নারী'

আমার লেখা চিরকুট টি পড়ে, রঞ্জু সোজা হয়ে বসে, নিজের মাথা একটু ঝাঁকিয়ে, চুল গুলো ঘাড়ের উপর ফেলে, এক হাত দিয়ে কানের কাছে উড়ে আসা চুলের ফালি আঙ্গুল দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে খেলতে লাগলো আর আবার একটি কাগজের টুকরো নিয়ে কিছু লিখে আমার দিকে এগিয়ে দিলো। চিরকুট টি খুলে দেখি লেখা আছে:

'হুম,
কিন্তু তোর তো মনে হয়
ভালোই লেগেছে, ঠিক??
আমাকে
একটা অন্য ব্রা পরতে হলো,
আগেরটা
যেন হটাৎ ছোটো হয়ে গেলো!'

আমি চিরকুট টি ভালো করে পড়লাম, আর এবার বেশ মনে সাহসের সাথে লিখলাম:

'আমার খুব পছন্দ!
আরো পছন্দ, ব্রা এর
ভেতরে যা ঢাকা আছে, সেটা'

আমার চিরকুট টি পড়ে, রঞ্জুর চোখ দুটো বড় হয়ে গেলো, আর আমার দিকে একবার আড়চোখে তাকালো। এবার আমি মিষ্টি করে একটা হাসি দিলাম আর আমার মাথা নামিয়ে, আমার সামনে রাখা বইয়ের দিকে তাকালাম। খুব অল্প সময়ের মধ্যেই রঞ্জুর প্রতিউত্তর পেলাম:

'হায় ভগবান - হুলো!
আমি বিশ্বাস ই করতে পারছি না,
তুই এইটা লিখেছিস!
আমরা বিপদে পরতে পারি।
আমার এখনো মনে হয়না
যে দুটো সমান মাপের।
একে অপরের থেকে
দেখতে আলাদা মনে হয় না?
তোর কি মনে হয়??'

এবার তো আমাকে আমন্ত্রণ জানানো হচ্ছে আরো দেখার জন্য। তাই আমি বেশ কয়েকবার উঁকি মেরে, সোজা তাকিয়ে দেখলাম আর তারপর লিখলাম:

'আমি সঠিক ভাবে
বলতে পারছি না'

সঙ্গে সঙ্গে পাল্টা চিরকুট:

'কেন'

আমিও উত্তর দিলাম :

'সঠিক দেখা যাচ্ছে না'

উত্তর পেলাম:

'দাড়াও!'

এবং সঙ্গে সঙ্গে রঞ্জু তার চেয়ার থেকে উঠে, দৌড়ে দোতালায় উঠে গেলো। এবার আবার কি হলো? আমি তখন সত্যিই বিভ্রান্ত হয়ে পরেছিলাম। যখন সে ফেরত আসলো, আমি আমার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। আমার ঠিক উল্টো দিকে, আমার ছোটো বোন তার আগের জামাটি পাল্টে, একটি অন্য জামা পরে বসে আছে। এবারের জামাটি আরো একটু ঢোলা ঢালা, সামনে বোতাম - এবং তার জামার উপরের তিনটি বোতাম খোলা। আমার সামনে, ডাইনিং টেবিলের উল্টোদিকে আমার ছোটো বোন রঞ্জু এসে বসলো এবং আমি দেখলাম সে তার জামাটিকে এমন ভাবে ছড়িয়ে ধরলো, যাতে যখন সে সামনে ঝুঁকে বসলো, আমি তার খোলা স্তন দুটি দেখতে পেলাম।

রঞ্জু তার ব্রা খুলে এসেছে! তার স্তনগুলি একটু ছোট মনে হচ্ছিলো, তবে এই প্রথম আমার সামনে পুরোপুরি নগ্ন অবস্থায় ছিল, এবং আমি স্তনের উপর তার ফুলে ওঠা কালচে স্তনবৃন্তটি দেখতে পাচ্ছিলাম। সব মিলে পুরো স্তনটি একটি নিখুঁত আকৃতি ধারণ করে রেখেছে; যেন বৃষ্টির জলের ফোটার মতন গোলাকার, ভরাট এবং ফুলে ওঠা। সাধারণত স্তন দুটি তার জামার তলায় ঢাকা থাকে, যেটা এই মুহূর্তে জামার সামনেটা খোলা থাকায়, নগ্ন অবস্থায় ছিল। সম্পূর্ণ স্তনবৃন্তটি পুরোপুরি ফোলা, যেন একটি ছোট্টো গোলাকার বল, একটি বড় গোলাকার বল এর উপর বসানো। নিখুঁত! একদম নিখুঁত! আমার শিশ্ন তখন পুরোপুরি শক্ত হয়ে কাঠ, আর চোখ মুখ লাল হয়ে উঠেছে। আমি তার দিকে তাকালাম, তার খোলা জামাটির দিকে তাকালাম। আমি যেন নিজের উপর সব নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিলাম। রঞ্জু এইবার আমাকে উপেক্ষা করে কেবল তার বইয়ের দিকে তাকিয়ে রইলো, তবে আমি জানতাম যে সে ভালো ভাবেই টের পেয়েছে যে আমি তাকে পুরোপুরি দেখতে পেরেছি। ও তো দেখাতেই চাইছিলো। আর আমি? আমিও তো দেখবার জন্য চাতক পাখির মতন হাঁ করে বসে ছিলাম সেই কত দিন ধরে।

