What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

একদম ফালতু কিছু জোকস (1 Viewer)

বল্টুর একটি মেয়েকে পছন্দ
হয়েছে
তাই তাকে প্রপোজ করার জন্য
রাস্তায়
একটি লাক্স সাবান নিয়ে দাঁড়িয়ে
আছে...
(একটু পর মেয়েটি আসলো)...
বল্টু:-- এক্সকিউজ মি..
মেয়ে:- হুম বলেন।
বল্টু:-আমি আপনাকে ভালোবাসি
আই লাভ
ইউ(সাবানটা সামনে বাড়িয়ে দিয়ে)
মেয়ে:- ভালোবাসেন ভালো কথা,,
সাবান
কেন? ফুল কোথায়?
বল্টু:- তুমি কি ভেবেছ আমি
তোমাকে একটু
ভালোবাসি??
না,, আমি তোমাকে অনেক অনেক
ভালোবাসি তাই তো তোমাকে
হাজার ফুল
দিয়ে প্রপোজ করলাম।
মেয়ে :- কি এখানে তুমি হাজার ফুল
পেলে
কোথায়??
বল্টু :- কেন তুমি জানো না লাক্স
সাবানে
রয়েছে হাজার ফুলের সৌরব...
তাই তো তোমাকে লাক্স সাবান
দিয়ে
প্রপোজ করলাম.।
মেয়ে বেহুশ
তারপর বল্টু পানি ছিটিয়ে তার
ঙ্য়ান ফিরালো.মেয়েটি বল্টুকে
তার বাসায় নিমন্তন দিলো.বল্টু
গেলো নিমন্তন্য খেতে.
মেয়ে:ভিমবার দিয়ে সরবত বানিয়ে
বল্টুকে দিলো.
বল্টু:কি বেপার ভিমবার দিয়ে
সরবত দিলে কেন.
মেয়ে:কেন আপনি জানেন না
ভিমবারে থাকে হাজার লেবুর
সৌরভ.
বল্টু উল্টে বেহুস হয়ে গেল
 
স্যার: কিরে বল্টু কিছু বলবি?
বল্টু: না__ মানে স্যা,, কিভাবে যে বলবো,,,
স্যার: আরে সমস্যা নেই বন্ধু ভেবে বলে ফেল
বল্টু: দোস্ত তর মেয়ে এখন আর আমাকে আগের মত ভালোবাসেনা,,,,
স্যার বেহুশ,,,,
 
একটি বাচ্চা এসে দোকানদারকে বলল-

বাচ্চা : ফর্সা করার ক্রিম আছে?
দোকানদার : হ্যাঁ, আছে!

বাচ্চা : তাইলে ব্যবহার করিস না কেন, শালা?
প্রতিদিন তোরে দেইখা ভয় পাইয়া যাই!
 
এক চাকরির ইন্টারভিউ চলছে....
প্রথম প্রার্থী এক বাঙালি
পরীক্ষা
ঘরে
ঢুকেছে....
শিক্ষকঃ দিল্লী চলো কে ডাক
দিয়েছিলেন ?
বাঙালিঃ স্যার নেতাজী
সুভাষ চন্দ্র
বোস l
শিক্ষকঃ বাঃ বাঃ খুব ভালো,
আচ্ছা
একজন দেশপ্রেমিকের নাম বলুন
তো ?
বাঙালিঃ স্যার অনেকেই তো
আছেন,
যেমন
মহাত্মা গান্ধী l
শিক্ষকঃ বাঃ বাঃ খুব সুন্দর,
আচ্ছা বলুন
তো
ভারত কবে স্বাধীন হয় ?
বাঙালিঃ স্যার, ভারত ১৯৪২
সালে
স্বাধীন
হবো
হবো করতে করতে শেষে ১৯৪৭
সালের
১৫ই আগস্ট স্বাধীন হয় l
শিক্ষকঃ খুব সুন্দর ! আচ্ছা এবার
লাস্ট
প্রশ্ন,
বলুন তো আকাশে কত গুলো তারা
আছে ?
বাঙালিঃ স্যার এখনও সেটা
প্রমানিত হয়নি
তবে বিজ্ঞানিদের গবেষণা
চলছে l
শিক্ষকঃ এবার আপনি আসতে
পারেন l
******************************
******* বাঙালি চলে যাবার সময়
পরের
প্রতিযোগী
এক বিহারী ছিল l কিন্ত সে
বাংলা
জানেনা,
তাই বাঙালিকে দরজার কাছে
খুব
তাড়াতাড়ি
জিজ্ঞেস করলো------ভাই
তোমাকে
কি
কি
প্রশ্ন
ধরলো ? বাঙালিঃ ভাই প্রশ্ন
আমার
মনে
নেই, তবে
উত্তর গুলো হল.....
1) নেতাজি সুভাষ চন্দ্র বোস
2) অনেকেই তো আছে, যেমন
মহাত্মা
গান্ধী
3) ১৯৪২ সালে হবো হবো করতে
করতে
শেষে ১৯৪৭ সালে ১৫ই আগস্ট
4) ঠিক এখনও জানা যায়নি,
বিজ্ঞানিদের
গবেষণা চলছে
বিহারির প্রবেশ.....
শিক্ষকঃ আপনার নাম কি ?
বিহারীঃ নেতাজি সুভাষ চন্দ্র
বোস l
শিক্ষকঃ (অবাক হয়ে) আপনার
বাবার
নাম
কি?
বিহারীঃ অনেকেই তো আছে,
যেমন
মহাত্মা
গান্ধী l
শিক্ষকঃ (আরও অবাক হয়ে)
আপনার কবে
জন্ম হয়েছে ? বিহারীঃ ১৯৪২
সালে
হবো
হবো করতে করতে
শেষে ১৯৪৭ সালে ১৫ই আগস্ট l
শিক্ষকঃ আপনি কি পাগল হয়ে
গেছেন ?
বিহারীঃ ঠিক এখনও জানা
যায়নি,
তবে
বিজ্ঞানীদের গবেষনা চলছে l
শিক্ষক : অজ্ঞান.....,
 
