What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

একদম ফালতু কিছু জোকস (1 Viewer)

স্বামী : আচ্ছা, বিয়ের আগে তোমাকে কেউ চুমু খেয়েছিলো?
স্ত্রী : একবার পিকনিকে গিয়েছিলাম। সেখানে আমাকে একা পেয়ে একটা ছেলে ছোরা বের করে বলেছিলো, যদি চুমু না খাও, তাহলে খুন করে ফেলবো!
স্বামী : তারপর তুমি চুমু খেতে দিলে?
স্ত্রী : দেখতেই পাচ্ছো, আমি এখনও বেঁচে আছি।
 
বিয়ের অনুষ্ঠান শেষে সেলিম যখন তার নতুন বউ নিয়ে বাসায় ফিরছিল, তখন বউয়ের বড় ভাই কাঁদতে কাঁদতে সেলিমকে বললেন, `ভাই, আমার বোনটার দিকে একটু খেয়াল রেখো।` তার কান্না দেখে সেলিমও কেঁদে কেঁদে বললো, `ভাই, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি তো আমার বড় ভাইয়ের মতো। আপনার বোন মানে আমারও বোন। ও খুব ভালোই থাকবে।
 
একদল ডাকাত ব্যাংক ডাকাতি করে যাওয়ার সময় ব্যাংকের সামনে দেখে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। ডাকাত একজনকে বলল-
ডাকাত : এই তুই আমাদের ডাকাতি করতে দেখেছিস?
জালাল : হ্যাঁ, আমি ডাকাতি করতে দেখেছি।

ডাকাতরা জালালকে গুলি করে মেরে ফেলল। তারপর সিরাজকে বলল-
ডাকাত : এই তুই কিছু দেখেছিস?
বল্টু : না ভাই, আমি কিছু দেখি নাই। তবে আমার বউ দেখেছে।
 
স্ত্রী: অপারেশনের আগে রোগীদের বেহুঁশ করে কেন ডাক্তাররা?
স্বামী: আরে পাগলি! রোগীকে অজ্ঞান না করলে শুয়ে থেকে থেকে অপারেশনের সব কায়দা শিখে ফেলবে না!
স্ত্রী: তাতে কী?
স্বামী: এরপর ডাক্তারদের আর কে ডাকবে অপারেশন করার জন্য, বল?
 
‘ওগো, সারা জীবন বিদেশেই কাটালে, এ ছিল তোমার কপালে আমার পা। আরো ফুলে উঠেছে ছোট খোকা। স্কুলে যেতে চায় না ছাগলটা। শুধু ঘাস খাইয়া জিমাইতেছে তোমার বাবা। পেটের অসুখে ভুগছে বাগানটা। ফুলে ভরে গেছে বাড়ির ছাদ। স্থানে স্থানে ফুটো হয়ে গেছে গাভির পেট। দেখিয়া মনে হয় বাচ্চা দিবে করিমের বাপ। রোজ আধা-সের দুধ দেয় বড় বউ। রান্না করতে গিয়ে হাত পুড়ে ফেলেছে ছাগলটা। লেজ নেড়ে খেলা করে বড় খোকা। খেলতে গিয়ে পা ভেঙেছে মিনুর বাপ। বার বার ফিট হইয়া যাইতেছেন ডাক্তার সাব। আসিয়া দেখে গিয়েছেন, এমন অবস্থায় তুমি নিশ্চয়ই বাড়িতে আসিবে না, আসিলে কষ্ট পাবো।
ইতি তোমার স্ত্রী।
 
তিন ছেলে, চার মেয়ে আর স্ত্রীকে নিয়ে বিশাল পরিবার রহিম সাহেবের। এত বড় পরিবার বিধায় কোনো বাড়িওয়ালাই তাকে বাসা ভাড়া দিতে চান না। একদিন তিনি তার স্ত্রীকে বললেন, ‘তোমরা একটু স্থানীয় কবরস্থানটা ঘুরে এসো, আমি ছেলেগুলোকে নিয়ে বের হচ্ছি।’

