What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

একদম ফালতু কিছু জোকস (10 Viewers)

বল্টু বইয়ের দোকানে গেছে বই
কিনতে৷

দোকানি:- স্যার, বইটা নিয়ে যান!
এটা একটা ভয়ের বই, এতে
কাল যাদু সম্পর্কে লেখা আছে৷

বল্টু:- ভাই বইয়ের দাম কত?
দোকানি:- ৩ হাজার টাকা৷

বল্টু:- এই টুকুন পাতলা বইয়ের
এত দাম!
দোকানি:- জি স্যার৷
এই বইতেও কাল যাদুর
প্রভাব আছে৷

ভুলে ও এই বইয়ের শেষ
পৃষ্টাটা খুলবেন না, খুললেই
আপনি জ্ঞান হারাবেন৷

কৌতুহল সামলাতে না পেরে
বইটি কিনল বল্টু৷

পুরো বইটা পড়লেন, কিন্তু শেষ
পৃষ্টা খুলল না৷

একদিন সাহস করে শেষ পৃষ্টাটা
উল্টে দেখল?

তাতে লেখা আছে সর্বোচ্চ
বিক্রয় মূল্য ৩০ টাকা৷৷

{ বল্টু জ্ঞান হারা }
 
টেবিল টেনিস প্রতিযোগীতায়,
গ্রামের এক মুর্খ লোককে সভাপতি
করে দেওয়া হল৷

খেলা শেষে সভা পতির আসনে
বক্তর্ব্য দিতে গিয়ে বললেন?

দুই দলের খেলাই আমার কাছে
ভাল লাগল!
কিন্তু, আমি কোন দলকেই
ধন্যবাদ দেব না৷

ধন্যবাদ তো দেওয়া দরকার
সেই মুরগিটারে! যার ডিমটারে
দুই দল মিলে যে ভাবে পিটাইল,

মাগার ফাটলো না৷৷!!??
 
পুলিশ:- বল্টু, তুমি কোথায় থাক?
বল্টু:- আমার বাবা মার সাথে৷

পুলিশ:- তোমার বাবা-মা কোথায়
থাকেন?
বল্টু:- আমার সাথে৷

পুলিশ:- তোমরা সবাই কোথায়
থাক৷
বল্টু:- এক সাথে৷

পুলিশ:- উফ, তোমার বাসা কই?
বল্টু:- আমার প্রতিবেশির বাসার
পাশে৷

পুলিশ:- তোমার প্রতিবেশির
বাসা কোথায়?
বল্টু:- আপনাকে যদি বলি
আপনি বিশ্বাস করবেন না৷

পুলিশ:- আরে ভাই আগে বল কই?
বল্টু:- আমার বাসার পাশে৷৷!!??.
 
বল্টুর ক্লাসে গান প্রতিযোগীতা
হচ্ছে৷
প্রতিযোগীতায় অংশ গ্রহন করছে
৩ জন:-

১/ আবুল৷
২/ পল্টু৷ আর,
৩/ বল্টু৷

* স্যার প্রথমে আবুলকে গান
গাইতে বললেন?

আবুলের গান:- বিষ্টি পড়ে টাপুর-
টুপুর ,বদনা হাতে আব্দুল গফুর!

লুঈি তুইলা হাইট্রা যায়,
তাই দেখিয়া বুকটা আমার
বেলুনের মত ফাইট্রা যায়৷

(আবুলের গান শুনে স্যার বেইজ্জিত)

* এবার স্যার পল্টুকে গান গাইতে
বললো?

পল্টুর গান:- হৈ হৈ বাশের পাতা
খসখসে, লাউয়ের পাতা নরম৷

ছকিনার মুখে চুমু দিতে, আমার
লাগে শরম৷

(এবার স্যারের মাথা হ্যাং)

* এবার বল্টুর পালা! (বল্টু স্যারের
মেয়েকে ভালবাসত, স্যারের
মেয়ের নাম ছিল জরিনা৷
তাই ক্লাশে সে জরিনাকে লক্ষ
করে, গান গাইতে লাগলো৷)

বল্টুর গান:- চাঁদ উঠেছে আকাশে,
জরিনা আমার বাম পাশে৷

আমি সমুদ্র, জরিনা ডেউ৷
জরিনা কুওা, আমি ঘেউ৷৷

{স্যার বেহুশ৷}
 
এক লোকের বউ চলে গেছে৷
জিজ্ঞেস করলাম,
চলে গেল কেন?