[/HIDE]
 
[HIDE]

কিছুক্ষন পর, দেখলাম রঞ্জু জামা ঠিক করে সোজা হয়ে বসলো, জামার বোতাম গুলো লাগিয়ে নিলো, তারপর একটা কাগজের টুকরো নিয়ে কিছু লিখে, আমার দিকে এগিয়ে দিলো। আমি চিরকুট টা খুলে দেখি লেখা:

'তাহলে
এবার কি মনে হয়???'

আমার বলার কিছুই ছিল না, শুধু লিখলাম :

'তাহারা অতি সুন্দর,
অপূর্ব'

সঙ্গে সঙ্গে পাল্টা চিরকুট এলো :

'সেটা নয়!!
দুটো কি একই রকম??'

আমি চিরকুট টি উল্টো করে লিখলাম:

'আমি এখনো বলতে পারছি না
আমি শুধু একটা একটা করে
দেখতে পেরেছি
দুটো
একসাথে দেখতে পাইনি'

রঞ্জু এবার একটু হাঁসলো, আর একবার নিজের বুকের দিকে তাকিয়ে, আমার দিকে তাকালো, মনে হলো খুব চাঁপা স্বরে বললো, 'হুলো একটা'।

যখন পড়াশুনা শেষ হয়ে গেলো, আমি খাতা বই সব গুছিয়ে রাখছিলাম, আর তখন রঞ্জু বেশ একটু উঁচু আওয়াজেই জিজ্ঞেস করলো, "রনি, আমি একটা কম্পিউটারে চার্ট করেছি, একটু ঠিক আছে কিনা দেখে দে না।" আমি কিছু উত্তর দেবার আগেই সে মা কে শুনিয়ে বললো, "মা, আমাদের একটু কাজ আছে, একটু কম্পিউটারে রনির সঙ্গে বসবো। এখনি তো খেতে দিচ্ছো না, আমরা আধ ঘন্টার মধ্যে কাজ শেষ করে আসছি। ঠিক আছে মা?"

মা একবার শুধু আমাদের দিকে তাকালো। তার কোনো ধারণাই ছিলোনা যে তার ছেলে আর মেয়ে ডাইনিং টেবিলে, পড়ার নাম করে, এতক্ষন কি করছিলো। মা শুধু উত্তর দিলো, "ঠিক আছে, খেতে দিতে এখনো আধ ঘন্টা বাকি।"

আমাদের কম্পিউটার দোতালায় লাইব্রেরি ঘরে রাখা। রঞ্জু আমার দিকে তাকিয়ে, সিঁড়ি দিয়ে উপরে দোতালায় উঠতে শুরু করলো। আমার ও আর কিছুই করার ছিল না। আমিও রঞ্জু কে অনুসরণ করে সিঁড়ি দিয়ে দোতালায় উঠলাম। আমি সিঁড়ি দিয়ে উপরে উঠতেই, রঞ্জু আমার হাত ধরে টেনে তার শোবার ঘরে ঢুকলো। শোবার ঘরটির আলো নেভানো ছিল আর পেছনের জানালা দিয়ে বাইরের স্ট্রিট লাইটের আলো ঘরটিকে যথেষ্ট আলোকিত করে রেখেছিলো। আমরা ঘরে ঢুকতেই রঞ্জু দরজাটি বন্ধ করে দিলো। আমি তার পাশে দাঁড়িয়ে ছিলাম। রঞ্জু এবার আমার দিকে ঘুরে দাঁড়ালো, আমার খুব কাছে, প্রায় গায়ে ছুঁই ছুঁই ভাবে।

"রনি …. তুই এবারে আমার জামার বোতাম খুলতে পারিস।" রঞ্জু আমার দিকে তাকিয়ে, চোখ পিট পিট করে বললো, তখনো আমার হাত সে ধরে ছিল, বেশ জোরে জোরে নিঃস্বাস নিচ্ছিলো। তার পর সে বললো, "আমি .. মানে, বলতে চাই ... পরীক্ষা করে দেখার জন্য।"

