What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

এক কাকোল্ড পুরুষের আত্মজীবনী (1 Viewer)

[HIDE]মানুষের মনে কোন ধারনা যদি জগদ্দল পাথরের মতন বসে যায় তখন এটা চিরসত্য যে তার পেছনে কোন এক কারন রয়েছে। মাকে নিয়ে যে ফ্যান্টাসিগুলো আমার মনে সৃষ্টি হয়েছিল সেটাও নেহাত কাকতালীয় নয়। মায়ের সাহসী পোশাক পড়ার ঝোঁক, বাবার কলিগ বা প্রতিবেশী পুরুষদের সাথে সাবলীলভাবে কথা বলার ক্ষমতা হয়ত আমার অজান্তেই আমার মনে এক ফ্যান্টাসির জন্ম দেয়। তমাল আর রবিকাকুর আমাদের বাড়িতে আসা, তমালের মায়ের মৃত্যুর ঘটনা এইসবই আমার হৃদয়কে নাড়া দিয়েছিল, কয়েক মুহূর্তের জন্য ভেবে নিয়েছিলাম আমি ভুল, আমার ফ্যান্টাসিগুলো সব ভুল। কিন্তু বুঝিনি বাস্তব আর স্বপ্নের এই দোলাচলে আমি আবার একবার হারিয়ে যাবো।
বুদ্ধপার্ক এর মোড়ে অটো ধরতে কখনো এর আগে এতো সময় আমাদের লাগেনি। রাস্তার ধারে আমি আর মা দাঁড়িয়েছিলাম। মাঝেমধ্যেই আড় চোখে আমি মায়ের দিকে তাকাচ্ছিলাম। মায়ের পরনে ছিল একটা নীল রঙের পাতলা সাড়ি। শাড়ির ওপরে হাজারো কারুকার্য থাকলেও সাড়িটা বড়ই পাতলা ছিল। আমার অন্তরের দোলাচলের কারন ই ছিল মূলত এটা। সন্ধ্যে ৬ টা নাগাদ বুদ্ধপার্ক রীতিমত গমগম করে। সেদিনও ব্যতিক্রম ছিলনা। বেশ কয়েকজন উঠতি যুবক ঠিক উল্টো দিকের পান দোকানটায় বাইক নিয়ে দাঁড়িয়ে ছিল। ঠোঁটে সিগারেট আর মনে সদ্য যৌবনের আগুন। আজও আমার স্পষ্ট মনে আছে কথাটা। ওদের মধ্যে একজন হথাত বলে ওঠে,
‘ওই দেখ। শালা কি মাল রে’।
আমি জানিনা কথাটা মা শুনেছিল কিনা। হয়ত শুনেছিল হয়ত বা না শোনার ভান করেছিল।
আমার কানটা ক্রমশ স্থির হয়ে ওদের কথাগুলো শোনার অব্যর্থ চেষ্টা চালিয়ে গেলো।
‘ওফ নাভিটা কি সুন্দর রে, ট্রাই মারবি নাকি রে’।
‘ছাড়, বৌদিদের পেছনে লাগতে নেই। দাদা জানলে কষ্ট পাবে’।
একটা প্রচণ্ড জোরে হাঁসির রোল। আমার শরীরটা কেমন যেন গুলিয়ে উঠছিল। বারবার মনে হচ্ছিল ছেলেগুলো কি মাকে সিডিউস করার চেষ্টা করছে? মায়ের মুখের দিকে একবার তাকালাম। জানিনা ঠিক না আমার মনের ভুল; ঠোঁটের কোনে একটা সুপ্ত হাঁসি লক্ষ্য করেছিলাম। ছেলেগুলো ফিসফিস করে নিজেদের মধ্যে কি যে বলেছিল ঠিক খেয়াল নেই। কিছুক্ষনের মধ্যেই তিনটে বাইক রাস্তার ওপার থেকে এদিকে চলে আসে।
আমি কিছুটা ভয়ই পেয়ে গেছিলাম। ওরা মাকে জোর করবে না তো? বারবার মায়ের ওপর রাগ হচ্ছিল। মনে হচ্ছিল মা ইচ্ছে করেই এইরকম কাপড় পড়েছে। মা জানে পাড়ার ছেলেরা ঠিক কি নজরে তাকাবে।
‘বৌদি কি অটো ধরার জন্য দাঁড়িয়ে আছেন নাকি?’
