What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

একদম ফালতু কিছু জোকস (1 Viewer)

গানের অনুষ্ঠান চলার সময় বল্টু একবার এফএম রেডিও’র আরজেকে ফোন দিলো-
বল্টু : হ্যালো।
আরজে : জি, আমি আরজে আবু বলছি।
বল্টু : আমি রাস্তায় একটু আগে একটি ব্যাগ পেয়েছি। যাতে ৫০ হাজার টাকা, একটা ক্রেডিট কার্ড আর কাশেম নামের এক লোকের পরিচয়পত্র পেয়েছি।
আরজে : তাই? আপনি কত সৎ যে এত কিছু পেয়েও কাশেম সাহেবকে সব কিছু ফিরিয়ে দিতে চাচ্ছেন। আমি কি এখনি কাশেম সাহেবকে আপনার সাথে কনট্যাক্ট করার জন্য রেডিওতে বলে দিবো?
বল্টু : আরে ঐ সব বাদ দেন, আমি আপনাকে ফোন দিছি কারণ কাশেম সাহেব এখন কষ্টে আছেন, তাই তাকে একটা দুঃখের গান ডেডিকেট করতে চাই আপনার রেডিওর মাধ্যমে।
 
একলোক এক ট্রাফিক মহিলাকে বিয়ে করল | বাসর রাতের পরদিন ট্রাফিক মহিলা ১০০০ টাকা জরিমানা করল এভাবে
-ওভার স্পীড ৩০০
– হেলমেট না পরা ৩০০
– রং ওয়ে এট্রি ৪০০
Which way was wrong? Up or back??!!
 
হাহাহা, হাসালেন... সত্যি মজা পেলাম জোকস গুলো পড়ে।
 
ডান্স পার্টি হচ্ছে। এক স্মার্ট যুবক তার চেয়েও লম্বা সুন্দরী এক তরুণীকে তার সাথে নাচার আমন্ত্রণ জানালো।

মেয়ে : ধন্যবাদ। কোনো বাচ্চাকে নিয়ে আমি নাচি না।

ছেলে : সরি! মিস, আপনার যে বাচ্চা হবে তা আমি জানতাম না।
আপনি পারেন বটে এত মজা
 
ওরে আমি বুঝছি লাম অন্নো কিছু

সমবাবত বিচারক অঙ্গেয়ান হইয়া গেছে

কথা যা বলছে খারপ না কথা ঠিক
 
একদিন ঘুমাতে যাওয়ার আগে বল্টুর ফোনে কল এলো-
বল্টু: হ্যালো, কে?
মেয়ে: চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই।
বল্টু: কে গো তুমি?
মেয়ে: আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারই।
বল্টু: কে সোনা তুমি?
মেয়ে: সঙ্গী সঙ্গী, আমরা অমর সঙ্গী।
বল্টু: সত্যি সোনা, তুমি আমাকে বিয়ে করবে? আই লাভ ইউ।
মেয়ে: গানটি কলার টিউন হিসাবে সেট করার জন্য ২ টিপুন।
 
১৯৯০ সালে বলতেন-
মা-বাবা: বল্টু উঠে পর, সূর্য উঠে গেলো যে।
বল্টু: তুমি এতো দেরি করে ডাকো কেন আমায়?

২০০০ সালে বলতেন-
মা: বল্টু ওঠ, তোর বাবা বকতেছে।
বল্টু: কী?এখনই উঠছি।

২০১৬ সালে বলতেন-
মা: বল্টু, উঠবি না-কি মাইর দিবো?
বল্টু: বিরক্ত করোনা তো মা। মাত্র তো ৮টা বাজে।

২০২০ সালে বলতেন-
মা: বল্টু তাড়াতাড়ি আয়, তোর বাপ তোর ফোনে কী যেন চেক করছেন।
বল্টু: এক সেকেন্ডেই আসছি।
 
পল্টু ইংরেজিতে একটু কাঁচা। একবার আমেরিকায় সমুদ্রসৈকতে সান বাথ নিচ্ছিলেন। এক লোক তার পাশ দিয়ে যাওয়ার সময় জিজ্ঞেস করলেন, ‘আর ইউ রিলাক্সিং?’

এই রিলাক্সিং শব্দটি পল্টুর কাছে নতুন ছিল। তাই সে মনে মনে ভাবল, রিলাক্সিং মনে হয় কারো নাম। এই ভেবে সে বলল, ‘নো, আই অ্যাম পল্টু।’ লোকটি এটা শোনার পর অবাক হয়ে চলে গেলেন।

কিছুক্ষণ পর এক মহিলা পল্টুকে জিজ্ঞেস করলেন, ‘আর ইউ রিলাক্সিং?’ পল্টু বললেন, ‘নো নো আই অ্যাম পল্টু।’ মহিলাও অবাক হয়ে চলে গেলেন। এমন আরও দু’জন প্রশ্ন করাতে পল্টু বিরক্ত হয়ে উঠে হাঁটা ধরলেন।

সামনে গিয়ে দেখেন ট্রাম্পও ছাতার নিচে বিশ্রাম নিচ্ছেন। পল্টু কী মনে করে তাকে জিজ্ঞেস করলেন, ‘আর ইউ রিলাক্সিং?’ ট্রাম্প বললেন, ‘ইয়েস, আই অ্যাম। বাট, হোয়াই?’

এটা শোনার পর পল্টু ট্রাম্পকে কষে ৫-৬টা থাপ্পড় দিয়ে বললেন, ‘ওইদিকে তোকে সব মানুষ খুঁজছে। আর তুই এখানে ছাতার তলে বাতাস খাস!’
 

Users who are viewing this thread

Back
Top