What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

এক ঝাঁক ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন ও এর ব্যবহার! (2 Viewers)

10. Lapselt:

Lapselt এর মাধ্যমে টাইম ল্যাপস ভিডিও খুব সহজেই বানানো যায়। সেই সাথে এক ক্লিকেই এটি শেয়ার করা যাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও! এছাড়াও রয়েছে হরেক রকম অডিও ট্র‍্যাক, ইফেক্ট ও ফিল্টার! অ্যাপটি প্লে স্টোরে বিনামূল্যেই পাওয়া যাবে৷ তবে প্রো ভার্সনের জন্য গোনা লাগবে ২.৯৯ ডলার, তাহলে আরো কয়েক রকমের ফিল্টার ইফেক্ট ও হাই রেজুলেশনের ভিডিও তৈরি করা যাবে৷
 
11. Vizmato:

চটজলদি ভিডিও বানানোর জন্য Vizmato হলো ঝাকানাকা একটা অ্যাপ! এই অ্যাপের মাধ্যমে HD ভিডিও রেকর্ড করা যাবে। এছাড়াও নানান ইফেক্ট, ফিল্টার তো আছেই। কিছু কিছু ফিল্টার ইন্সটা স্টোরির জন্য অনেক ভালো৷ আমাদের মধ্যে অনেকেই ইন্সটাগ্রামে পোস্ট করতে পছন্দ করে। তাদের জন্য এই অ্যাপটা বেশ কার্যকরী! প্রো ভার্সনের জন্য প্রতি মাসে ০.৯৯ ডলার এবং এক বছরের জন্য ৯.৯৯ ডলার দিতে হবে।
 
12. Cute Cut:

ইন্সটাগ্রামে ভিডিও কিংবা স্টোরি আপলোড দেওয়ার জন্য আরেকটি ভিডিও এডিটিং অ্যাপ হলো এই Cute Cut! ভিডিওর মধ্যে চাইলে ছবিও আঁকতে পারবে, এছাড়া নিজের ড্রয়িং, নানানরকম শেপ, টেক্সটও যুক্ত করতে পারবে৷ Cute Cut বিনামূল্যেই প্লে স্টোর থেকে নামাতে পারবে। তবে আপগ্রেডেড ভার্সনের জন্য লাগবে ৫.৯৯ ডলার।
 
13. InShot App:

সাধারণত ছবি এডিট করার জন্য এই অ্যাপটা ব্যবহার করা হলেও, ভিডিও এডিটিংয়ের জন্যেও InShot বেশ উপকারী একটা অ্যাপ। ব্যবহার করা বেশ সোজা৷ ভয়েস ওভার, মিউজিক, ন্যারাশন, ইমোজি, ওভারলেইস সহ আরো হরেক রকম সুযোগ-সুবিধা পাওয়া যাবে এখানে!
 
14. Luma Fusion:

এটাকে মাল্টি ট্র‍্যাক মোবাইল ভিডিও এডিটিং অ্যাপ বললে কিন্তু খুব একটা ভুল হবে না! এইটা এতটাই শক্তিশালী এবং কার্যকরী অ্যাপ্লিকেশন, যে একে এই খেতাবটা দেওয়াই যায়! এর মধ্যে রয়েছে Undo ও Redo করার ফাংশন, যেটা অন্য অ্যাপগুলোর মধ্যে পাওয়া যায় না। ট্রিমিং ক্লিপস, ডুপ্লিকেশন কন্টেন্ট, ট্রানজিশনসহ আরো অনেক অনেক সুবিধা পাওয়া যাবে Luma Fusion-এ! বিভিন্ন রকমের UI Layout Templates বেশ সহজেই ব্যবহার করা যাবে৷ এর রয়েছে রয়ালিটি ফ্রি বিশাল বড় অডিও লাইব্রেরি! অন্যান্য অ্যাপগুলোর মতন এটাও বিনামূল্যে নামানো যাবে৷ তবে প্রো ভার্সনের জন্য দিতে হবে ১৯.৯৯ ডলার।
 
এই তো জানা গেল স্মার্টফোনের ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনগুলো সম্পর্কে৷ তুমি এখান থেকে কয়েকটা অ্যাপ ডাউনলোড করে একটু এদের কাজগুলো শিখে ফেলো। এরপর কোনো বন্ধুর জন্য একটা ভিডিও বানিয়ে তাকে তাক লাগিয়ে দাও!

ধরো, তুমি অনলাইন বিজনেসের সাথে জড়িত। এখন তুমি কিছু প্রোডাক্ট বিক্রি করার জন্য এনেছো, কিন্তু কীভাবে এই জিনিসগুলোর প্রচার করবে, সেইটা তুমি জানো না। তুমি যদি টুকটাক ভিডিও এডিটিংয়ের কাজ পারো, তাহলে তোমার প্রোডাক্টগুলোর একটা ভিডিও বানিয়ে নিজের ফেসবুক পেইজে শেয়ার করে দাও! কারণ, মানুষ কোনো কিছু সম্পর্কে পড়ার চেয়ে দেখতে বেশি ৪ গুণ আগ্রহী৷ তাই এখনই কাজে লেগে পড়ো! আর চমকে দাও সবাইকে!
 

Users who are viewing this thread

Back
Top