একটা বাইক ঠিক সামনে আর দুটো বাইক মায়ের পেছনে এসে দাঁড়ায়। সামনের ছেলেটা মায়ের চোখে চোখ রেখেছিল, ওর নজরে কোন বদ মতলব ছিলনা। পেছন ঘুরে তাকালাম বাকি দুটো বাইকের দিকে। দুটো বাইকে মোট ৪ টে ছেলে। ওদের চোখগুলো জ্বলজ্বল করছিল। চেষ্টা করলাম বারবার ওরা কি দেখছে তা বোঝার। দেখলাম একজনের চোখ ঠিক মায়ের কাঁধ আর ঘাড় বরাবর।
সঙ্গে সঙ্গে একটু পিছিয়ে এসে মায়ের দিকে তাকালাম।
মনে মনে বলতে ইচ্ছে হোল ‘আমার মা টা প্রচণ্ড অসভ্য’। মায়ের কাঁধের দুপাশে ব্লাউজকে ছাপিয়ে ব্রার দুটো ফিতে বেরিয়ে এসেছে। প্রথমে মনে হোল বুঝি মা ইচ্ছে করেই ব্রাটা ওরকম ভাবে পড়েছে। অনেক মহিলার ই ব্রার স্ত্রাপ বেরিয়ে থাকে। কিন্তু দুপাশে এতো চওড়া হয়ে কখনো বেরিয়ে থাকতে দেখিনি। ছেলেগুলোর চোখদুটো দেখে মনে হচ্ছিল এটা জনবহুল জায়গা না হলে একটানে ব্লাউজটা টেনে ছিঁড়ে ফেলত। আরও ভালো করে লক্ষ্য করলাম। না, অসুবিধেটা আসলে ব্লাউজেই। এতক্ষন পরে বুঝলাম মায়ের ব্লাউজটা বোধ হয় একটু বেশীই খাটো। সাধারনত পিঠের দিকে ব্লাউজ যতটা চওড়া হয় তার চেয়ে অনেকটাই খাটো। মনেমনে আবোল তাবোল কল্পনা করলেও এটা বিশ্বাস করতাম মাকে এই ছেলেগুলো কিছুই করতে পারবে না। কিন্তু রবি কাকু? ও তো বহুবছর ধরে অভুক্ত, যদি রবি কাকু নিজেকে নিয়ন্ত্রন করতে না পারে, কি হবে মায়ের? কি হবে আমার সহজ সরল বাবার? লক্ষ্য করলাম লিঙ্গটা ধীরে ধীরে শক্ত হয়ে উঠেছে।
‘হ্যাঁ কি ব্যাপার বল তো। একটাও তো অটো দেখতে পাচ্ছিনা’।
মায়ের উত্তর দেওয়ার ভঙ্গীটা দেখে মনে হোল, মা যেন অটোতে বসতেই চায়না। মা চায় বুদ্ধপার্ক পেরিয়ে দূরে কোন নিরিবিলি জায়গায় চলে যেতে আর নিজের সমস্ত অপূর্ণ ইচ্ছেকে এই উঠতি যুবকগুলোকে দিয়ে পরিপূর্ণ করতে।
‘আরে বৌদি আজ অটো পাবেন না। অটোওয়ালারা স্ট্রাইক করেছে’।
হাতের রুমালটা নিয়ে মা একবার কপালটা মুছে নিল। আবার মায়ের দিকে তাকালাম। দেখলাম মা দরদর করে ঘেমে চলেছে। হাতদুটো ওপর দিকে ওঠায় দেখলাম মায়ের নাভিটা সম্পূর্ণ উন্মুক্ত হয়ে যায়। পেছনের ছেলেগুলো কি বুঝল কিজানি তবে সামনের ছেলেটা যে সম্পূর্ণ আনন্দ পেল তা আমি বেশ বুঝতে পারি। বারবার এটাই মনে হচ্ছিল, মাকি ওই ছেলেগুলোর নোংরা নজর সম্পর্কে অবহিত নয়, নাকি মা সত্যিই মজা পাচ্ছে। আবার একবার পেছন দিকে তাকালাম। মায়ের ব্লাউজটা ভিজে যাওয়ার পর ক্রমশ স্বচ্ছ হয়ে উঠছে।