আমি এক দৃষ্টিতে রঞ্জুর মুখের দিকে তাকিয়ে রইলাম। তারপর আমার হাত দুটো ওর হাতের থেকে আলগা করে, ওর জামার উপর আমার হাত রাখলাম, ঠিক ওর বক্ষের দুইটি ঢিপির মাঝে, জামার উপরের বোতামটির উপর। আমার হাত দুটো কাঁপছিলো, আর আমি ধীরে ধীরে ওর জামার বোতাম একটার পর একটা খুলতে লাগলাম। ওর জামার সামনেটা পুরো খুলে গেলো আর আমি ওর খোলা বুকের দিকে তাকিয়ে রইলাম। রঞ্জু একটা ঢোক গিললো, আর আমি ওর চোখের দিকে তাকালাম, তারপর ওর খোলা বুকের দিকে আবার তাকিয়ে রইলাম।

"তুই ইচ্ছে করলে, ধরে দেখতে পারিস।" রঞ্জুর কথা গুলো শোনার পর আমি আমার হাত দুটো এবার এক একটা উঁচু হয়ে ফুলে থাকা স্তনের উপর রাখলাম আর হাতের পাতার মধ্যে নিয়ে আঙ্গুল চারিদিকে ছড়িয়ে স্তন দুটো ধরলাম। স্তনের চারিদিকে হাত বোলালাম, স্তনবৃন্তের চারিদিকে আঙ্গুল ঘোরালাম, দুই আঙ্গুল দিয়ে বৃন্তটি ধরলাম। আমি প্রায় হাঁপাচ্ছিলাম, আমার শ্বাস প্রস্বাস এর গতি এতো বেড়ে গিয়েছিলো। আমাদের দুজনারি শরীর দিয়ে একটা তাপ বের হচ্ছিলো, দুজনারই চোখ মুখ লাল হয়ে উঠে ছিল। আমি টের পেলাম যে আমার দুই পায়ের ফাঁকে, আমার লিঙ্গ মহারাজ ক্ষেপে ফুলে, শক্ত হয়ে দাঁড়িয়েছে আর আমার পরণের জীন্স ভেদ করে বের হবার চেষ্টা করছে; রঞ্জু কি টের পেয়েছে, যেভাবে আমার সামনেটা ফুলে উঠেছে? শুধু আমরা দুজন সামনা সামনি দাঁড়িয়ে, দুজনারি মাথা সামনের দিকে একটু ঝুঁকে, দুজনেই তাকিয়ে আছি ওর খোলা স্তন যুগলের উপর। আমাদের দুজনার গরম নিঃস্বাস একত্র হয়ে, আমার বোনের সুগন্ধি পারফিউম আর ওর মাথার চুলের গন্ধের সাথে মিশে যাচ্ছিলো।

"দুটোই একদম সমান, অভেদ জমজ।" আমি বললাম, (আমাদের এইরূপ দাঁড়াবার যেন প্রধান কারণের ন্যায্যতা)। আর আমরা এই ভাবেই আরো কিছুক্ষন দাঁড়িয়ে রইলাম। আমি এমনকি আমার আঙ্গুল তার দুই বক্ষের চারিদিকে বুলিয়ে, ধীরে ধীরে নামিয়ে তার পেটে আর নাভিতেও বুলিয়ে দিলাম।

"ঠিক আছে …. আজ যথেষ্ট হয়েছে," রঞ্জু বলে উঠলো আর আমার হাত ধরে তার পেট থেকে সরিয়ে দিলো। এক পা পিছিয়ে গিয়ে বললো, "এবার আমাদের লাইব্রেরি তে গিয়ে বসা দরকার," আর নিজের জামার বোতাম সব লাগাতে লাগলো। জামা ঠিক করে, আমার দিকে তাকিয়ে শুধু বললো, "ধন্যবাদ," আর আস্তে করে ঘরের দরজা খুলে, আমাকে নিয়ে ওর শোবার ঘর থেকে বেরিয়ে লাইব্রেরীর দিকে হাঁটা দিলো।

আমি ওর পেছন পেছন লাইব্রেরি তে ঢুকলাম আর কম্পিউটার এর সামনে পাশাপাশি বসলাম। কেউ কোনো কথা বলছিলাম না। শুধু কম্পিউটার স্ক্রিন এর উপর বিদেশের কোনো এক পাহাড়ের ছবির দিকে তাকিয়ে রইলাম। আমরা দুজনেই খুব পাশাপাশি বসেছিলাম এবং ওর শরীরের থেকে উৎপন্ন তাপ আমি অনুভব করতে পারছিলাম। আমি ওর মাথার চুলের মিষ্টি ঘ্রান ও পাচ্ছিলাম আর ওর প্রতিটি শ্বাস প্রস্বাসের আওয়াজ ও শুনতে পাচ্ছিলাম।