একটি মজার লাভ
লেটার
😂
😂

>>>>>>>>>>>>>
এক লোক তার
বউকে SMS
করছিল!!
কিন্তু ভুল বশত সেই
মেসেজটি চলে গেলোএক
বিধবা মহিলার
কাছে।।
সেই বিধবা মহিলার
স্বামী মাত্রই
গতকাল
মারা গিয়েছেন।।
যাই হোক,
মহিলা মেসেজটি খুললেন,পড়লেন,
এবং সাথে সাথে অজ্ঞান
হয়ে মাটিতে পড়ে গেলেন!!
কি লেখা ছিল সেই
মেসেজে??
মেসেজে লেখা ছিলঃ
আমার প্রিয় বউ!!
আমি ঠিকঠাক
মতইপৌঁছেছি!!
আমি জানি তুমি আমার
কাছ
থেকে মেসেজ
আশা করনি!!
এখানে আজকাল
মোবাইল
ফোন এসে পড়েছে!
আমি আসার
সাথে সাথে তারা আমাকে একটি মোবাইল
ফোন গিফট করেছে!!
সেই মোবাইল থেকেই
আমি তোমাকে মেসেজ
পাঠালাম!!
তুমি জেনে আরো খুশি হবে যে,
তারা সবাই
এখানে তোমার
জন্য
অপেক্ষা করছে!!
আশা করা যায়, কাল-
পরশুর
মধ্যেই তুমিও
চলে আসবে!!
আশা করি তোমার
যাত্রাও
হবে আমার মত সুখের!!
তোমার অপেক্ষায়
রইলাম!!
- ইতি, তোমার প্রিয়
স্বামী!
 
বাসর রাতে বল্টু ও তার স্ত্রীর
কথোপকথোন...........
বল্টুঃএই, বিয়ের
আগে তোমার কয়টা বয়ফ্রেন্ড
ছিল??
স্ত্রীঃ কোন কথা না বলে
সেখান থেকে উঠেগিয়ে একটা খাম
নিয়ে এসে স্বামীর হাতে ধরিয়ে
দিল ।
খামের মধ্যে ছিল কিছু চাল
আর ২০০ টাকা ।
বল্টুঃ এইটা কি ??
স্ত্রীঃ না মানে, আমি
যখন কারো প্রেমে পড়তাম তখন ১টা
করে চাল এই খামে ঢুকিয়ে রাখতাম।
বল্টুঃখাম খুলে চাল গোনা শুরু
করল ১,২,….. ৭টা ।
ও তার
মানে তোমার ৭টা বয়ফ্রেন্ড ছিল??
আজকালকার যুগে এইটা কোন
ব্যাপারই না । আচ্ছা আর এই ২০০
টাকা কিসের?? . . . . . . .
স্ত্রীঃ না মানে, গতকালকে ৪কেজি চাল
বিক্রি করছি ।
বল্টু বেহুঁশ
 
