কারো বগল তলায় হাত দিয়ে কাতুকুতু দিলে হাসি পায়, আবার কেউ বগল তলার কাছে হাত নেয়ার অভিনয় করলেই হেসে গড়াগড়ি খেতে শুরু করে।
এমনও কিছু লোক আছে যাদের বগল তলায় হাত দিয়ে অনেক কৌশল করলেও তাদের মুখে হাসি ফোটানো যায় না।
আপনি মনে হয় শেষের দলে আছেন।
আপনাকে শুরশুরি দিলেও তেমন কিছু হবে বলে মনে হয় না।
সালসা বা হালুয়া খেয়ে দেখতে পারেন। এতে কিছুটা উত্তেজনা যদি আপনার আসে...
রিপ্লাইয়ের জন্য ধন্যবাদ !