আমি সামান্য আমার মাথা ওর দিকে হেলিয়ে বসলাম, যাতে আমার গাল ওর মাথার চুলের ছোয়া পায়, যে চুলের গুচ্ছগুলি তার মাথার পাশ দিয়ে কানের উপর দিয়ে ওর বুকের উপর ঝুলে পড়েছে। একবার, অল্প কিছুক্ষনের জন্য আমি আমার হাত ওর হাঁটুর উপর রাখলাম। রঞ্জু শুধু একটু কুকিয়ে শিউরে উঠলো, যখন আমি তার হাঁটুর উপর হাত রেখেছিলাম, কিন্তু আমরা কোনো কথা বলিনি।

সেই রাতে আমি কখন খেয়েছি, কি খেয়েছি, কিভাবে আমি আমার ঘরে ঢুকেছি, কিছুই মনে নেই, শুধু মনে আছে অনেক রাত পর্যন্ত বিছানায় বসে, আমি আমার হাত দুটোকে দেখে যাচ্ছিলাম, সেই হাত দুটো যেগুলো আমার বোনের নগ্ন স্তন ধরেছিলো, হাত বুলিয়েছিল। কখন ঘুমিয়ে পড়েছি জানিনা।

*********
[/HIDE]
 
[HIDE]

যেহেতু আমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনগুলো এগিয়ে আসছিলো, আমরা দুজন পড়াশুনার দিকেও নজর রেখেছিলাম। তাই প্রতি সন্ধ্যায় পড়তে বসে যে চিরকুট আদান প্রদান হতো তা নয়, তবে বলা যায় মাসে দুই তিন বার আমরা চিরকুট আদান প্রদান করতাম।

প্রতি সপ্তাহে, বৃহস্পতিবার এমন একটা দিন যেদিন আমাদের দুজনার একই সঙ্গে, একই মাস্টারের কাছে টিউশন থাকে। সেই রকমই এক বৃহস্পতিবার স্কুলে গিয়ে খবর পেলাম যে মাস্টার মশাই অসুস্থ হওয়াতে, সেদিনের বিকেলে টিউশন বাতিল করেছেন। অগত্যা আমরা দুই ভাই বোন স্কুল শেষ হবার পর একত্র বাড়ির দিকে রওনা দিলাম। রাস্তায় হাঁটতে হাঁটতে আমাদের শরীরে ছোঁয়াছুয়ি হচ্ছিলো, প্রথম দিকে কিছুটা আকস্মিক ভাবে, কিন্তু পরে যেনো দুজনেই কিছুটা ইচ্ছাকৃত ভাবে নিজেদের শরীর অন্যজনার শরীরে ঠেকিয়ে ধরছিলাম। একে অন্যের দিকে তাকিয়ে যেনো না বোঝার ভান করে চলেছিলাম। বাড়ি পৌঁছে রঞ্জু আমার দিকে তাকিয়ে, একটা মিষ্টি হাসি দিয়ে, নিজের জীভ দিয়ে ঠোঁট চেটে, নিচের ঠোঁট দাঁত দিয়ে আলতো ভাবে কামড়ে, উপরে উঠে গেলো। আমিও সামনের দরজা লাগিয়ে, উপরে আমার ঘরে উঠে গেলাম।

হাত মুখ ধুয়ে, জামা কাপড় পাল্টে আমি রঞ্জুর ঘরে গিয়ে দরজা খটখটালাম। ভিতর থেকে ঢোকার অনুমতি পেয়ে দরজা খুলে দেখি রঞ্জু আমার একটি পুরানো শার্ট এবং একটি জিন্স এর প্যান্ট পরে ঘরের মাঝ খানে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে মুখে একটা মিষ্টি হাসি দিয়ে, রঞ্জু আমার দিকে প্রেম ভরা দৃষ্টি দিয়ে তাকালো।

এবার আমিই তার দিকে প্রথম অগ্রসর হলাম। রঞ্জু তার চোখ দুটি অর্ধেক বুজিয়ে, আমার আলিঙ্গনে যেনো গলে গেলো আর আমার ঠোঁট, ওর ঠোঁট দুটোর সাথে যুক্ত হয়ে চুম্বন খেতে শুরু করলো। আমাদের জিহ্বা দুটো, যেনো খেলার ছলে একে অপরের সাথে নাচতে লাগলো। আমরা দুজনে এই ভাবে ধীরে সুস্থে চুমু খেয়ে গেলাম, আমাদের নাক দিয়ে শ্বাস প্রস্বাস নিয়ে, সেই মধুর মুহূর্তের অতুলনীয় স্বাদ এর উপলব্ধি করে গেলাম। অবশেষে, রঞ্জু, নিঃস্বাস নেবার জন্য আলতো করে আমাদের চুম্বনটি ভেঙে দিল। আমাদের দ্রুত, অগভীর শ্বাস ফেলা আমাদের আবেগের এক সুস্পষ্ট চিহ্ন ছিল।