বল্টু ও পল্টু মারা যাওয়ার পর
কবরে বসে গল্প করছে……
-
-
পল্টুঃ ভাই আপনি মরলেন
কেমনে??
-
বল্টুঃ ধিরে ধিরে ঠান্ডায়
জইমা!!
-
পল্টুঃ কি…… কন…… ভাই!!
-
-
-
বল্টুঃ মানে ফ্রিজের
মধ্যে আটকাইয়া গেছিলাম!! সে এক বিরাট ইতিহাস পরে
শুইনেন আগে কন
আপনি মরলেন কেমনে??
-
পল্টুঃ আর বইলেন না ভাই
.
আমি আত্মহত্যা করছি!!
-
বল্টুঃ কেন ভাই?? কী এমন দুঃখ
আপনার??
-
পল্টুঃ আমার বউ এর উপর
আমি সন্দেহ করছিলাম এই
জন্যে আত্মহত্যা করছি।
-
-
-
-
বল্টুঃ এমন সন্দেহ করছিলেন
যার জন্য আত্মহত্যাই করা লাগলো??
-
পল্টুঃ আমি মনে করছিলাম আমার বউ পরকীয়া করে!!
একদিন বাসায় তাড়াতাড়ি গেছি হাতেনাতে ধরব বইলা।
যাইয়া বুঝলাম ঘরে কেউ
আছে কিন্তু সারা বাড়ি খুঁইজাও
কাউরে পাইলাম না। মনে মনে খুব
লজ্জা পাইলাম!!
ছিঃ ছিঃ আমি আমার বউরে এত বড়
সন্দেহ করছি!! তাই মনের
দুঃখে আত্মহত্যা করছি।
-
-
-
বল্টুঃ ওরে শালার পুত……
সেইডা তুই আছিলি!! তাইলে তোর
জন্যেই আমি আইজ কবরে…..!!
ফ্রিজের দরজাটা খুললে তো আজ
তুই আমি দুইজনেই বাঁইচা থাকতাম
পল্টু বেহুঁশ.....
 
গেরস্তের তাড়া খেয়ে তিন চোর
গিয়ে ঢুকল
এক আলুর গুদামে। ঢুকেই তিনজন
চটপট
তিনটা আলুর বস্তার ভেতর
ঢুকে পড়ল।
ছুটতে ছুটতে গেরস্তও
এসে ঢুকলেন আলুর
গুদামে। কী মনে করে যেন হাতের
লাঠি দিয়ে একটা বস্তায়
খোঁচা দিলেন।ভেতর
থেকে শব্দ এলো, ‘ম্যাঁও’।‘ওরে,
আলুর বস্তায়
কখনো বিড়াল থাকে?’ বলেই
গেরস্ত বস্তার
ভেতর থেকে প্রথম
চোরকে পাকড়াও
করলেন।আরেকটা বস্তায়
খোঁচা দিতেই ভেতর
থেকে শব্দ এল, ‘ঘেউ ঘেউ’!‘ওরে,
আলুর
বস্তায় কখনো কুকুর থাকে?’
বলেই গেরস্ত
বস্তার ভেতর থেকে দ্বিতীয়
চোরকে পাকড়াও করলেন।
আরেকটা বস্তায়
খোঁচা দিতেই এবার ভেতর
থেকে শব্দ এল,
‘আলু, আলু’!
হা হা হা হা
 
শিক্ষক :- জীবজন্তুকে ভালোবাসতে হবে। সৃষ্টির সেরা
জীব মানুষকে ভালোবাসতে হবে। যে মানুষকে
ভালোবাসে না সে মানুষ নয়, সে পশু।
.
.
বল্টু :- স্যার, আপনার মেয়ে কি তাহলে পশু?
.
.
শিক্ষক :- কেন, আমার মেয়ে পশু হবে কেন?
.
.
বল্টু :- না! গত এক বছর যাবৎ আমি আপনার মেয়েকে
ভালোবাসি, কিন্তু এক দিনের জন্যও সে আমাকে
ভালোবাসেনি!
 
একদিন ক্লাসে সকল ছাত্রছাত্রীর
উদ্দেশ্যে
"ম্যাডাম" বললেন???
তোমরা সবাই আগামী কাল
০৪ টা করে ইংরেজী শব্দ
লিখে আনবে
বল্টু স্কুল থেকে বাড়িতে যাচ্ছে আর
চিন্তা করছে
ইংরেজী শব্দ।
হঠাৎ সে দেখতে পেলো
.
.
.
.
.
.
১. একটা লোক একটা ছেলেকে ধমক
দিয়ে বলছে"Stand up" বল্টু
লিখে নিলো তার প্রথম
ইংরেজী শব্দটা।
২. এরপর সে পথের ধারে একটা
"Dustbin"
দেখতে পেলো।
৩. কিছুদুর যেতে যেতে বল্টু
একটা সিনেমার
শুটিং দেখতে পেলো
এবং হিরোইন "Hero" কে ডাকছে।
৪. হিরো বললো "Oh my darling" আজ নয়
কাল।
.
.
পরের দিন সকালে বল্টু
ক্লাসে আসলো
.
.
.
.
.
এবং ম্যাডাম
জিজ্ঞাসা করলো তোমরা কে কি
ইংরেজী শব্দ
এনেছো
বল্টু : দাড়িয়ে বলল "Stand up"
ম্যাডাম : তুমি আমাকে কি মনে কর?
বল্টু : "Dustbin"
ম্যাডাম : তুমি নিজেকে কি মনে
কর?
বল্টু : Hero
ম্যাডাম : এই নগেন বেত
টা নিয়ে আসো তো?
বল্টু : "Oh my darling" আজ নয় কাল....!!!
 

Users who are viewing this thread

Back
Top