ঘুরতে ঘুরতে ‘বাড়ি ভাড়া হবে’ এমন নোটিশ দেখে এক বাড়িওয়ালার কাছে গেলেন রহিম সাহেব।
রহিম সাহেব : ভাই, আমি কি আপনার বাসাটা ভাড়া নিতে পারি।
বাড়িওয়ালা : আপনার পরিবারে কে কে আছেন?
রহিম সাহেব : আমি, আমার স্ত্রী, আমার তিন ছেলে আর চার মেয়ে। তবে চার মেয়েকে নিয়ে আমার স্ত্রী এখন কবরস্থানে।
বাড়িওয়ালা : আহা রে! ঠিক আছে ভাই, আপনি আমার বাসাটা ভাড়া নিতে পারেন।
 
স্ত্রী : ওগো জানো, আজ না আমি তোমার প্যান্ট ধুইতে গিয়া তোমার পকেটে একটা ১০০ টাকার নোট পাইছিলাম।
স্বামী : টাকাটা কই থুইছো?
স্ত্রী : আমি তো ওইটা ফালায়া দিছি।
স্বামী : ফালাইছো কেন?
স্ত্রী : কারণ ওই টাকাটা তো জাল আছিলো।
স্বামী : কিভাবে বুঝলা তুমি, যে ওই টাকাটা জাল আছিলো?
স্ত্রী : আরে তুমি তো দেখি অনেক বোকা, ১০০ টাকায় তো দুইটা শূন্য থাকে কিন্তু ওইটাতে তো আছিলো তিনটা শূন্য।
স্বামী : হায় হায়, তুমি করছোটা কী! তুমি আমার এক হাজার টাকার নোট ফালায়া দিছো!
 
এক বৃদ্ধ হাসপাতালে তার শেষ নিশ্বাস নিচ্ছিল। তার বিছানার পাশে তখন এক নার্স, তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে
ছিল। বৃদ্ধ বড় ছেলেকে বলল-
বৃদ্ধ : আমি তো আর বেশিক্ষণ বাঁচবো না। তাই পার্ক স্ট্রিটের ১৫টি বাড়ি তুই নে।
মেয়েকে বলল-
বৃদ্ধ : ধর্মতলার ১৭টি বাড়ি তুই নে।
ছোট ছেলেকে বলল-
বৃদ্ধ : তোকে তো আমি খুব ভালোবাসি। তাই বেহালার ২০টি বাড়ি তোর।
স্ত্রীকে বলল-
বৃদ্ধ : আমি মারা যাওয়ার পর কারো কাছে তোমাকে হাত পাততে হবে না। তাই ডিএলএফের ১০টি ফ্ল্যাট তুমি রাখো।

তখন নার্স বৃদ্ধের স্ত্রীকে বলল-
নার্স : আপনি কত ভাগ্যবতী। আপনার স্বামী আপনাদের জন্য কত সম্পত্তি রেখে যাচ্ছেন।
স্ত্রী : কীসের সম্পত্তি? ও দুধওয়ালা। আমাদেরকে সকালে দুধ দেওয়ার ডিউটি ভাগ করে দিলো!
 
বিয়ের আগে প্রেমিক-প্রেমিকার কথোপকথন-
প্রেমিকা : ডার্লিং, চাঁদ কোথায়?
প্রেমিক : একটা আকাশে, আরেকটা আমার পাশেই বসে আছে।

বিয়ের পর স্বামী-স্ত্রীর কথোপকথন-
স্ত্রী : এই শোন না, চাঁদ কোথায়?
স্বামী : ওই, তুই কানা নাকি? আকাশে কি তোর বাপ বাত্তি জ্বালাইয়া রাখছে?
 
শ্বশুরকে কাছে পেয়ে আবেগঘন মুহূর্তে জামাই মুখ খুলেছে-
জামাই : বাবা, আপনার মেয়ে আমার নাকের আগায় দম এনে রেখেছে! কী যে করি…
শ্বশুর : বাবা, খুব খারাপ লাগছে শুনে! তবে আমার অবস্থাটাও চিন্তা কর! আমি তো পড়েছি তোমার বউয়েরও মায়ের পাল্লায়। বোঝ তাহলে আমার কীভাবে দিন যায়!
 

Users who are viewing this thread

Back
Top