রঞ্জু ধীরে ধীরে তার জামার বোতাম গুলো সব খুলে ফেললো আর তার জামার নিচে তার ব্রা প্রকট হয়ে পড়লো। তারপরে সে তার ব্রায়ের হুক গুলো খুলে ব্রা টিকে আলগা করে দিলো আর তার নিখুঁত শঙ্কু আকৃতিত স্তন দুটি সোজা হয়ে দাঁড়িয়ে রইলো, যেনো মহাকর্ষের সমস্ত ধারণাকে অমান্য করে। তার স্তনবৃন্তগুলি একটু আকারে বড়ো ছিল এবং শীতল বাতাসের ছোঁয়া লেগে সেগুলি খাড়া হয়ে দৃষ্টি আকর্ষণ করে চলেছিল

আমার চোখ তাদের দিকে এক নাগাড়ে তাকিয়ে ছিল এবং আমার মুখটি খানিকটা হাঁ হয়ে খোলা অবস্থায় ছিলো; এই স্তন দুটি দেখা যেনো আমার জীবনের একটা স্বপ্ন পূরণ এবং আমি এই মুহুর্তটি আমার মনের ভেতর চিরস্থায়ী করে রাখতে চেয়েছিলাম।

"হুম, … এইগুলো একটু হয়তো ছোটো, কিন্তু আপাতত এই গুলো নিয়েই তোকে সন্তুষ্ট থাকতে হবে মনে হয়," রঞ্জু একটু ধামা-চাপা গলায় বললো।

"আমার কাছে এই দুটো, … মানে তোর স্তন দুটো একেবারে নিখুঁত।" আমি বলে উঠলাম।

"তুই ইচ্ছে করলে আজও তাদের ছুঁয়ে দেখতে পারিস।" রঞ্জু ফিসফিস করে বললো।

আস্তে আস্তে, আমি তার স্তনগুলি আমার হাতের তালু দিয়ে চেপে ধরলাম। স্তন দুটি যে অত্যন্ত নরম তা আমি আমার হাতের স্পর্শ দ্বারা অনুভব করলাম এবং আমার হাতগুলি সাবধানে তাদের পরীক্ষা করতে শুরু করার সাথে সাথে রঞ্জু একটি গরম দীর্ঘশ্বাস ফেললো। তার স্তনগুলি আসলেই ছোট ছিল, তবে সেগুলি পুরোপুরি আকারযুক্ত এবং দৃঢ় ছিল। স্তন দুটির সবচেয়ে আশ্চর্যজনক বৈশিষ্ট্য ছিল তাদের স্তনবৃন্তের চারিদিকে হালকা খয়রি রঙের গোলাকার অঞ্চলটি এবং স্তনবৃন্ত দুটি, যেগুলো খাড়া এবং গর্বের সাথে আমার দিকে মাথা উঁচিয়ে ধেয়ে আসছিলো।

"তুই চাইলে, এই দুটোকে চুমু খেতে পারিস …. " আবার খুব মিহি গলায় রঞ্জু বললো।

অতি সন্তর্পনে আমি আমার মুখ তার স্তনের কাছে এনে, একটি স্তনবৃন্ত মুখে নিয়ে আস্তে আস্তে তার চারিদিক চাটলাম। রঞ্জু তার হাত আমার মাথার উপর নিয়ে, আলতো ভাবে আমার চুল মুঠো করে ধরলো। সে রীতিমতন তখন ছটফট করছিলো আর কেঁপে কেঁপে উঠছিলো। আমি আমার জীভ দিয়ে তার স্তনবৃন্তটির চারপাশে ভাল করে চেটে দেবার পর, আমি হালকাভাবে স্তনবৃন্তটি মুখে পুড়ে চুষে স্তন্যপান করতে লাগলাম।

"ওহঃ হ্যাঁ …. আহঃ, কি সুন্দর …. " রঞ্জুর চাঁপা উত্তেজিত মধুর গলার আওয়াজ কানে এলো।

আমি ঘন্টার পর ঘন্টা ধরে এরকম চুষে যেতে পারতাম কিন্তু কিছুক্ষন পর রঞ্জু আলতো করে আমার চুলের মুঠি ধরে টান দিয়ে আমার মাথা তুলে ধরলো আর বললো, "এইটি কিছুটা সংবেদনশীল হয়ে উঠছে। তুই এখন অন্যটিকে একটু চেষ্টা করে দেখ না।"