তখনও স্কুলে ফিজিক্স ক্লাসে লাইট এর চ্যাপ্টারটা শুরু হয়নি। পরে ফিজিক্স এর ফান্দা দিয়েই বুঝেছি, কালো বস্তুর ওপর জল পড়লে তা প্রচণ্ড স্বছ হয়ে ওঠে আর কালো রঙের তলায় যেকোনো সাদা রঙের বস্তু সম্পূর্ণ দৃশ্যমান হয়ে ওঠে। হ্যাঁ, এটা ঠিক মা বিজ্ঞানের ছাত্রী ছিলনা, কিন্তু নিজের অভিজ্ঞতা দিয়ে তো এটা ভাবা বা বোঝা উচিত ছিল এই গরমকালে কালো ব্লাউজের তলায় সাদা ব্রা পড়া একদমই উচিত নয়। মায়ের ব্রাটা কেমন মেঘের ফাঁক দিয়ে সুজ্জিমামার উঁকি মারার মতন প্রকাশ্য হয়ে উঠছিল। আর পেছনের দুজোড়া ছেলে কেমন যেন ভুভুক্ষু হয়ে উঠেছিল। এটা সত্যি ওরা যদি নিরিবিলি স্থানে মাকে এই অবস্থায় পেত সত্যিই ছেড়ে দিত না।
‘বাস কখন আছে তোমরা জানো?’
প্রচণ্ড অবাক লাগছিল মা কি করে এতো স্বতঃস্ফূর্তভাবে পাড়ার এই লোফারগুলোর সাথে গল্প করে যাচ্ছিল। আমার বাবা সরকারী কর্মচারী, বাড়ির অবস্থাও মোটামুটি স্বচ্ছল। তাহলে মা কেন এই ছেলেগুলোর সাথে এভাবে কথা বলছে। মায়ের প্রতিটা কোথায় ছিল কামনার অমৃত। আর তা ঠিক আগুনে ঘি পড়ার মতন এই সদ্য যৌবনে পা দেওয়া যুবকদের শরীরে আগুনের স্ফুলিঙ্গ তৈরি করছিল।
‘বৌদি এই গরমে কি বাসে যাবেন। কোথায় যাবেন বলুন, আমরা ছেড়ে দিচ্ছি’।
আমার মাথাটা বনবন করে ঘুরতে লাগলো। আর সাথে হতে লাগলো প্রচণ্ড ভয়। ঠোঁটদুটো থরথর করে কাঁপছিল আর বারবার করে বলতে ইচ্ছে করছিল, ‘না বল মা। তুমি বুঝতে পারছ না। ওরা তোমায় ঠিক কোন ফাঁকা জায়গায় নিয়ে যাবে আর তোমার সাড়ি সায়া ব্লাউজ সব খুলে লাংটো করে দেবে। আর তারপর ঠিক ওই নোংরা সিনেমা গুলোর মতন তোমাকে উলটে পালটে আনন্দ দেবে। জানি তুমি খুব আনন্দ পাবে। কিন্তু আমার কি হবে বল। আমাকে তো নিশ্চয়ই কোন গাছের গুঁড়ির সাথে শক্ত করে বেঁধে রাখবে ওরা। আমি শুধুই দেখে যাবো ওরা তোমায় নষ্ট করছে’।
না কথাগুলো আমি বলতে পারিনি। তবে শরীরে যে ভয়ঙ্কর একটা কম্পন হচ্ছিল তা ঠিকই বুঝেছিলাম। উত্তেজনার আরও বাকি ছিল। মায়ের উত্তরটা সত্যিই আমার মস্তিস্কে আগুন জ্বালিয়ে দেয়।
‘আমরা ঘোষ পাড়া যাবো। তোমরা কি রাস্তাটা চেন?’
