দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র তারকা সামান্থা আক্কিনেনিকে শিগগিরই দেখা যাবে জনপ্রিয় হিন্দি ওয়েব সিরিজ ফ্যামিলি ম্যান-এর দ্বিতীয় মৌসুমে মনোজ বাজপেয়ির সঙ্গে। দর্শক আগ্রহের তুঙ্গে থাকা সিরিজটি মুক্তি পাবে একটি স্ট্রিমিং সাইটে। সিরিজটি মুক্তির ঘোষণায় বলিউড থেকে দক্ষিণ ভারত—সবাই শুভকামনা জানাচ্ছে সামান্থাকে।
সামান্থা আক্কিনেনি, ইনস্টাগ্রাম
ফ্যামিলি ম্যান টু দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন রাজ নিদিমরু ও কৃষ্ণা ডিকে। এর আগে প্রযোজক হিসেবে নাম কুড়িয়েছেন তিনি, পেয়েছেন একাধিক গুরুত্বপূর্ণ পুরস্কার। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁদের প্রযোজিত তামিল ছবি সিনেমা বান্দি। মুক্তির পরই সব মহলের প্রশংসা কুড়াচ্ছে ছবিটি। এরপর রাজ ও ডিকে ঘোষণা দেন ফ্যামিলি ম্যান সিজন টুর। এর আগে তাঁরা ফ্যামিলি ম্যান প্রযোজনা করেছিলেন।
সামান্থা আক্কিনেনি, ইনস্টাগ্রাম
পরের মৌসুমে সামান্থার চরিত্র নিয়ে এই দুই প্রযোজক-পরিচালক বলেন, ‘এমন সামান্থাকে কখনো দেখেনি কেউ’। বিশ্বের দর্শকের জন্য চমক নিয়ে আসছেন তিনি।’
মহামারিকালে সামান্থা বিনা মূল্যে মানসিক স্বাস্থ্যসেবার জন্য একটা লিংক শেয়ার করেছেন ইনস্টাগ্রামের ১ কোটি ৬৮ লাখ ফলোয়ারের সঙ্গে। লিখেছেন, ‘আমি জানি সময়টা দুঃসহ। এই সময়ে মানসিক স্বাস্থ্যসেবা খুবই জরুরি। আসুন, আমরা মনের প্রতি সদয় হই। শরীরের পাশাপাশি মনের যত্ন নিই। মানসিক স্বাস্থ্যসেবা নেওয়া সকালের নাশতার মতোই জরুরি আর স্বাভাবিক একটা বিষয়।’
সামান্থা আক্কিনেনি, ইনস্টাগ্রাম
তামিল চলচ্চিত্র ইন্ডাস্ট্রি টলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন সামান্থা। ছবিপ্রতি তিনি নেন ২ কোটি রুপি। আর তাঁর সম্পদের পরিমাণ ৮০ কোটি রুপি। ২০১০ সাল থেকে আরেক দক্ষিণ ভারতীয় তারকা অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে তাঁর প্রেম। ২০১৭ সালের জানুয়ারি মাসে আংটি বদলের পর অক্টোবরে হলো বিয়ে। অবশ্য বিয়ের আগে থেকেই তাঁরা একপ্রাণ। দক্ষিণ ভারতীয় সিনেমাজগতের অন্যতম ‘পাওয়ার কাপল’ বলা হয় তাঁদের। এই মুহূর্তে সামান্থা একটি তামিল ও একটি তেলেগু ছবির শুটিংয়ে ব্যস্ত।
সামান্থা আক্কিনেনি, ইনস্টাগ্রাম
সামান্থা আক্কিনেনি, ইনস্টাগ্রাম
ফ্যামিলি ম্যান টু দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন রাজ নিদিমরু ও কৃষ্ণা ডিকে। এর আগে প্রযোজক হিসেবে নাম কুড়িয়েছেন তিনি, পেয়েছেন একাধিক গুরুত্বপূর্ণ পুরস্কার। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁদের প্রযোজিত তামিল ছবি সিনেমা বান্দি। মুক্তির পরই সব মহলের প্রশংসা কুড়াচ্ছে ছবিটি। এরপর রাজ ও ডিকে ঘোষণা দেন ফ্যামিলি ম্যান সিজন টুর। এর আগে তাঁরা ফ্যামিলি ম্যান প্রযোজনা করেছিলেন।
সামান্থা আক্কিনেনি, ইনস্টাগ্রাম
পরের মৌসুমে সামান্থার চরিত্র নিয়ে এই দুই প্রযোজক-পরিচালক বলেন, ‘এমন সামান্থাকে কখনো দেখেনি কেউ’। বিশ্বের দর্শকের জন্য চমক নিয়ে আসছেন তিনি।’
মহামারিকালে সামান্থা বিনা মূল্যে মানসিক স্বাস্থ্যসেবার জন্য একটা লিংক শেয়ার করেছেন ইনস্টাগ্রামের ১ কোটি ৬৮ লাখ ফলোয়ারের সঙ্গে। লিখেছেন, ‘আমি জানি সময়টা দুঃসহ। এই সময়ে মানসিক স্বাস্থ্যসেবা খুবই জরুরি। আসুন, আমরা মনের প্রতি সদয় হই। শরীরের পাশাপাশি মনের যত্ন নিই। মানসিক স্বাস্থ্যসেবা নেওয়া সকালের নাশতার মতোই জরুরি আর স্বাভাবিক একটা বিষয়।’
সামান্থা আক্কিনেনি, ইনস্টাগ্রাম
তামিল চলচ্চিত্র ইন্ডাস্ট্রি টলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন সামান্থা। ছবিপ্রতি তিনি নেন ২ কোটি রুপি। আর তাঁর সম্পদের পরিমাণ ৮০ কোটি রুপি। ২০১০ সাল থেকে আরেক দক্ষিণ ভারতীয় তারকা অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে তাঁর প্রেম। ২০১৭ সালের জানুয়ারি মাসে আংটি বদলের পর অক্টোবরে হলো বিয়ে। অবশ্য বিয়ের আগে থেকেই তাঁরা একপ্রাণ। দক্ষিণ ভারতীয় সিনেমাজগতের অন্যতম ‘পাওয়ার কাপল’ বলা হয় তাঁদের। এই মুহূর্তে সামান্থা একটি তামিল ও একটি তেলেগু ছবির শুটিংয়ে ব্যস্ত।
সামান্থা আক্কিনেনি, ইনস্টাগ্রাম