সে উওর দিল, আমার বউয়ের
দুইটা নাম্বার৷

আমি জাষ্ট তার নাম্বার সেভ
করছিলাম৷

আর সেইটা হঠাৎ একদিন
তার চোখে পড়ল৷
ব্যাস চইলা গেল!

আমি বললাম কি দিয়ে
সেভ করছিলেন?

সে বলল:- Bou-1. Bou-2.
 
বল্টু, পল্টু, আবুল, আর মফিজ
৪ জন মিলে হোটেলে ডিনার
করতে গেছে৷

ডিনার শেষে ৪ জনই বিল
দেওয়া নিয়ে তর্ক করছে!

এ বলে, আমি বিল দেব৷
ও বলে, আমি বিল দেব৷

হোটেলের ম্যানেজার এই কান্ড
দেখে মনে মনে হাসছে, আর
বলছে?

পৃথীবীতে এখনো কি এ রকম
বন্ধুন্ত দেখা যায়!
বিশ্বাস হয় না৷

এক পর্যায়ে ৪ জন মিলে
সিদ্ধান্ত নিল যে, একটি দৌড়
প্রতিযোগীতা হবে!

প্রতিযোগীতায় যে জয়ী হবে,
সে বিল পরীশোধ করবে?

হোটেলের ম্যানেজার হুইসেল
বাজাল৷
৪ জন এক সাথে দৌড় দিল৷

ম্যানেজার তাদের উৎসাহ
দিতে লাগল৷

সেই যে তারা দৌড় দিল আর
ফিরে আসে নি৷

( ম্যানেজার আজও চেয়ে থাকে
সেই গেটের দিকে কখন যেন ঐ
৪ জন বিল নিয়ে ফিরে আসে)৷
 
পরীক্ষার আগের রাতে এক ছাত্র
পয়সা দিয়ে টস করতেছে!

যদি শাফলা আসে, তাহলে
ঘুমায়া যামু৷

যদি মানুষ আসে, তাহলে
টিভি দেখমু৷

যদি খারায়া থাকে, তাহলে
গেইম খেলমু৷

আর যদি পয়সাটা আকাশে
ভাসে, তাহলে খোদার কসম
সারারাত পরমু৷৷৷
 
শিক্ষক বল্টুকে প্রশ্ন করলেন???

শিক্ষক:- বল্টু, মনে কর তোমার
সামনে কিছু টাকা আর
কিছু জ্ঞান রাখা হল!
তুমি কোনটি নেবে???

বল্টু:- অবশ্যই টাকা৷

শিক্ষক:- কেন?
আমি হলে তো জ্ঞানই
নিতাম৷

বল্টু:- যার যেটা প্রয়োজন সে
তো সেটাই নেবে৷৷৷
 
থাইল্যান্ডে হানিমুনে গেছে
এক দম্পতি-৷

স্বামী:- আজ যদি আমার এত
টাকা-পয়সা না থাকত,
হয়তো আমরা এই বিলাস
বহুল হোটেলে থাকতে
পারতাম না৷

স্ত্রী:- হ্যা, হয়তো আমাদের
থাইল্যান্ডে ও আসা হতো না৷

তার চেয়ে বড় কথা হল,
এই সব বলার জন্য তুমি
আমাকে ও পাশে পেতে না৷৷
 
একদিন বল্টু আর সল্টু একটা
দোকানে গেল!
দোকানে গিয়ে বল্টু সল্টুকে বলল?

একটা ম্যাজিক দেখাব চল?
সল্টু:-কি ম্যাজিক?

বল্টু:-আমি এখান থেকে তিনটা
চকলেট চুরি করব তবে
দোকানদার বুঝতে পারবে না৷

অতঃপর বল্টু চুরি করল,
দোকানি বুঝতে পারল না৷

বল্টু:-দেখলে তো!
ব্যাটা বুঝতেই পারলনা৷

চকলেট গুলো বল্টু পকেটে
ভরে নিল!!!

সল্টু:- হুম! সব দেখলাম৷
এবার চলো আমার সাথে৷

সল্টু গিয়ে দোকানিকে বলল,
একটা যাদু দেখবেন?

দোকানি বলল, কি যাদু?

সল্টু:-আমি আপনার কাছ থেকে
তিনটা চকলেট খাব, তবুও
তা আপনার কাছে ফেরত
আসবে!!

তারপর সল্টু চকলেট খেয়ে
ফেলল! দোকানি বলল,
আমার চকলেট গুলো কই?

জবাবে সল্টু বলল:- বল্টুর
পকেট চেক করেন,
আপনার তিনটা চকলেট
পেয়ে যাবেন৷
 

Users who are viewing this thread

Back
Top