তাছাড়া ছেলেটি রুমে যেতে চাইলো না দেখে রিনি নিশ্চিত হল যে এ শতরূপার প্রেমিক নয়।
‘বাহ! এতো খুব ভালো প্রস্তাব। তুমি টিউটরকে হ্যাঁ বলে দাও, তবে একটা শর্ত আছে, শতরূপা মেয়ে মানুষ, ও বাড়িতেই থাক। তুমি আর টিউটর দুজনে আমাদের বাড়ি এসো’ রিনি বললো। বেশ ভালো লাগছে রিনির ছেলেটাকে। কি সুন্দর স্পষ্ট উচ্চারণ। তেমনি স্পষ্ট বক্তা।
‘বেশ তবে কাল থেকেই আসবো।’ সায়ন খুশীতে উচ্ছল হয়ে উঠলো তিনটে কারণে। প্রথমত, শতরূপার বাড়িতে ওর সাথে মিট করবে। দ্বিতীয়ত, এই ডবকা মাগী টাকে ফ্রি তে দেখে চোখের সুখ করে নিতে পারবে। তৃতীয়ত, সায়েন্স গ্রুপটা ঝালিয়ে নেবে।
এদিকে রিনির রুমে যাওয়ার প্রস্তাব সায়ন প্রত্যাখ্যান করায় শতরূপা সায়নের ওপর রুষ্ট হলো। সায়ন সেটা টের পেয়েছে। রিনি ট্রে রাখতে গেলে সে শতরূপাকে বললো, ‘উতলা হয়ো না, কাল থেকে আমাদের সময় শুরু, আজ বিশ্বাস টা অর্জন করা জরুরী ছিল’ বলে চকাস করে শতরূপাকে একটা চুমু দিল। শতরূপা এবারে সায়নের বুদ্ধির তারিফ করলো মনে মনে।