আমি যে স্তনবৃন্তটি চুষছিলাম, মুখ থেকে বের করে দিলাম। দেখলাম স্তনটি আমার মুখের লালায় ভিজে, চকচক করছে। দ্বিতীয় স্তনটির দিকে নিজেকে নিয়ে যেতে টের পেলাম যে আমার লিঙ্গটি খাড়া হয়ে, ফুলে ফেঁপে শক্ত হয়ে উঠেছে এবং আমার জাঙ্গিয়া আর
প্যান্টের মধ্যে আবদ্ধ থাকায় বেশ ব্যথা ব্যথা করছে। আমার লিঙ্গটি নিশ্চই অনেকক্ষন থেকে খাড়া হয়ে আছে, কারণ আমি টের পেলাম যে প্রচুর পরিমানে আমার যৌন রস চুইয়ে বের হয়ে, আমার জাঙ্গিয়া ভালো ভাবেই ভিজিয়ে দিয়েছে এবং কিছুটা রস চুইয়ে আমার প্যান্টের সামনেটাও ভিজিয়ে দিতে শুরু করেছে।

কিছুটা ত্রাণ পেতে পারলে অবশ্যই খুব সুন্দর হত এবং আমি একটু স্বস্তি পেতাম, তবে আমি তখন শুধু রঞ্জুর ইচ্ছাকে পূরণ করতে চেয়েছিলাম; আমাকে যেভাবে রঞ্জু এগিয়ে নিয়ে যাবে, সেই ভাবেই আমি এগোতে চেয়েছিলাম।

আমি দ্বিতীয় স্তনটি চাটতে আর চুষতে শুরু করলাম, এবং আমার একটি হাত তার উরুসন্ধির দিকে ঘুরতে ঘুরতে পৌঁছে গেলো। আমি এই অঞ্চল থেকে একটা উত্তাপ অনুভব করতে পারলাম, এবং আমার হাতের স্পর্শে কিছুটা স্যাঁতসেঁতে ভাব অনুভূত হয়েছিল। মনে মনে ভাবলাম রঞ্জুর নিশ্চই ভালো লাগছে আমি যা করে যাচ্ছি, এবং নতুন উদ্দামে আমি তার কোমল স্তন চুষে স্তন্যপান করতে থাকি।

রঞ্জুর শ্বাস প্রশ্বাস বেশ দ্রুত হতে শুরু করলো, গলা দিয়ে আদুরে আওয়াজ বের হতে লাগলো এবং তার হাতটি আমার মাথায় চেপে ধরে আরও শক্ত চাপ প্রয়োগ করতে লাগলো। কিছুক্ষন পর, রঞ্জু আবার আমার মাথার চুল ধরে টান দিলো এবং আমার মুখটি আরও একবার সেই স্বর্গীয় অমৃত থেকে প্রস্থান করালো যা আমার মুখ মহানন্দে পান করে যাচ্ছিলো।

"রনি, তুই আমাকে দারুণ সুখ দিলি , তুই নিজেও চিন্তা করতে পারবি না, আমি কি আনন্দ উপভোগ করেছি। কিন্তু রাগ করিস না, আমি এর থেকে বেশি এখন আর এগোতে চাই না।" রঞ্জু আমার দুই হাত ধরে, আমার চোখের দিকে তাকিয়ে বলে গেলো।

[/HIDE]
 
[HIDE]

আমি রঞ্জুকে দুই হাত দিয়ে জড়িয়ে, বুকের মধ্যে টেনে নিয়ে বললাম, "নিশ্চই, আমি পুরোপুরি তোর ইচ্ছার মার্জদা দেবো। রাগারাগির কোনো প্রশ্নই ওঠেনা, আমি তো এই মুহূর্তে, তোর সাথে থাকতে পারাটাই মনে করি, আমি যেনো বিরাট একটা বিশেষ অধিকার প্রাপ্ত করেছি।"

পরের দিন সকালে, স্কুলে যাবার আগে, খাবার খেয়ে, ডাইনিং টেবিলের উপর আমি স্কুল ব্যাগ গোছাচ্ছিলাম যখন রঞ্জু আমার পাশে এসে দাঁড়ালো। ফিস ফিস করে বললো, "গতকাল আমি একটা বোকার মতো কাজ করেছি, আমি সরি।"

আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম আর বলে ফেললাম, "হ্যা, মানে … আমি মানে … আমার কিন্তু খুব ভালো লেগেছিলো।" আর আমি সোজা ওর বুকের দিকে তাকিয়ে রইলাম।