এই উত্তরের পর প্রত্যেকের মুখের অভিব্যক্তি ঠিক কি হয়েছিল আমি তা আলাদা করে খেয়াল করতে পারিনি। তবে ‘সসসসস’ করে প্রচণ্ড ঝাল লাগলে মানুষ যেমন শব্দ করে তা ভেসে এসেছিল। আমি একবার পেছন ঘুরে তাকালাম, দেখলাম ৪ টে ছেলেই মায়ের কাঁধ আর ভিজে ব্লাউজের ওপর দিয়ে সাদা ব্রাটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। লক্ষ্য করলাম ওদের মতন আমারও শ্বাসপ্রশ্বাসের গতি অস্বাভিকভাবে বেড়ে গেছে।
‘আরে বৌদি চিনি মানে। আমরা তো এই করি। আপনি বসুন তো’।
মা দেখলাম আমার দিকে তাকাল। আমি মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিলাম।
সামনের ছেলেটাই বলে উঠল,
‘ভাই তুমি ওই গাড়িটায় বস, বৌদি আমার পেছনে বসবে’।
আমি কোন উত্তর দিলাম না। শুধুই মায়ের দিকে তাকিয়ে থাকলাম। মা আর আমার দিকে তাকাল না। আমারই মতন বাকি সবাই মায়ের দিকেই তাকিয়ে ছিল। দেখলাম মায়ের হাতটা হাঁটুর কাছে গেলো। আমি নিশ্চিত হলাম মা ওই নোংরা ছেলেটার পেছনেই বসবে। ধীরে ধীরে সাড়িটা টেনে কিছুটা ওপরের দিকে তুলল মা। কালো রঙের স্যান্ডেলটার ওপরে সাদা ফর্সা পা জোড়া বেরিয়ে এলো। হথাত কয়েক সেকেন্ডের মধ্যে নজরে এলো হলুদ রঙের একটা কাপড়। মা সেদিন হলুন রঙের সায়া পড়েছিল। আমি আবার পেছনের ছেলেগুলোর দিকেই তাকালাম। দেখলাম ওদেরও নজর সেই সায়াটার ই দিকে। চোখের ভঙ্গিমা এটাই বোঝাচ্ছে, ওদেরও মনে হাজারো কল্পনা জাল বুনেছে। এই সায়াটা একটানে জঙ্গলের মধ্যে কিভাবে ছুঁড়ে ফেলে দেবে তাই হয়ত ওরা ভেবে চলেছে।
আমার প্রচণ্ড অবাক লাগলো মা কি করে হিরো স্প্লেন্দার গাড়িটার পেছনে উঠে বসল। দুটো পায়ের অবস্থান সমান না হওয়ায় হলুদ সায়াটা একি অবস্থানে ঝুলে থাকলো। আমি পেছনের ছেলেটার দিকে তাকালাম। দেখি ওদের মধ্যে একজন পেছন থেকে নেমে বসেছে। বুঝলাম আমাকে ওদের দুজনের মাঝে বসতে হবে। আমার একদম ইচ্ছে হচ্ছিল না ওদের মাঝে বসতে। কিন্তু অগত্যা আমায় বসতেই হোল।
মুহূর্তের মধ্যে ঝড়ের বেগে সামনের গাড়িটা এগিয়ে গেলো। পেছনের ৪ জন হতাশ যুবক ও বেচারা আমিও রওনা হলাম। ওরা প্রানপ্রন চেষ্টা করল সামনের গাড়িটার সাথেই থাকতে। ওরা সক্ষম ও হোল। মিনিট দুই যাওয়ার পর বুদ্ধপার্ক এর মোড়। ওখান থেকে সোজা রাস্তাটা চলে যাচ্ছে সেন্ট্রাল পার্ক আর তারেপর ডান দিকে বাঁকলেই কিছুটা গিয়ে ঘোষ পাড়া।