রঞ্জু, আমার দৃষ্টি কোথায় আবদ্ধ দেখে, ফিসফিস করে বললো, "সে তো আমি জানি, হুলো একটা, ….. ধন্যবাদ প্রশংসার জন্য।" আমার দিকে একটা মুচকি হাসি দিয়ে রান্নাঘরের দিকে হাঁটা দিলো। আমরা স্কুলে যাবার আগে কখনোই একে অপরের প্রতি এতটা মনোযোগ দিই নি। আমার মনে হলো রঞ্জু আজ সকালে সত্যিই একটু অদ্ভুত ব্যবহার করছিলো।

আমিও রঞ্জুর পেছন পেছন রান্নাঘরে ঢুকলাম আর ওর পাশে গিয়ে সবে বলতে শুরু করেছি, "তোর ….. "
আর সঙ্গে সঙ্গে রঞ্জু খুব ধীর গলায় শ শ শ করে আওয়াজ করলো, আর ঠিক তখনি আমি মা এর গলা শুনতে পেলাম, "আমি তৈরী, তোদের কত দেরি।"
আমার তখন অবস্থা শোচনীয়, ওহঃ বাবা! ভীষণ বাঁচা বেঁচে গিয়েছি! আমি বলতে যাচ্ছিলাম, 'তোর পর্বত দুটি ভীষণ নরম,' উফঃ ভগবান, যদি বলে ফেলতাম আর মা যদি শুনে ফেলতো তাহলে …? আমি খেয়াল করলাম না রঞ্জু মা কে কি বললো, তবে মা রান্না ঘর থেকে বের হতেই সে আমার হাত চেপে ধরে, নিজের বুকের ভিতর থেকে, ব্রা এর নিচে তার হাত ঢুকিয়ে, একটা ভাঁজ করা কাগজ বের করে আমার স্কুল ব্যগের মধ্যে ঢুকিয়ে দিলো আর তারাতারি বললো, "এখানে না, পরে কোনো এক সময় পড়ে নিস, তারপর ছিঁড়ে ফেলে দিস," আর সে নিজের স্কুল ব্যগ পিঠে ঝুলিয়ে বেরিয়ে গেলো।

স্কুলে সারাটা পথ যেন আমি একটা ধোঁয়াশার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আমি আমার বন্ধুদের সাথেও ঠিক মতন কথা বলতে পারছিলাম না, কারণ আমি সারাটা পথ খালি একটি নির্জন বা নিরিবিলি জায়গা খুজছিলাম যেখানে আমি রঞ্জুর চিরকুটে কি লেখা আছে পরতে পারি। স্কুলেও চট করে সেরকম জায়গা খুঁজে পাওয়া যাবেনা, যেখানে নিশ্চিন্তে বসে এইরকম কোনো ব্যক্তিগত চিঠি নিরিবিলিতে পড়া যেতে পারে। হটাৎ মাথায় খেয়াল আসলো, আরে, ছেলেদের পায়খানায় ঢুকে, দরজা বন্ধ করে কমোডের উপর বসে চিরকুট টা পড়া যেতে পারে। যেমন ভাবা, সেই কাজ। সকলের চোখ বাঁচিয়ে স্কুলের পায়খানায় ঢুকলাম। উঃ কি বাজে গন্ধ, তাও পায়খানার দরজাটি বন্ধ করলাম আর স্কুল ব্যাগের মধ্যে হাতিয়ে শেষ পর্যন্ত চিরকুট টি পেলাম:

'আমি আজ পর্যন্ত কাউকে
এইটি করতে দেইনি,
কিন্তু আমার খুব ভালো লেগেছে,
আমি খুশি যে তুই ই প্রথম,
তোর হয়তো এটাকে পাগলামি মনে হবে, কিন্তু আগামী কাল শনিবার, আমরা কি এই শনিবারে
লাইব্রেরি ঘরে বসে কম্পিউটারে সিনেমার সিডি দেখতে পারি?
দুপুরে ইংরেজি ক্লাসে দেখা হবে।
কিন্তু আজ ……..
আমি নিচে কিছু পড়তে ভুলে
গিয়েছি ।
ছুঁক ছুঁক আমার হুলো বিড়াল'
পুনঃ চিঠিটা সম্পূর্ণ ছিঁড়ে ফেলে দিস!