আমার বুকটা চিনচিন করে উঠল। চারমাথার মোড়টা থেকে গাড়িটা সোজা না গিয়ে বাঁ দিকে বেঁকে গেলো। ভেতর থেকে কে একটা বারবার করে বলতে থাকলো তাহলে কি ওরা আমার সুন্দরী মাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। কল্যাণীতে বেশ কিছুদিন এলেও রাস্তা ঘাট টা আমি সেভাবে চিনতাম না। শুধু এটাই জানি, আমাদের স্কুলের যে ছেলেরা প্রেম করে এইদিকেই কোথায় যায়। তারমানে কি এপাশটা একটু নিরিবিলি। আমার হাতদুটো থরথর করে কাঁপতে শুরু করল।
আমার পেছনে যে ছেলেটা বসে ছিল সে আরও কিছুটা সামনের দিকে এগিয়ে আসলো। আমি প্রচন্ড স্পষ্ট ভাবে অনুভব করলাম, ওর লিঙ্গটা শক্ত হয়ে দাঁড়িয়ে গেছে। এটা কি কোন বিপদের সঙ্কেত। ওর মনে কি কোন আগাম গল্পের আভাস চলছে? প্রচণ্ড অস্বস্তি লাগছিল। এর আগে কখনো অন্যের লিঙ্গকে নিজের শরীরে অনুভব করিনি। তাও আবার লিঙ্গ শক্ত হওয়ার কারন যখন আমার নিজের মা। দেখলাম মা ছেলেটাকে কিছু একটা বলার চেষ্টা করে চলেছে। কান দুটো কে খাড়া করে ওইদিকে পেতে রাখলাম। আমাদের বাইকটা বেশ কাছাকাছি ছিল তাই ওদের কথাগুলো কানে এলো।
‘আরে গাড়িটা এদিকে নিলে কেন? তুমি রাস্তা ভুল করেছ’।
‘বৌদি সেন্ট্রাল পার্কে বিশাল জ্যাম। তাই পিকনিক গার্ডেন দিয়ে গাড়িটা ঘুরিয়ে নিলাম’।
‘পিকনিক গার্ডেন’ কথাটা শুনতেই বুকটা ছ্যাঁত করে উঠল।
তমালের মুখে ‘পিকনিক গার্ডেন’ এর নাম অনেক শুনেছি। এটাকে কল্যাণীর বৃন্দাবন বলে। এই রাস্তাটা বেশ নিরিবিলি আর ফাঁকাফাঁকা হওয়ায় কাপলরা এদিকটায় আসে। শুনেছি অনেক আজেবাজে কাজও হয়। আমার আশঙ্কাটা ভুল ছিলনা। রাস্তাটা ক্রমশ ফাঁকা হয়ে যেতে থাকলো। আশেপাশে লোকজন ক্রমশ কম হতে শুরু করল। মায়ের বিপদে পড়ার আশঙ্কাটা আমি বুঝতে পারছিলাম আমার পেছনের একটা শক্ত হয়ে থাকা লিঙ্গের আস্ফালন থেকে। ওই লিঙ্গটা আমি অনুভব করছিলাম আর আশঙ্কা করছিলাম এটাই হয়ত কিছুক্ষন বাদে আমার মাকে উত্যক্ত করে তুলবে।


পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। [/HIDE]
 

Users who are viewing this thread

Back
Top