মুহূর্তের জন্য আমি চোখে ঝাঁপসা দেখলাম। পায়খানার দেয়াল গুলো যেন চেপে ধরছিল আমাকে, পায়ের তলায় মেঝেটাও যেন নড়ছিলো। কোনোরকমে চিঠিটা ছিঁড়ে, টুকরো টুকরো করে, কমোডে ফেলে, জল ঢেলে পায়খানার থেকে বেরিয়ে এলাম।

আমার আর রঞ্জুর একই ক্লাস হলেও আলাদা আলাদা সেকশন, তবুও, আমাদের দুজনার ইংরেজি ক্লাস দুটো সেকশনের একসঙ্গে একটি বড় হলঘরে হতো। সাধারণত আমি আমার বোন রঞ্জুকে ইংরেজি ক্লাসে পুরোপুরি উপেক্ষা করতাম, কারণ সে তো আমার বোন। কিন্তু সেই দিন, আমি কিছুতেই সবাই কে লুকিয়ে ওর দিকে মাঝে মাঝে না তাকিয়ে পারছিলাম না। আবার তার উপর আমার লিঙ্গ মহারাজ শক্ত হয়ে খাড়া হয়ে উঠেছিলেন। প্রচন্ড অস্বস্তি লাগছিলো আমার এবং লজ্জায় চোখ মুখ লাল হয়ে উঠছিলো। আমাকে আমার খাতা আমার কোলের উপর রাখতে হয়েছিল কিছুক্ষন। আর রঞ্জু, যেন কিছুই হয়নি এমন হাব ভাব, বন্ধুদের সাথে স্বাভাবিক আচরণ করে যাচ্ছিলো। ওর এই স্বাভাবিক আচরণ, আমার মনে ওর চিঠির সত্যতা নিয়ে প্রশ্ন তুলে দিলো, আমি বিশ্বাস করতে পারছিলাম না, যে ও যা চিঠিতে লিখেছে, তা সত্যি কিনা। সেদিনের ক্লাসে, কোনো পড়াই আমার কানে ঢুকলো না। কিছুই খাতায় লিখতে পারি নি। আমার একটাই আশা, রঞ্জু নিশ্চই আজকের পড়ানোর নোট লিখে নিয়েছে।
ক্লাসের শেষে, আমি হলঘর থেকে বের হবার সময় কায়দা করে এমন ভাবে বের হলাম যে আমি আর রঞ্জু পাশাপাশি চলে এসে ছিলাম। আমার ভীষণ দরকার ছিল ওর সাথে কথা বলার।

রঞ্জু আমার দিকে তাকালো এবং খুব সাধারণ ভাবে বললো, "তোর পড়া হয়েছে, যা দিয়েছিলাম?"

"হুম, হ্যা।" আমি ছোট্টো করে উত্তর দিলাম।

হটাৎ দেখলাম রঞ্জুর চোখে মুখে একটা লজ্জা লজ্জা ভাব, এবং আমিও তখন যেন কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছি। স্কুলে বাকি সকলের সামনে আমরা সাধারণ হবার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিলাম, যদিও এই যে আমরা দুজনে একত্র হল ঘরের সামনে দাঁড়িয়ে কথা বলছি, এটাই তো অসাধারণ আচরণ, কারণ আমরা এর আগে তো কোনো দিন স্কুলে একে অপরের সাথে কথা বলি না। রঞ্জু তার বইয়ের ব্যাগ টি তার সামনে ধরে ছিল। পা দুটো একটু ফাঁক করে, আমার সামনে দাঁড়িয়ে, সে একবার বাম পায়ের উপর ভর দিয়ে দাঁড়াচ্ছে, পরক্ষনে ডান পায়ের উপর ভর দিয়ে; ফলে তার কোমরটি ডান দিক বাম দিক দুলে চলেছিল। আমি শুধু তার কোমর আর পা দেখে যাচ্ছিলাম, আর ভাবছিলাম কি বলা যায়।

রঞ্জু আমার দিকে তাকিয়ে ছিল, একটা যেন দুষ্টুমি ভরা দৃষ্টি নিয়ে, ঠোঁটে একটা শয়তানি হাসি। আমাকে প্রশ্ন করলো, "তারপর, যা বলেছি, শনিবার সিনেমা দেখবি তো?

আমি শুধু বললাম, "হ্যা।"

রঞ্জু একটু হাঁসলো, "ঠিক আছে," বলে যাবার জন্য এগোলো।

আমি সঙ্গে সঙ্গে ওর পাশে গিয়ে ওর সাথে হাঁটতে হাঁটতে ফিসফিস করে জিজ্ঞেস করলাম, "এইটা কি সত্যি?

"কোনটা?" পাল্টা প্রশ্ন করলো, রঞ্জু।

"যেটা চিঠিতে লেখা ছিল।" আমি বললাম

রঞ্জু আমার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিলো আর মাথা ঘুড়িয়ে, তার কোমর হাল্কা ভাবে দুলিয়ে, হেটে যেতে লাগলো। মেয়েরা কি সব সময় এই ভাবে কোমর দোলায়?

হতচ্ছাড়া! আবার আমার বন্দুক টা শক্ত হয়ে খাড়া হয়ে, প্যান্টের সামনে তিনি তার অস্তিত্ব জানান দিলো।

[/HIDE]
 

Users who are viewing this thread

Back
Top